নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

বর্তমানে জনগণের চেয়ে কোনোকিছুই ভালো হওয়া সম্ভব নয়

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৭

আমরা আশা করি জনগণ খারাপ হলেও পুলিশ ভালো হবে! কিন্তু কি করে তা সম্ভব?
এই জনগণই তো পুলিশ, নাকি?
আমরা আশা করি জনগণ খারাপ হলেও সরকার ভালো হবে! ক্যামনে?
এই জনগণইতো সরকার, নাকি?
আমরা আশা করি ছাত্ররা খারাপ হলেও শিক্ষক ভালো হবে! উপায়টা কি?
ছাত্ররাই তো শিক্ষক।
বর্তমানে জনগণের শক্তির আরেকটা জায়গা আছে। বর্তমানে সারাবিশ্বে মিডিয়া অনেক শক্তিশালী, আর এই মিডিয়ার খোরাক আসে প্রত্যক্ষভাবে কোম্পানিগুলোর কাছ থেকে, কিন্তু পরোক্ষভাবে জনগণের কাছ থেকে। কোম্পানির (পণ্যের) বৈশিষ্ট্য হচ্ছে জনগণের পিছু নেওয়া। জনগণ যেমন পণ্য তেমন, মিডিয়া তেমন, আবার জনগণ তেমন। এটা একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে সবাই ঘুরতেছে। বর্তমান ব্যবস্থায় উৎকর্ষ সাধান খুবই কঠিন।
জনপ্রিয় হতে গেলে বেশি সংখ্যাক জনগণকে নিজের অস্তিত্বের সাথে ক্যারি করতে হয়, অর্থাৎ নিজের অস্তিত্বকে জনগণের পছন্দ মাফিক সাজাতে হয়, ওদের পছন্দের কথা বলতে হয়। অবশেষে বর্তমান জনগণ এবং তাদের বর্তমান বৈশিষ্টই জিতে যায় বিদ্যমান ব্যবস্থায়। তাই হয়ত মানুষের ক্রমবিকাশ এখন খুবই ধীর, বলা যায় স্থবির।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪১

প্রামানিক বলেছেন: সত্য কথাই বলেছেন। ধন্যবাদ

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩২

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.