![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুক এবং ব্লগের কারণে একটা বিপদ ঘটে গেছে। উন্মুক্ত মিডিয়া হাতে পেয়ে অনেকের মধ্যে কিছু একটা করে ফেলার মানসিকতা তৈরি হয়েছে, যেটা একেবারেই অযৌক্তিক এবং অসম্ভব। ফেসবুকের সমস্যা এবং ব্লগের সমস্যা একইরকম, তবে ফেসবুকে মানুষ যাচ্ছেতাই খুব একটা লেখে না, তার কারণ, সেখানে ঘনিষ্টজনরা থাকে। কিন্তু ব্লগে সে সমস্যা নেই, এখানে থাকে সমমনা কিছু লোক এবং অপিরিচিত কিছু লোক, একটা বিরোধী পক্ষও থাকে। ফলে মনের মাধুরী মিশিয়ে কিছু লেখার সুযোগ ব্লগাররা এখানে পান, যেটি একেবারেই কাম্য নয়। ব্লগে যারা লিখছেন, তাদের অনেকের লেখায় লেখক পরিচয়ের কোন আলামত নেই। খুবই দায়িত্বজ্ঞানহীন লেখা সেগুলো। আমি মনে করি সামাজিক কনটেক্সট বিবেচনায় ব্লগ উন্মুক্ত করে দেওয়ার পরিবেশ এদেশে এখনো আসেনি। কর্তৃপক্ষের কড়া নজরদারীর মধ্য দিয়েই লেখা প্রকাশিত হওয়া উচিৎ।
লেখকরা বাধার সম্মুখিন কোন যুগে হননি? সবসময় লেখকেরা সেগুলো কৌশলে অতিক্রম করে গিয়েছেন। পাণ্ডিুলিপি রেখে গিয়েছেন, জীবদ্দশায় প্রকাশ করেননি। মনে একটা কিছু আসলেই সেটি লিখে প্রকাশ করে ফেলার সুযোগ নেই। লিখে রেখে দিতে হবে। এক্ষেত্রে কাগজ ব্যবহার করুণ। কাগজ কলমের ব্যবহার ভুলে গেলে লেখক হওয়া সম্ভব হবে না। তাছাড়া লেখক হওয়ার বিষয় নয়, লিখলেই লেখক হওয়া যায় না। বহুত লোক পত্রিকায় কলাম লেখে, অনেক কিছু লেখে, সমালোচনা লেখে, এদেশে তারা বিখ্যাতও, কিন্তু কোন বিচারেই তারা লেখক নয়। লিখে লিখে বৃহত্তর সমাজে প্রভাব বিস্তার করতে হলে লাঠি নিয়ে ধাওয়া করলে চলে না, হাত ধরে হাঁটাতে হয়। সমস্যা হচ্ছে, বেশিরভাগ প্রথাবিরোধী লেখকরা (ব্লগার) সমাজ ব্যবস্থার স্থুল অংশকে লাঠি নিয়ে ধাওয়া দিয়েছে, তাতে সুযোগ পেয়েছে স্বার্থান্ধরা। ওরা ধর্মান্ধদের বলার সুযোগ পেয়েছে, দেখ- সত্যিই ওরা তোমাদের শত্রু। অর্থাৎ কোটি কোটি মানুষের চোখে আপনারা গুটিকয়েক মানুষ (কয়েক লাখ বড়জোর) দোষীসব্যস্ত হয়েছেন বিনাদোষে, শুধু দূরদর্শিতার অভাবে। ক্ষমতালোভী সরকার (রাজনীতিক এবং আমলা) কয়েক লাখ ভোটের (সমর্থন) জন্য কয়েক কোটি ভোটকে খ্যাপাতে যাবে না নিশ্চিত। বাইরে দেশের চাপে একটু ক্ষীণ অওয়াজ কখনো তুললেও তা মিলিয়ে যাবে খুব দ্রুতই। তাই নিশ্চিভাবে বলা যায়, আপনাদের পাশে কেউ নেই।
অনেকে হয়ত বলবেন, বর্তমানে বিমূর্ততার যুগ নয়, এই যুগেও কেন সরাসরি বলা যাবে না। তাদেরকে বলতে চাই, বাংলাদেশ কোন আধুনিক রাষ্ট্র নয়, এটা পিছিয়ে থাকা, পশ্চাদপদ, দরিদ্র, অশিক্ষিত একটি রাষ্ট্র, যেখানকার আমাদের অধিকাংশ মানুষের আচরণ প্রশ্নবিদ্ধ। এখানে শুধু ব্লগারদের কুপিয়ে মারা হয় না, শিশুদেরও পিটিয়ে মারা হয়। তাই যে সহনশীলতার আশা এ দেশের মানুষের কাছ থেকে আপনি করছেন, সেটি বোকামী ছাড়া কিছু নয়।
এভাবে হয় না। কোনকালে এভাবে হয়নি। মাথাটা আপনারা ভুলভাবে খাঁটাচ্ছেন। কী করতে চাচ্ছেন, কীভাবে করতে চাচ্ছেন, কেন করতে চাচ্ছেন, কখন করতে চাচ্ছেন -স্পষ্ট করে আগে ভাবুন। দরক্র হয় বছর খানেক কী বোর্ডে আঙ্গুল চালানো বন্ধ রাখুন। নিজেকে গুছিয়ে নিন। আবার সবকিছু নতুন করে শুরু করুন। অন্ধের জন্য চশমা খোঁজা বন্ধ করুন। হয় অন্ধকে হাত ধরে পার করুন, নতুবা এড়িয়ে যান। দূর থেকে ‘তুমি অন্ধ তুমি অন্ধ’ বলে চিৎকার করার ফলাফল ভয়ঙ্কর হচ্ছে।
Just stop it now
২| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:০৯
আরণ্যক রাখাল বলেছেন: আপনি বলছেন যে, এই ধরনের আক্রমন আগেও হয়েছে| কিন্তু এতোটা তীব্র হয়নি| আর আমি মনে করি এটা লেখার সময়| এই অন্ধদের এক্ষুনি চোখ দান করতে হবে| নয়ত এরা অন্ধ শিশু প্রসব করবে
৩| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:১৯
মাঘের নীল আকাশ বলেছেন: বাংলাদেশ কোন আধুনিক রাষ্ট্র নয়, এটা পিছিয়ে থাকা, পশ্চাদপদ, দরিদ্র, অশিক্ষিত একটি রাষ্ট্র, যেখানকার আমাদের অধিকাংশ মানুষের আচরণ প্রশ্নবিদ্ধ... সহমত!
