নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধমনীর মাধ্যমে হৃৎপিন্ড থেকে বিশুদ্ধ ( অক্সিজেনসমৃদ্ধ) রক্ত সারা দেহে প্রবাহিত হয়।

ধমনী

ধমনী › বিস্তারিত পোস্টঃ

সবাই আপনার মতো হবে- এটা আশা করেন কেন?

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১২


আমরা চাই সবাইকে নিজের মতো করে দেখতে। সবাই যেন আমারই প্রতিচ্ছবি হবে। আমার কথা শুনবে। যা বলবো তাই করবে। যেভাবে দেখাবো সেভাবেই দেখবে। যেভাবে চালাবো সেভাবেই চলবে। এটা আমাদের মনের অভ্যন্তরীণ স্বৈরতান্ত্রিকতার প্রকাশ।
যেমন- কিছু স্বামী স্ত্রীকে খোঁটা দেয়-'তোমার রান্না আমার মায়ের মতো না!!"
-- আরে ভাই, মা কে মায়ের জায়গায় রাখেন। স্ত্রীকে তার জায়গা দিন। স্রষ্টা তো দুজনকে আলাদা মানুষ বানিয়েছেন, একই রান্না আশা করেন কেন? মায়ের রান্না উৎকর্ষ লাভ করতে অবশ্যই একটি সুনির্দিষ্ট সময় লেগেছে। স্ত্রীকেও সে সময়টুকু দিতে হবে। বরং আপনার স্বীকৃতি ও উৎসাহ স্ত্রীর রান্নাকে ভিন্ন মাত্রার স্বাদের অধিকারী করবে।
আবার কিছু স্ত্রী স্বামীকে তুলনা করতে থাকেন তার বাবা কিংবা ভাইয়ের সাথে। বাবার আদর আর ভাইয়ের মমতা কি স্বামীর কাছ থেকে আশা করা উচিত? আসলে প্রত্যেকটা সম্পর্কের নিজস্ব কিছু স্বতন্ত্রতা আছে। একটি সম্পর্কের সাথে অন্য সম্পর্ককে জড়িয়ে ফেলা ঠিক নয়। ভাইয়ের কাছে যে দাবি করা যায়, সেটা স্বামীর কাছে একই ভাবে করা যায় না। আবার স্বামীর কাছে যে দাবি করা যায়, সেটা কোনভাবেই ভাইয়ের কাছে করা যায় না। বাবার আর্থিক সমৃদ্ধি আর সামাজিক মর্যাদা একদিনে তৈরী হয়নি। স্বামীর ক্ষেত্রেও একই রকম। তিনিও একটা সময় সে মানের আর্থিক সমৃদ্ধি ও সামাজিক মর্যাদা লাভ করবেন।

# বিয়ের পর ছেলের পরিবার ভাবতে থাকে মেয়েটাকে নিজেদের করে নেয়া গেলো কিনা? আবার মেয়ের পরিবার ভাবতে থাকে ছেলেটা আমাদের হাতে এলো কিনা? এ নিয়ে চলে মনস্তাত্ত্বিক দ্বন্দ। সব কাজেই পারস্পরিক প্রভাব বিস্তার আর জিততে চাওয়ার নেতিবাচক প্রতিযোগিতা হতে থাকে। ভিন্ন পরিবারের, ভিন্ন সংস্কৃতির একটা ছেলে/ মেয়ে আপনার ছেলে/মেয়ের মত হয়ে যাবে এটা ভাবা কি অযৌক্তিক নয়? বরং পরস্পরের মধ্যকার সাদৃশ্য বা মনোগত মিলগুলোকে স্বীকৃতি দিয়ে লালন করলেই তো সম্পর্ক মজবুত করা সম্ভব।

