নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

গ্রন্থমেলা ২০১৭ এবং আমার কিছু কথা পর্ব-২

০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:২৮


গত পোস্টে শ্রদ্ধেয় খায়রুল আহসান ভাইয়ের লেখা বই নিয়ে লিখেছি যে বইটা এই বইমেলায় প্রকাশিত হয়েছে।
"প্রেমের একটি ফুল ফুটুক, শুষ্ক হৃদয়েই"

আজ নতুন একজনের লেখা বই নিয়ে লেখলাম।

কয়েকদিন আগে আমার বন্ধু তারেক, কয়েকজনের মধ্যে খুব ভালো একজন বন্ধু, সে আমাকে " আসিফ নজরুল " স্যার এর কথা বললেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, প্রথম আলোতে লিখেন।

তো পেপারে দেখলাম উনার একটা বই প্রকাশ হয়েছে এবারের গ্রন্থ মেলায়। নাম অসমাপ্তির গল্প। উপন্যাস ভিত্তিক লেখা মোটামুটি ভাবে ভালোই লিখেছেন উনি। কিন্তু, গল্পের শুরু এবং মাঝখান টা ভালোই ছিলো, তবে শেষের দিকে উনি লেখাটায় খুব তাড়াহুড়ো করে শেষ করতে চেয়েছেন তাই বোঝা গেলো। বইটা পড়া শুরু করার পরে যেই আগ্রহ ছিলো তা শেষে এসে হারিয়ে যায়। সম্ভবত এজন্যই উপন্যাসের নাম "অসমাপ্তির গল্প"!!


কিন্তু খারাপও লিখেননি, কিছু বিষয় আছে যা শেখার মতন।
গল্পটার প্রেক্ষাপট হলো, এইচ.এম. এরশাদ প্রেসিডেন্ট থাকার সময়কালে বিএনপি এবং আওয়ামীলীগ একত্রে এরশাদ সাহেবের বিরুদ্ধে আন্দোলন, বিপ্লবে নামলো সেই সময়কার। গল্পে মামুন একজন নিম্ন মধ্যবিত্ত ঘরে ছেলে, যার স্বপ্ন সাদামাটা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর শেরি নামের একটা মেয়েকে ভালো লেগে যায়। পরে আরো অনেক ঘটনা।
লেখক বলছেন, উপন্যাস অসমাপ্তির গল্প কোনো রূপকথা নয়। আমাদেরই চিরন্তন এক চেনা কাহিনী। আমি কিছুটা সহমত লেখকের সাথে। তবে সব বিষয়ে নই।
বইটির সমগ্র মূল্যায়ন যদি করি তাহলে ১০ এ ৭ দিবো। যদি কেউ বইটা পরে থাকেন তাহলে জানাবেন।
উনি কেমন লেখেন তা জানার জন্য বইটা কেনা এই। আসলেই উনার লেখা বই কখনো পড়িনি। উনার চেষ্টা ভালোই ছিলো গল্পটা লেখায়।
কোনো রাজনৈতিক বা ব্যক্তি স্বার্থে এই লেখাটা লিখিনি। বইটা পড়লাম তাই এই নিয়ে লেখলাম যেহেতু বইটা এবার বইমেলায় প্রকাশ হয়েছে তাই বইটা সম্বন্ধে লেখলাম। চিন্তা করছি এখন থেকে যেই বইটা শেষ করবো সেই বই এর সম্পর্কে লেখার চেষ্টা করবো।

লেখায় যদি কোনো ভুল-ত্রুটি হয়, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে মার্জনার দৃষ্টিতে দেখবেন।

মন্তব্য ২৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


বাদাম কিনলে উনার লেখাও পড়া হয়ে যাবে হয়তো।

০১ লা মার্চ, ২০১৭ রাত ১১:১০

ধ্রুবক আলো বলেছেন: কথা ভালোই বলেছেন, সহমত।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:৫০

নেয়ামুল নাহিদ বলেছেন: ভালো লিখেছেন, সুযোগ পেলে পড়বো। আমার কবিতার বইটা ২০-৩০ জন ব্লগারকে শুভেচ্ছা কপি দিতে চাই, কিন্তু কিভাবে। এ বিষয়ে একটা পোস্ট দিয়েছিলাম, কিন্তু তেমন রেসপন্স পাইনি :(

০১ লা মার্চ, ২০১৭ রাত ১১:১৮

ধ্রুবক আলো বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য,
আপনার বইয়ের সৌজন্য কপি পেলে খুব খুশি হতাম, সবাইকে একদিন মিলিত হওয়ার জন্য আহবান জানান একটা নির্দিষ্ট স্থান নির্ধারণ করুন, একটা তারিখ ঠিক করুন। তারপর কমেন্টে সবাইকে জানাতে পারেন।

৩| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:৫০

সুমন কর বলেছেন: অসমাপ্তির গল্পের কথা শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনি আপনার নিজস্ব মতামত লিখবেন, এটা নিয়ে কোন চিন্তার কারণ নেই।

০১ লা মার্চ, ২০১৭ রাত ১১:১৩

ধ্রুবক আলো বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই, আসলে কারও মনে যেন কষ্ট না লাগে তাই কথা খানি বললাম।
মন্তব্যে খুব অনুপ্রাণিত হলাম, বুক রিভিউ নিয়ে সামনে আরো লিখবো।

শুভ কামনা রইলো, ভালো থাকবেন।

৪| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:০৯

বিলিয়ার রহমান বলেছেন: কোন মন্তব্য নাই!!:)

০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:১৩

ধ্রুবক আলো বলেছেন: মন্তব্য না থাকলে কিভাবে হবে ভাই?!