৪| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:২৫
সাহসী সন্তান বলেছেন: Please help me! সবাইকে অনুরোধ করছি! ভাই আমি নুতান কোন পোস্ট লিখতে পারছিনা কেন বলতে পারেন? কোন পোস্ট আপলোড করতে গেলেই লেখা আসছে, "একটি ভুল পাওয়া গেছে, You are banned form publishing new post"। কিন্তু কেন.......?? আমি কিই বা করলাম যে আমার লেখা প্রকাশ হবে না?
কি করলে আবারও আমার লেখা প্রকাশিত হবে সেটা যদি একটু বলতেন, তাহলে খুবই উপকৃত হতাম!!
৫| ০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৮
বেরসিক কথক বলেছেন: ধন্যবাদ এমন চমৎকার লেখার জন্য। এমন লেখা আরো চাই
৬| ০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৬
সুফিয়া বলেছেন: খুব ভাল লাগল। আপনি িঠকই বলেছেন,কাগজ-কলমকে দূরে সরিয়ে রেখে লেখক হওয়া যায়না।
++++++
৭| ০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
মহান অতন্দ্র বলেছেন: সুন্দর লেখা।
৯| ১০ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:২৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সময়পোযোগী লেখা।+++
১০| ১০ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫১
নবাব চৌধুরী বলেছেন: আমি মনে করি সামাজিক কনটেক্সট বিবেচনায় ব্লগ উন্মুক্ত করে দেওয়ার পরিবেশ এদেশে এখনো আসেনি। কর্তৃপক্ষের কড়া নজরদারীর মধ্য দিয়েই লেখা প্রকাশিত হওয়া উচিৎ। লেখকের এই কথার সাথে পুরোপুরি একমত।
অনেকে হয়ত বলবেন, বর্তমানে বিমূর্ততার যুগ নয়, এই যুগেও কেন সরাসরি বলা যাবে না। তাদেরকে বলতে চাই, বাংলাদেশ কোন আধুনিক রাষ্ট্র নয়, এটা পিছিয়ে থাকা, পশ্চাদপদ, দরিদ্র, অশিক্ষিত একটি রাষ্ট্র, যেখানকার আমাদের অধিকাংশ মানুষের আচরণ প্রশ্নবিদ্ধ।যথেষ্ট শ্রদ্ধাশীল হয়ে বলতে চাই এই যূগেও সরাসরি লিখতে দেয়া হোক তবে অবশ্যই ব্যাক্তি স্বাধিনতার দোহাই দিয়ে এমনটা বলা যাবেনা যা আরেকজনের চূড়ান্ত অনুভূতিতে আঘাত হানে,যিনি লিখবেন উনার ভেতরে অবশ্যই থাকতে হবে আমার যেমন অধিকার আছে কিছু বলার আরেকজনেরও অধিকার আছে তার অনুভূতি নিয়ে বেঁচে থাকার।উনার অনুভূতিতে আঘাত হানার অর্থ হলো আরেকজনের ব্যাক্তি স্বাধিনতায় আঘাত হানা।ধন্যবাদ,ভালো থাকবেন।
১১| ১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৯
খেয়ালি দুপুর বলেছেন: "আমি মনে করি সামাজিক কনটেক্সট বিবেচনায় ব্লগ উন্মুক্ত করে দেওয়ার পরিবেশ এদেশে এখনো আসেনি" সহমত পোষণ করছি। ধন্যবাদ।
১২| ১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৫
মোহাম্মদ আব্দুল ফাত্তাহ বলেছেন: আপনি কখনই আনঅর্থডক্স লেখা লিখে পার পাবেন না, কখনও কেও পায়নি। তাহলে কী করতে হবে? সবাইকে অর্থোডক্স হয়ে যেতে হবে? এটাই সবার চাওয়া? বাহ, বাহ!!
তাহলে “আমরা যদি না জাগি মা ক্যামনে সকাল হবে?” এই লাইনের অর্থ কী?
ব্লগ উন্মুক্ত করে দেওয়ার পরিবেশ কখনই আসবে না নিজেদের আনতে হবে।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৪০
চাঁদগাজী বলেছেন:
হঠাৎ করে বুদ্ধি বেড়ে যাচ্ছে?