# বাবা-মা ছেলে মেয়ের নাম রাখেন নিজেদের নামের সাথে মিল রেখে। কারণ? ছেলেটা/ মেয়েটা আমার মত হবে। রিক্সা ড্রাইভার চায় তার ছেলে হোক ট্রাক ড্রাইভার। মুদি ব্যবসায়ী চান সন্তান হবে বড় আড়তদার বা সুপার শপের মালিক। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চান সন্তান হবে বিএসসি ইঞ্জিনিয়ার। এমবিবিএস ডাক্তার চান সন্তান হবে বিশেষজ্ঞ ডাক্তার। এডভোকেট চান সন্তানকে বার এট ল পড়াতে। আসলে পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের প্রায় শতভাগ বাবা কিংবা মায়ের মত হন নি। হয়েছেন তার নিজের মতো। বাবা মায়ের পেশাগত পরিচয়, সামাজিক পরিচয় এমনকি ধর্মীয় পরিচয়ের বাইরে গিয়ে তারা নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করেছেন। কারণ প্রত্যেক মানুষকে স্রষ্টা নিজস্ব গুণাবলী এবং স্বত্তা দিয়ে সৃষ্টি করেছেন। যারা নিজেদের স্বতন্ত্র গুণাবলীকে আবিস্কার করতে পারেন তারাই অমর হন। মৌলিক মূল্যবোধের জায়গাগুলোকে অক্ষুন্ন রেখে অন্য বিষয়ে সন্তানকে নিজস্ব পছন্দ ঠিক করার সুযোগ দান করা উচিত।

# মুসলমানরা চান সবাই মুসলমান হয়ে যাক, হিন্দুরা চান সবাই হিন্দু হয়ে যাক। একই রকম অন্য ধর্মের লোকেরাও। কিন্তু স্বয়ং স্রষ্টা বলে দিয়েছেন ' আমি তোমাদের প্রত্যেকের জন্য আলাদা বিধান ও স্পষ্ট পথনির্দেশ প্রদান করেছি। আল্লাহ ইচ্ছা করলে তোমাদের এক উম্মাহ বা জাতিতে পরিণত করতে পারতেন। (কিন্তু তিনি তা করেন নি)। কারণ তিনি তোমাদের যে পথনির্দেশ ও বিধান দিয়েছেন তার আলোকেই তোমাদের পরীক্ষা করতে চান। -সুরা মায়েদা-৪৮

# রাজনৈতিক দলগুলোর কার্যক্রমও একই রকমের। সবাইকে নিজের দলের কর্মী বানানোর জোর জবরদস্তিমূলক প্রচেষ্টা। বিরোধিতাই যদি না থাকলো তাহলে সংশোধন ও সংস্কারের পথ যে বন্ধ হয়ে যাবে, এটা তারা ভাবেন কি?

# মতবাদগুলোর কথা ভাবুন। নারীবাদীদের ইচ্ছে হলো- সবাই নারীবাদী চিন্তা চেতনা পোষণ করুক। আবার পুরুষতান্ত্রিক মানসিকতার লোকজন চায় সব নারীবাদীরা উচ্ছন্নে যাক। পুঁজিবাদীরা চায় সমাজতন্ত্রের বিনাশ। সমাজতন্ত্র চায় পুঁজিবাদের ধ্বংস। সমন্বয় করতে চাওয়ার লোক খুবই কম।

অর্থাৎ সব ক্ষেত্রেই মতের পার্থক্য থাকবে। চিন্তা -চেতনা, আদর্শের পার্থক্য থাকবে। রুচি, সংস্কৃতি, পছন্দ- অপছন্দের পার্থক্য থাকবে। কিন্তু ভিন্নতাকে বৈচিত্র্য হিসেবেই গ্রহণ করা উচিত। এত পার্থক্য আছে বলেই এত রঙের সৃষ্টি, এত স্বাদের সৃষ্টি, এত গন্ধের সৃষ্টি। সবগুলো মিলেই সুন্দর পৃথিবী। কালো না থাকলে সাদার গুরুত্ব থাকতো না। আবার করলার স্বাদ তেতো না হলে রসগোল্লার মিষ্টি স্বাদকে আমাদের কাছে সুস্বাদু লাগতো না।

ভলতেয়ার বলেছিলেন- তোমার সাথে আমার মতের পার্থক্য থাকতেই পারে। কিন্তু তোমার মত প্রকাশের সুযোগ করে দেয়ার জন্য আমি জীবন দিতেও প্রস্তুত। কোন মত/চিন্তা যদি সার্বিকভাবে অকল্যাণ, নির্যাতন বা ষড়যন্ত্রমূলক না হয় তবে তাকে স্বাগত জানানো উচিত। একই সাথে কারোরই উচিত নয় জোর করে নিজের মত অন্যের উপর চাপিয়ে দেয়া। ভিন্ন আকৃতি ও কাজের পাঁচটি আঙুল নিয়েই সুন্দর একটি হাত তৈরী। সুতরাং পারস্পরিক বৈষম্যকে ফোকাস না করে সাদৃশ্যকে ফোকাস করতে পারলে আমরা শান্তির পথে এগোতে পারবো।

