![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন ডাক্তারের ভিজিট ২০০ টাকা এবং আরেক জন ডাক্তারের ভিজিট ৫০০ টাকা। আপনি কার কাছে যেতে চান? পটলের কেজি ২০ টাকা এবং বেগুনের কেজি ৫০ টাকা। আপনি কি কিনতে চান? গুলসানে এক হাজার বর্গফুটের বাসা ভাড়া ৪০,০০০ টাকা, সাভারে ৪,০০০ টাকা। আপনি কোথায় থাকতে চান? একই রোগে আপনি মারা গেলেন, কিন্তু আরেক জন উন্নত চিকিৎসায় সেরে উঠল। আপনি কেন মারা গেলেন? আমি মটর সাইকেলে গেলাম, আপনি গাড়িতে গেলেন। কার কদর বেশি? কে.এ্রফ.সি ‘র মুরগির ঠ্যাং যদি জব্বার রেস্তরায় একই দামে পরিবেশন করা হয়, তা কি আপনি খাবেন? আপনি কি জ্ঞানীর সাথে গারো পাহাড়ে যাবেন, নাকি মদনের সাথে কিলিমাঞ্জেরো যাবেন? ভার্জিন খুঁজতে খুঁজতে পুরুষের জান শেষ! আাচ্ছা, আপনি কি কুৎসিত ভার্জিন বিয়ে করবেন, নাকি রূপসী বেশ্যা বিয়ে করবেন? অন্যভাবে বলি- আপনি কি অশিক্ষিত-অপ্রতিষ্ঠিত ভার্জিন বিয়ে করবেন, নাকি শিক্ষিত-প্রতিষ্ঠিত অভার্জিন বিয়ে করবেন? ক্ষুধা লাগলে সৎ মানুষের পাশে গিয়ে বসবেন, নাকি টাকাওয়ালার পাশে ঘুরঘুর করবেন?
এতকথা বলার উদ্দেশ্য হচ্ছে- বর্তমান বিশ্বব্যবস্থায় টাকা হচ্ছে সবকিছুর নিয়ামক। শুধু বস্তুগত নয়, পরিমাপ করা সহজ হয় বলে মর্যাদা এবং জ্ঞান-গরিমার বিষয়ও টাকা দিয়ে পরিমাপ করা হয়। যে ডাক্তারের ভিজিট বেশি, সে ডাক্তার ভালো, এটাই কি বর্তমান সময়ে সিদ্ধান্ত নয়? তো যে দেশে যেনতেনভাবে টাকা উপার্জনের সুযোগ আছে, অবৈধ উপায়ে রাতারাতি কোটি কোটি টাকা করে ফেলা যায়, সে দেশে ভুল মানুষ পূজনীয় হবে, এটাই তো স্বাভাবিক। যার টাকা আছে সেই তো সিদ্ধান্ত দিবে, তাই না? তাই বলি কি, বি প্রাকটিক্যাল, এ দেশে টাকাটা কাদের কাছে, তা একবার ভেবে দেখো, তার পর স্বাধীনভাবে মত প্রকাশ করার কথা বলো। যে দেশের অর্ধেক মানুষ বিভিন্নভাবে এখনো ক্ষুধার্ত, সে দেশে টাকার শক্তি কত বেশি, তা একবার ভেবে দেখো। মানলাম তোমার কথা- ওরা দুর্বৃত্ত, কিন্তু সেই দুর্বৃত্তকে হারানোর ক্ষমতা কি তোমার আছে? যতক্ষণ না তাদের পরাজিত করার ক্ষমতা আমার আছে, ততক্ষণ তাদের দুর্বৃত্ত বলতে আমি রাজি নেই। আমি সুরক্ষিত শত্রুকে অরক্ষিত শত্রু সণাক্ত করার সুযোগ দিতে রাজি নই। আমরা অনেকেই সেটি করে চলেছি ...
২| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০০
চলেপথিক বলেছেন: আপনি ভালই বলেছেন, ইতিহাসে ঘুরে ফিরে ভিন্ন্ ভিন্ন পরিবেশে নানা সময়ে এই জাতিয় সমস্যা মানুষ অতিক্রম করেছে । আপনি যেমন সমস্যাগুলো চিহ্নিত করেছেন তেমনি এর সমাধানও দেখিয়ে দিয়েছেন । যেমন আপনাকেই সিন্ধান্ত নিতে হবে আপনি গুলশান থাকবেন না সাভার থাকবেন ? আমাকেও সিন্ধান্ত নিতে হবে আমি কি প্রতিযোগিতায় থকব না কি প্রতিরোধে । যে দিন আমরা সংখ্যাগুরু হবো সে দিন হয়ত এমন সমস্যা থাকবে না । ময়লা নিজেদেরেরই সাফ করতে হবে কোন নবী আসবে না ।
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৩
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: হু!
৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৪
অগ্নি সারথি বলেছেন: চেতলেন কেরে?
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২২
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: েতার কি কোনো কারণ নেই?
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৯
নিমগ্ন বলেছেন: ক্ষোভ থেকে উঠে আসা কথাগুলো।