৫| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:১৫

বিলিয়ার রহমান বলেছেন: আচ্ছা ঠিক আছে! তথ্য ছাড়া একটা মন্তব্য করে গেলাম!!! ;)

০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:২৬

ধ্রুবক আলো বলেছেন: সমস্যা নাই, তথ্য মন্ত্রীর কাছ থেকে তথ্য নিয়ে নেবো! পরে মন্তব্যের সাথে যোগ করে দেবো।

৬| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ১১:২৮

বিলিয়ার রহমান বলেছেন: ভেরি গুড আইডিয়া!!!!!


( যদিও যে কোন ধরনের তথ্য চেয়েই আপনাকে সাত মাস অপেক্ষা করতে হবে!!:))

০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৫১

ধ্রুবক আলো বলেছেন: সাত মাস!! সাত বছরও হতে পারে!!

৭| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১:৪৩

নয়ন বিন বাহার বলেছেন: রিভিউ ভালই। সবি তো ভাল। তো?????

০২ রা মার্চ, ২০১৭ দুপুর ২:০১

ধ্রুবক আলো বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, আর, তো?????? কিছুই না, বইটা পড়লাম তাই লেখলাম।
শুভ কামনা রইলো, ভালো থাকুন।

৮| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ২:০৬

নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ প্রতিউত্তরের জন্য<........

০২ রা মার্চ, ২০১৭ দুপুর ২:২৩

ধ্রুবক আলো বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ,
বই পড়বেন বেশি করে।

৯| ০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

ভালোলাগা রেখেগেলাম।

০২ রা মার্চ, ২০১৭ রাত ৮:২০

ধ্রুবক আলো বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন।

১০| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না ভাই লেখায় কষ্ট পাইনি, ভালোবাসা থাকবেই এভাবে।

আপনার বিশ্লেষণ গুলি ভালই লাগে। আপনার জন্য শুভকামনা সবসময়।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:১২

ধ্রুবক আলো বলেছেন: আমার বিশ্লেষণ ভালো লেগেছে জেনে খুবই অনুপ্রাণিত হলাম। অনেক ধন্যবাদ, ভালোবাসা থাকবেই এভাবে খুবই প্রীত হলাম।
শুভ কামনা রইলো, ভালো থাকবেন।

১১| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:০২

আহা রুবন বলেছেন: আসিফ নজরুলের কথাগুলো বেশ মনযোগ দিয়ে শুনি, ভাল লাগে। তার মতের সঙ্গে সহমত না হলেও, রাজনৈতিক মতের ভিন্নতা দেখতে পাই। হোক তিনি নিরপেক্ষতা দেখাতে ভান করেন।
তার লেখা অসমাপ্তির গল্প পড়ার চেষ্টা করব। ধন্যবাদ ধ্রুবক আলো সুন্দর রিভিয়ের জন্য।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:১০

ধ্রুবক আলো বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যে আপনার মনের কথাগুলো ব্যক্ত করেছেন, বেশ ভালো লাগলো।
আপনাকেই অনেক ধন্যবাদ, শুভ কামনা রইলো ভালো থাকবেন।

১২| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:৫১

অরুনি মায়া অনু বলেছেন: এটা খুবই ভাল যে এখন থেকে যে বই পড়বেন তা সম্পর্কে আমাদের জানাবেন। আমি অন্তত জানতে আগ্রহী।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:০৬

ধ্রুবক আলো বলেছেন: আপনি জানতে আগ্রহী জেনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো, ভালো থাকবেন

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার বন্ধু কিনেছে, ধারে নিয়ে পড়তে হবে ।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:১৪

ধ্রুবক আলো বলেছেন: পড়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে, উনার লেখা বই আগে কখনো পড়িনি তাই সংগ্রহ করলাম।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই,
শুভ কামনা রইলো, ভালো থাকবেন।

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

খায়রুল আহসান বলেছেন: যখন আপনি বইটি কিনেছিলেন, তখন আপনি লেখাপড়া শেষ করে একটা চাকুরীর অপেক্ষায় ছিলেন, অথবা কোন একটা বিষয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছিলেন, অর্থাৎ ছাত্র ছিলেন। ছাত্রত্ব/বেকারত্ব সত্তেও নিজের গাটের টাকা খরচ করে আপনি বইমেলা থেকে বইটি কিনে পড়েছিলেন, এজন্য প্রথমেই আপনাকে সাধুবাদ জানাচ্ছি। আর তারপরে বইটি পড়ে সে সম্পর্কে আমাদের জানিয়ে গেলেন, এ জন্যেও অনেক ধন্যবাদ।
বাংলাদেশের লোকদের মাঝে পরমতসহিষ্ণুতা অনেক কম। কাজেই কোন বিষয়ে সবাই একমত হবেন, এটা ভাবাই যায় না। অতএব, কে কী ভাবে ভাবুক, কোন বই পড়ে আপনার কী মনে হলো, সেটাই আমাদের জানিয়ে যান। তাতেই আমরা খুশী হবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.