মন্তব্য ৭৬ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭

তার আর পর নেই… বলেছেন: ধমনী, ছবিগুলো বাছাই করছেন একদম ঠিক ভাবে।
লিখা ও ভাল লেগেছে। তবে এরকম ভাবতে পারা কঠিন। আমার সন্তান হয়তো আমার মতো ভাববেনা, কিন্তু আমি চাই সে আমার মতই ভাবুক। সবার মতামতের সাথে শ্রদ্ধা রেখেই আমাদের চলা উচিত। যদিও এটা কঠিন।

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

ধমনী বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

২| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: বিশ্লেষণী লেখা। +++

চাইলেও কেউ কারো মতো হয় না। হতে পারে না। নিজস্বতা স্বতন্ত্র। ইচ্ছে অনিচ্ছে সাধ সক্ষমতায় ভিন্নতা। কিন্তু সম্পর্ক গড়ে ওঠে ভিন্নতাকে ভালোবেসে, গ্রহণ করে।

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

ধমনী বলেছেন: ধন্যবাদ রাজপুত্র। কেউ দিশারী হবে আর কেউ দিশেহারা হবে এটাই স্বাভাবিক।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:২১

কিরমানী লিটন বলেছেন: তোমার সাথে মিটাওনা কেন, তোমার ভাইয়ের দ্বন্দ্বটা
তোমরা-তবে মিথ্যে প্রেমিক, বিকার বিবেক- মন্দটা ?
যে জমিনে ফলবে আশা, জীবন জয়ের গল্পটা
ফুঁটাও স্বপন ছড়িয়ে সুবাস, নাহোক পুরো- অল্পটা ...

চমৎকার লিখনি উপলব্ধির দরজায় সজোরে ধাক্কা দিয়ে গেলো। চমৎকার শিক্ষণীয় পোস্ট। অনেক অভিবাদন প্রিয় ধমনী ভাইয়া, অনেক শুভকামনা জানবেন ...

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৭

ধমনী বলেছেন: আমাদের ধাক্কা দিলে পরে যাই। আর কবিদের ধাক্কা দিলে বেরোয় কবিতা!!
চরণগুলো বেশ ভালো লাগলো। ;)

৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৩০

গুলশান কিবরীয়া বলেছেন: ভালো বলেছেন । :)

আপনাকে আমার খুব সেলফ কন্টেন্ট পারসন মনে হয় । কন অভিযোগ নেই , অনুযোগ নেই - অভিযোগ শুধু অভিযোগকারীর বিরুদ্ধে । আপনার এই আটিচিউটটা ভালো ।

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৫

ধমনী বলেছেন: শুধু ব্লগ পড়েই কারো মন যাচাই করে ফেলা কঠিন। :| তবু মন্তব্যের জন্য ধন্যবাদ।
কেবল অভিযোগ বা সমালোচনা সমাধান আনতে পারে বলে আমার কাছে মনে হয় না। আমি অভিযোগকারী এবং অভিযুক্ত উভয়ের অবস্থানকে নিরপেক্ষ দৃষ্টিতে বিশ্লেষণ করার চেষ্টা করি। কতটুকু পারি, জানিনা!

৫| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৯

অগ্নি সারথি বলেছেন: সব ক্ষেত্রেই মতের পার্থক্য থাকবে। চিন্তা -চেতনা, আদর্শের পার্থক্য থাকবে। রুচি, সংস্কৃতি, পছন্দ- অপছন্দের পার্থক্য থাকবে। কিন্তু ভিন্নতাকে বৈচিত্র্য হিসেবেই গ্রহণ করা উচিত। এত পার্থক্য আছে বলেই এত রঙের সৃষ্টি, এত স্বাদের সৃষ্টি, এত গন্ধের সৃষ্টি। সবগুলো মিলেই সুন্দর পৃথিবী। - সহমত।

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬

ধমনী বলেছেন: ধন্যবাদ সারথী ভাই।

৬| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার লিখেছেন। ভালো লেগেছে।

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭

ধমনী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের ধারাবাহিক উৎসাহে কিছুটা লেখার চেষ্টা করে যাচ্ছি মাত্র।

