![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধরুণ, পৃথিবীতে আজ থেকে কোন সম্প্রদায় নেই। অর্থাৎ, হিন্দু নেই, মুসলিম নেই, বৌদ্ধ নেই, খ্রিস্টান নেই, এসব কিচ্ছু নেই। তাহলে বিষয়টা কেমন হবে? বোঝার চেষ্টা করুণ- আমি কিন্তু ধর্ম না থাকার কথা বলছি না, আমি কিন্তু ঈশ্বর না থাকার কথা বলছি না। আমি বলছি সম্প্রদায়গুলোর কথা। ভাষার কথাও বলছি না। বলছি না- বাংলা নেই, ইংরেজি নেই, ফরাসি নেই, আরবি নেই, এসব নেই; বলছি- হিন্দু নেই, মুসলিম নেই, বৌদ্ধ নেই, খৃষ্টান নেই, ইহুদি নেই...। কী হবে তখন?
২| ১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
হাসান কালবৈশাখী বলেছেন: সবাই ঠিকভাবে নিজের ধর্ম পালন করে গেলে, ধর্ম কোন সমস্যা নয়।
বর্তমান প্রচলিত বড় ধর্মগুলোর আবির্ভাব মাত্র ৫-৬ হাজার বছর আগে,
ইসলামের আভির্ভাব মাত্র দেড়হাজার বছর আগে।
খ্রিষ্টান ২ হাজার বছর
বৌধ্য ৪হাজার বছর
কনফুসিয়ান ৫ হাজার বছর
ইহুদী ৬ হাজার বছর
আপনার চিন্তার মত কোন ধর্মীও সম্প্রদায় বিহীন মানবজাতি ৬-৭ হাজার বছর আগে বজায় ছিল, কোন সমস্যা হয়নি।
মানব জাতীর উদ্ভব হয়েছিল আড়াই কোটি বছর আগে, মানবব্জাতির ইতিহাসের ৯৯% ভাগ সময়ই মানুষ প্রচলিত ধর্ম বিহীন কাটিয়েছে।
৩| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১০
দরবেশমুসাফির বলেছেন: ৬-৭ হাজার বছর আগে ধর্ম না থাকলে প্রাচীন পেগান দর্শন গুলো কোথা থেকে এসেছে?? হাসান কালবৈশাখী
৪| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৮
নতুন বলেছেন: সামনে সেই রকমের সমাজের পরিধি বাড়বে। এখন বিশ্বে অনেক সমাজেই ধম বিশ্বাস নেই। এবং আমাদের সমাজে নামের টাইটেলের মতন হয়ে ঝুলে আছে।
আমার ২ চাইনিজ সহকমী কোন ধম মানেনা( তাদের ধমের স্হানে কিছু লিখা নাই)
কয়েক প্রজন্ম পরে এই হার অনেক বাড়বে। তখন আপনার লেখার সমাজ বাস্তবে থাকবে।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:০৯
দরবেশমুসাফির বলেছেন: আপনার প্রশ্ন স্পষ্ট নয়। আপনি বলছেন ধর্ম থাকবে কিন্তু মুসলিম, হিন্দু ,ক্রিশ্চান, বৌদ্ধ থাকবে না । এটা কি করে সম্ভব?