নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

তখন কী হবে?

১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪০

ধরুণ, পৃথিবীতে আজ থেকে কোন সম্প্রদায় নেই। অর্থাৎ, হিন্দু নেই, মুসলিম নেই, বৌদ্ধ নেই, খ্রিস্টান নেই, এসব কিচ্ছু নেই। তাহলে বিষয়টা কেমন হবে? বোঝার চেষ্টা করুণ- আমি কিন্তু ধর্ম না থাকার কথা বলছি না, আমি কিন্তু ঈশ্বর না থাকার কথা বলছি না। আমি বলছি সম্প্রদায়গুলোর কথা। ভাষার কথাও বলছি না। বলছি না- বাংলা নেই, ইংরেজি নেই, ফরাসি নেই, আরবি নেই, এসব নেই; বলছি- হিন্দু নেই, মুসলিম নেই, বৌদ্ধ নেই, খৃষ্টান নেই, ইহুদি নেই...। কী হবে তখন?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:০৯

দরবেশমুসাফির বলেছেন: আপনার প্রশ্ন স্পষ্ট নয়। আপনি বলছেন ধর্ম থাকবে কিন্তু মুসলিম, হিন্দু ,ক্রিশ্চান, বৌদ্ধ থাকবে না । এটা কি করে সম্ভব?

২| ১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

হাসান কালবৈশাখী বলেছেন: সবাই ঠিকভাবে নিজের ধর্ম পালন করে গেলে, ধর্ম কোন সমস্যা নয়।
বর্তমান প্রচলিত বড় ধর্মগুলোর আবির্ভাব মাত্র ৫-৬ হাজার বছর আগে,
ইসলামের আভির্ভাব মাত্র দেড়হাজার বছর আগে।
খ্রিষ্টান ২ হাজার বছর
বৌধ্য ৪হাজার বছর
কনফুসিয়ান ৫ হাজার বছর
ইহুদী ৬ হাজার বছর
আপনার চিন্তার মত কোন ধর্মীও সম্প্রদায় বিহীন মানবজাতি ৬-৭ হাজার বছর আগে বজায় ছিল, কোন সমস্যা হয়নি।
মানব জাতীর উদ্ভব হয়েছিল আড়াই কোটি বছর আগে, মানবব্জাতির ইতিহাসের ৯৯% ভাগ সময়ই মানুষ প্রচলিত ধর্ম বিহীন কাটিয়েছে।

৩| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১০

দরবেশমুসাফির বলেছেন: ৬-৭ হাজার বছর আগে ধর্ম না থাকলে প্রাচীন পেগান দর্শন গুলো কোথা থেকে এসেছে?? হাসান কালবৈশাখী

৪| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৮

নতুন বলেছেন: সামনে সেই রকমের সমাজের পরিধি বাড়বে। এখন বিশ্বে অনেক সমাজেই ধম বিশ্বাস নেই। এবং আমাদের সমাজে নামের টাইটেলের মতন হয়ে ঝুলে আছে।

আমার ২ চাইনিজ সহকমী কোন ধম মানেনা( তাদের ধমের স্হানে কিছু লিখা নাই)

কয়েক প্রজন্ম পরে এই হার অনেক বাড়বে। তখন আপনার লেখার সমাজ বাস্তবে থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.