৭| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯

সুমন কর বলেছেন: ভলতেয়ার বলেছিলেন- তোমার সাথে আমার মতের পার্থক্য থাকতেই পারে। কিন্তু তোমার মত প্রকাশের সুযোগ করে দেয়ার জন্য আমি জীবন দিতেও প্রস্তুত।

পোস্ট নিয়ে কি আর বলবো !! প্রতিটি পয়েন্টের সাথে সহমত।

ভালো লাগা রেখে গেলাম। +।

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৩

ধমনী বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।

৮| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অসাধারণ চিন্তাধারার প্রাঞ্জল পোস্ট। সবাই এভাবে ভাবলে পৃথিবীটাই বদলে যেত।

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩

ধমনী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৯| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০

আলোরিকা বলেছেন: চমৎকার উপলব্ধি ও উপস্থাপনা ! :)

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৭

ধমনী বলেছেন: ধন্যবাদ আলোরিকা। সহিষ্ণুতার আলো জড়িয়ে পড়ুক।

১০| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

ফয়সাল হুদা বলেছেন: ঠিক একই ছবি আর একই উপলব্দি নিয়ে গত বছর জুনে এফ.বি. স্টাটাস দিয়েছিলাম। আপনার এখানে আসলাম সহমত জানানোর জন্য

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮

ধমনী বলেছেন: পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

১১| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো কথা বলেছেন । অামরা সবাই যদি এমন করে ভাবতাম, তাহলে পৃথিবীতে এত অশান্তি থাকতো না ।

অাপনাকে ব্লগে কম দেখা যাচ্ছে মনে হয়?

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪

ধমনী বলেছেন: আসলে ভাই পোস্ট দেয়ার জন্যও যোগ্যতা লাগে। কী পোস্ট দেবো সেটা ঠিক করতে পারিনা বলে শুধু পড়ে যাই...

১২| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৪

গুলশান কিবরীয়া বলেছেন: লেখাতেই ব্যক্তিত্ব রিফ্লেক্ট করে । :P
আমি কিন্তুক পজেটিভ মন্তব্যই করেছিলাম ভাইয়া । :)

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২

ধমনী বলেছেন: অনেক বিখ্যাত লেখকের জীবনের সাথে লেখার মিল নেই। সুতরাং...
নিজের ব্যপারে পজিটিভ শুনতে সবারই ভালো লাগে। তবে আমি প্রশংসা ফিল্টার করে নিতে পছন্দ করি।
অনেক ধন্যবাদ।

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২০

গুলশান কিবরীয়া বলেছেন: মানুষ যেভাবে চিন্তা করে জীবন সেরকম হয় না । আপনি হয়তো আপনার দৃষ্টিভঙ্গির সাথে জীবনকে খাপ খাওয়াতে পারবেন না , এটাই নিয়ম । পৃথিবীর জীবন বড়োই কঠিন ।

১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

ধমনী বলেছেন: আপনাকে গম্ভীর করে দিতে পেরে আনন্দিত। :)
প্রোপিকের হাসিমুখের পেছনে উপরের মন্তব্যের শেষ শব্দের সাথে মিশ্রিত দীর্ঘশ্বাসের আওয়াজটা ভালোই লাগছে। বিচিত্র মানুষ, বিচিত্র জীবন।
ভালো থাকবেন শুভার্থী।

১৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: জনমদাসী অান্টির ওখানে অামাকে উদ্দেশ্য করে অাপনার করা মন্তব্যটি অামার দৃষ্টি এড়িয়ে গিয়েছিলো । এখন দেখলাম । উত্তর করিনি বলে রাগ করবেন না! অাসলে বিভিন্ন কারণে মানসিকভাবে অামি বিপর্যস্ত! হয়তো কিছুটা অাঁচ করতে পেরেছেন । সব তো বলাও যায় না পাব্লিক প্লেসে!

