নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

কে মুক্তমনা?

২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:২৬

নাস্তিক মানে কি মুক্তমনা?
অবশ্যই না।
বামপন্থী মানে কি মুক্তমনা?
অবশ্যই না।
মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করা মানে কি মুক্তমনা?
অবশ্যই না।
বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করা মানে কি মুক্তমনা?
অবশ্যই না।
মুক্তমনা এত সহজ কোন টার্ম না।
কোন আদর্শ আঁকড়ে ধরলে মন/চিন্তা/কর্ম মুক্ত হবে কীভাবে?
আদর্শের যেমন প্রয়োজনীয়তা রয়েছে, একই সাথে আদর্শের সাথে ফ্যানাটিসিজমের বিশেষ সম্পর্ক রয়েছে। আদর্শের সাথে বিরুদ্ধপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার বিষয় রয়েছে, তাই আদর্শ খুব ভাল কিছু নয়। আদর্শাবাদ যদি হয় সভ্যতার প্রথম ধাপ, তাহলে মুক্তমন এবং মুক্তচিন্তা হচ্ছে সভ্যতার শেষ ধাপ। মুক্তমনা বলে দাবী করলে তো হবে না, মুক্তমনা হওয়া এত সহজ নয়। সত্য সুন্দরকে নির্মোহভাবে মেনে নেওয়া, সংস্কারমুক্ত হওয়া, পরিস্থিতি অনুযায়ী আচরণ করা, বিবেকবোধে চালিত হওয়া, ইত্যাদি হচ্ছে মুক্তচিন্তার প্রধান মানদণ্ড। তার জন্য সর্বাগ্রে প্রয়োজন নিজেক আদর্শ মুক্ত করে চিন্তা চেতনাকে এমন পর্যায়ে উন্নিত করা, যেখানে পৌঁছালে সত্যিই আর বিশেষ কোন সম্প্রদায়কেন্দ্রিক ধর্ম লাগে না। প্রশ্ন হচ্ছে- সেই লেভেলে আমরা কয়জনে পৌঁছাতে পেরেছি আসলে?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৯

হামিদ আহসান বলেছেন: হয়তো .....

২| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১১:০৬

মাসূদ রানা বলেছেন: ভালো বলেছেন দিব্যেন্দু দ্বীপ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.