১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

ধমনী বলেছেন: হুমমম..
আল্লাহ আপনার সহায় হোন।

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর গোছানো লেখা|
তবে কিছুকিছু ক্ষেত্রে আমি চাইব সবাই আমার মত হোক| আমি একজন খুনী, মূর্খ, মৌলবাদী কিংবা রাজাকার এই টাইপ কারও কথা মেনে নেব না| তাদের মতকেও সম্মান দেব না|

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯

ধমনী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৮

ফেরদৌসা রুহী বলেছেন: একেকজনের চিন্তা ভাবনা একেকরকম হবে এটাই স্বাভাবিক। কিছু কিছু ক্ষেত্রে আমাদের চিন্তা এক হলেও ভিন্নতাই বেশি।

খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন।

আমরা অন্যের ভাল মতামত, সিদ্ধানতে সম্মান দিতে শিখলে অনেক কিছুই বদলে যেত।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯

ধমনী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: খুব ভাল বলেছেন । নিজের মতের মূল্য পেতে হলে অন্যের মতকেও সন্মান দেখাতে হবে অন্যকেও তার দলভুক্তিতে সমর্থন জানাতে হবে ।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪০

ধমনী বলেছেন: ধন্যবাদ কবি। পারস্পরিক সম্মানবোধের চর্চা আরো বাড়ুক।

১৮| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

মহা সমন্বয় বলেছেন: সত্যিই অসধারণ পোষ্ট, আমি শতভাগ সহমত পোষণ করছি।

আর এ জন্যই পৃথিবী এত সুন্দর, যত বেশি বৈচিত্রময়তা তত বেশি বসবাস উপযোগী সুন্দর পৃথিবী।
কিন্তু কে শোনে কার কথা? কেউই বিপক্ষ মতবাদকে সহ্য করতে চায় না। আর এভাবেই দিন দিন পৃথিবীর ভারসম্য ব্যহত হচ্ছে এবং ধ্বংসের দিকে এগিয়ে চলছে। আর এ জন্য স্পষ্টত মানুষই দায়ী।


সমন্বয় করতে চাওয়ার লোক খুবই কম।
কে বলেছে ?? এই তো আমি এসে গেছি সবকিছুর সমন্বয় করার জন্য আর তা হবে এক মহা সমন্বয়। হা হা : :D

হে মানব সকল তোমরা বিপক্ষ শক্তিকে সমুলে উৎপাটন করিও না, ধ্বংস করিও না ভিন্ন মতালম্বীদেরকে। বৈচিত্রতা, ভিন্নতা, বিপক্ষতার মাঝেই লুকিয়ে আছে মহাবিশ্বের যাবতীয় রহস্য ও শক্তি কিন্তু তোমরা তা বুঝতে পার না।
সূত্র: সামু- মহাসমন্বয় LOL :P

পরিশেষে মহা গ্রন্থ আল-কুরআনের ২ টা আয়াত দিয়ে শেষ করছি।

আল্লাহ্ যদি মানবজাতির এক দলকে আর-এক দল দিয়ে বাধা না দিতেন তা হলে বিধ্বস্ত হয়ে যেত মঠ ও গির্জা, ধ্বংস হয়ে যেত ভজনালয়, আর মসজিদ- যেখানে আল্লাহর নাম বেশি করে স্মরণ করা হয়।
সুরা- হজ- আয়াত ৪০

তোমাদের মধ্যে যে মতভেদ রয়েছে স্বয়ং আল্লাহ কিয়ামতের দিন তার ফায়সালা করে দিবেন। কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ তো সর্বোচ্চ তত্বজ্ঞানী।
সুরা- আয়াত- ঠিক এই মুহুর্তে মনে নেই।




১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৮

ধমনী বলেছেন: হে মানব সকল তোমরা বিপক্ষ শক্তিকে সমুলে উৎপাটন করিও না, ধ্বংস করিও না ভিন্ন মতালম্বীদেরকে। বৈচিত্রতা, ভিন্নতা, বিপক্ষতার মাঝেই লুকিয়ে আছে মহাবিশ্বের যাবতীয় রহস্য ও শক্তি কিন্তু তোমরা তা বুঝতে পার না।
সূত্র: সামু- মহাসমন্বয় LOL :P

আমি আর কী বলবো!!
২য় আয়াতটি সুরা হজ্জ্বের ১৭ আয়াতের সাথে মিলে।
তাছাড়া সুরার ৬৭-৭০ আয়াতেও একই ধরনের কথা বলা আছে।
ধন্যবাদ মহা সমন্বয়।

১৯| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬

রাফা বলেছেন: অসাধারণ চমৎকার একটি পোষ্ট ।বিবেক দিয়ে চিন্তা করে সবার জন্যই দরজা জানালা উন্মোচিত রাখা উচিত মতের মিল না থাকলেও।আমরা চাইনা সবার চিন্তা চেতনা একরকম হোক।যদি তাই হয় তাহলে পৃথিবীতে সব লোক হয়ে যেতোন একই পেশার একই ধ্যান ধরনার।ডাক্তার ,ইন্জিনিয়ার,কবি ,সাহিত্যিক,শিল্পী,বৈজ্ঞানিক ,রাজনিতীবিদ সহ সবাইকেই আমাদের প্রয়োজন রয়েছে।মতের ভিন্নতা আছে বলেই বলতে পারি বাহ্ বেশ চমৎকার লিখেছে'তো।

ধন্যবাদ,ধমনী।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১০

ধমনী বলেছেন: আমরা চাইনা সবার চিন্তা চেতনা একরকম হোক।যদি তাই হয় তাহলে পৃথিবীতে সব লোক হয়ে যেতোন একই পেশার একই ধ্যান ধরনার
-- দারুণ উপলব্ধি ক্ষমতা আপনার। ধন্যবাদ।

২০| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭

রুদ্র জাহেদ বলেছেন:
ভলতেয়ার বলেছিলেন- তোমার সাথে আমার মতের পার্থক্য থাকতেই পারে। কিন্তু
তোমার মত প্রকাশের সুযোগ করে দেয়ার জন্য আমি জীবন দিতেও প্রস্তুত।

প্রতিটি মানুষের মাঝেই বৈচিত্রতা-ভিন্নতা-স্বাতন্ত্রবোধ রয়েছে।আমিও মনে করি থাকা উচিত।বৈচিত্রতা একেকজন একেকরকম চিন্তা উপলব্ধি করে বলেইতো পৃথিবীতে এত সৃজনশীল সৃষ্টি দেখা যায়।তবে এই বৈচিত্রতা মাঝে মাঝরতো অকল্যাণ বয়ে আনে।সবকিছু ইতিবাচক হলে কতইনা ভালো হতো অথবা ভালো পাল্লা সবসময় ভারী থাকলে।বেশ গুছানো চমৎকার লেখা।পোস্টের সাথে শতভাগ সহমত
+++

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫১

ধমনী বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
বৈচিত্রতা একেকজন একেকরকম চিন্তা উপলব্ধি করে বলেইতো পৃথিবীতে এত সৃজনশীল সৃষ্টি দেখা যায়।তবে এই বৈচিত্রতা মাঝে মাঝেতো অকল্যাণ বয়ে আনে
সহজভাবে বললে- আপনি টক ঝাল মিষ্টি এবং কষ্টকর তেতো স্বাদের জিনিস খাবেন, কিন্তু অবশ্যই বিষের স্বাদ নিতে যাবেন না। অকল্যাণকর মতাদর্শ হোক বা চিন্তাভাবনা হোক অবশ্যই পরিত্যাজ্য।

২১| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৯

তামান্না তাবাসসুম বলেছেন: খুব খুব খুব ভাল সুন্দর আর দরকারি লেখা।
পোস্টে +++ :)

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৭

ধমনী বলেছেন: পোস্টে ১ বারই প্লাস দেয়া যায়। ধন্যবাদ পড়ার জন্য।

২২| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫

আরজু পনি বলেছেন:
অনেক সাইকোলজিস্টকে জানি ব্যক্তিগত জবিনে চরম অসুখী, অথচ তারা কিন্তু অন্যকে সুখি হবার পথ বাতলে দেন...হাহাহাহা
আমি নিজে চাইনা আমার মতো সব হবে...তবে কিছু নির্দোষ চাওয়াতো থাকেই 8-|

আপনার লেখাটা কাছের মানুষদেরকে পড়াতে ইচ্ছে করছে।
অনেক ভালো লাগা রইল ।

১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩

ধমনী বলেছেন: আপনি নিশ্চয়ই গুলশান আপুকে করা প্রতিউত্তরে প্রভাবিত!! :D
পোস্টটি ভালো লেগেছে জেনে আনন্দিত।

২৩| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১১

রিকি বলেছেন: আপনার এই লেখা কিছু মানুষকে সত্যি পড়ানো উচিত বলে আমার মনে হয়। হাতের পাঁচ আঙ্গুল যেমন এক রকমের হয় না, মানুষের বৈশিষ্ট্যও না---এটা বুঝতেও মনে হয় মানুষের স্বাভাবিক বুদ্ধি কম পড়ে যায়। গুরুত্বপূর্ণ পোস্টে অনেক অনেক ভালোলাগা জানবেন :) :) :) :) :)

১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭

ধমনী বলেছেন: বাহ, হাসিতে পঞ্চমুখ!!!
তবে নিজের ব্যপারে অন্যকে কনভিন্স করার সাথে সাথে অন্যের মত পার্থক্যের বিষয়ে নিজেকেও কনভিন্স করা উচিত।।
অনেক ধন্যবাদ আপু।

২৪| ১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০

প্রামানিক বলেছেন: অসাধারণ লেখা। সবাই এভাবে চিন্তাভাবনা করলে পৃথিবীটা বদলে যেত। ধন্যবাদ

১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

ধমনী বলেছেন: ধন্যবাদ কবি।

২৫| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭

গুলশান কিবরীয়া বলেছেন: আমাকে গম্ভীর করে মজা নিয়েছেন ? কিন্তু আমিতো গম্ভীর হই না ... সবসময়ই হাসি । হয়তো মাঝে মাঝে ইমো দিতে ভুলে যাই । B-))

১৩ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:১৬

ধমনী বলেছেন: হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই?...

২৬| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রত্যেকটা সম্পর্কের নিজস্ব কিছু স্বতন্ত্রতা আছে। একটি সম্পর্কের সাথে অন্য সম্পর্ককে জড়িয়ে ফেলা ঠিক নয়।

চমৎকার বলেছেন ধমনী ।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০

ধমনী বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়

২৭| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৫

মাসূদ রানা বলেছেন: চমৎকার লিখসেন @ধমনী। ভাববার বিষয় ....

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৭

ধমনী বলেছেন: ধন্যবাদ জনাব। মাসুদ লিখতে ূ কার প্রথম দেখলাম।

২৮| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৫

বাঘ মামা বলেছেন: আপনার ভাবনা এবং পাঠকে মন্তব্যে সবকিছুই উঠে এসেছে,তাই যোগ করার মত বিশেষ অবশিষ্ট্য নেই,

একটা কথা আমি আমার আড্ডায় বলে থাকি- যদি কেউ প্রশ্ন করে -ঐ লোকটি কেমন,সেটার একটাই যুক্তিক জবাব হলো, "যার চোখে যেমন"।
আমরা যেমন সবার চোখে সমান নই তেমনি সবাই আমাদের চোখে নয়।আমার চিন্তা ভাবনা আমার,প্রতিটা মেধাবি বিচক্ষণ মানুষ তার মতামতের পক্ষে একটা যুক্তি দাড় করাতে পারবে,সেটা তার বিশ্বাস ভাবনা।আমি সেটাকে গ্রহন না করতে পারি কিন্তু সেটাকে ছোট করে দেখা উচিৎ নয়।
আমার বেলায় যেটা হয় সেটা হলো যে কোন মানসিকতার মানুষ অথবা যে কোন শ্রেনীর মানুষের সাথে আমি মিশতে পারি,আমার বিপরীতের সাথে আমার মতামতে বৈষম্য থাকে কিন্তু বিরুধিতা হয়না,আমি পারলে সেখানে আমার যুক্তি উপস্থাপন করে বোঝাতে চেষ্টা করি আর না পারলে তাকে তার বিশ্বাসে অটুট থাকতে বলি,এবং এইটুকু বলে তাকে সমর্থণ করি যে-আপনার বিশ্বাসে আপনি সফল হলে আপনি ঠিক আমার বিশ্বাসে আমি সফল হলে আমি ঠিক। আমাদের গন্তব্য হলো সফল হওয়া।তবে একান্তু নৈতিকতার বিপরিতে চলা মানুষদের কথা আলাদা।সেসব মানুষদের সাথে আমি আলোচনায় যাইনা।

সবাই এক রকম না হওয়াটাই প্রাকৃতিক

ধন্যবাদ পোষ্টের জন্য

শুভ কামনা সব সময়


১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৯

ধমনী বলেছেন: একান্ত নৈতিকতার বিপরিতে চলা মানুষদের কথা আলাদা।সেসব মানুষদের সাথে আমি আলোচনায় যাইনা।
সবাই এক রকম না হওয়াটাই প্রাকৃতিক।
- সহমত।
ধন্যবাদ।

২৯| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৫

গেম চেঞ্জার বলেছেন: ভলতেয়ার বলেছিলেন- তোমার সাথে আমার মতের পার্থক্য থাকতেই পারে। কিন্তু তোমার মত প্রকাশের সুযোগ করে দেয়ার জন্য আমি জীবন দিতেও প্রস্তুত।

এই কথার মধ্যেই আমাদের ৯০% দ্বন্ধের মীমাংসা নিহিত রয়েছে আমি মনে করি। বাংলাদেশে আজ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মতবিদ্বেষ, মত নিয়ে নিজেকে শ্রেষ্ট ভাবা প্রভৃতি।

অন্যের মতকে অশ্রদ্ধা করা একটা অসভ্যতা, এই কথাটা লাফাঙা পাবলিককে কে বোঝাবে?

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

ধমনী বলেছেন: কে বোঝাবে, কে??
ধন্যবাদ ভ্রাতা।

৩০| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৭

কল্লোল পথিক বলেছেন: চমৎকার বিশ্লেষণ ধর্মী উপলদ্ধি।
শতভাগ সহমত।

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২০

ধমনী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬

মেঘ নাকি রোদ্দুর বলেছেন: অনেক ভাল লাগল। চমৎকার লিখেছেন।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫

ধমনী বলেছেন: ধন্যবাদ পড়ার জন্যে।

৩২| ২২ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯

উল্টা দূরবীন বলেছেন: উপলব্ধি করার মত লেখা। কিন্তু এরূপ মানসিকতা বাস্তবে প্রতিষ্ঠা করা কঠিন। খুব কঠিন। আমি নিজে ভাবতে চাইলেও পারিপার্শিক পরিস্থিতির কল্যানে তা সম্ভব হয়ে উঠবে না। তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে। একসময় সবাই যখন এভাবে ভাবতে শুরু করবে তখনই হয়তো পরিবর্তনটা আসবে।

চমৎকার লেখার জন্য ধন্যবাদ।

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭

ধমনী বলেছেন: এভাবে ভাবতে পারলে অনেক ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব। যদিও এটা কঠিন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪

জুন বলেছেন: আসলে প্রত্যেকটা সম্পর্কের নিজস্ব কিছু স্বতন্ত্রতা আছে
এটাই আমরা ভুলে যাই ধমনী ।
তোমার সাথে আমার মতের পার্থক্য থাকতেই পারে। কিন্তু তোমার মত প্রকাশের সুযোগ করে দেয়ার জন্য আমি জীবন দিতেও প্রস্তুত।
আর আমার প্রিয় দার্শনিক মসিয়ে ভলতেয়ারের কথাতো সব সময়ই বেদ বাক্যের মত । তবে বর্তমানে অন্যের মত প্রকাশের সুযোগ দেয়ার কথা আমরা কল্পনাতেও কল্পনা করি না ।
+

২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬

ধমনী বলেছেন: আমাদের কল্পনা কাঠামোর গুণগত পরিবর্তন সাধন করা দরকার।
ধন্যবাদ আপনাকে।

৩৪| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:০২

রাবেয়া রাহীম বলেছেন: অসামান্য লেখা । আর্কাইভ করলাম। শুভেচ্ছা রইল।

২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩১

ধমনী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩৫| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫

রাবেয়া রাহীম বলেছেন: আমার পাতায় দেখছিনা । আমন্ত্রণ রইল ।

২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২

ধমনী বলেছেন: দেখি। সবসময় মন্তব্য করা হয়ে ওঠে না।

৩৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮

কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার লিখেছেন। ভালো লেগেছে। শুভকামনা অনন্ত ------

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮

ধমনী বলেছেন: ধন্যবাদ।

৩৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫

দ্য লায়ন বলেছেন: অসাধারন লিখেছেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭

ধমনী বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৩৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫

কলাবাগান১ বলেছেন: ২০১৬ সনে এসে মনে হচ্ছে: আসল প্রবলেম টা এখানে
"মুসলমানরা চান সবাই মুসলমান হয়ে যাক, হিন্দুরা চান সবাই হিন্দু হয়ে যাক।"

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬

ধমনী বলেছেন: আপনার প্রোপিকটা সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.