নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

হুজুগ দেখুন: ভুল অংক শেয়ার হচ্ছে হাজার হাজার বার, কেউ তলিয়ে দেখছে না

০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩২



অনেকের চোখেই হয়ত পড়েছে। সোস্যাল মিডিয়ায় একটি অংক ঘুরে বেড়াচ্ছে, “জমি পরিমাপের সহজ পদ্ধতি”। ভুল এ অংকটি শেয়ার হয়েছে অজস্রবার। অনেক উচ্চশিক্ষিত মানুষ, তাদের মধ্যে প্রশাসন ক্যাডারের লোকও রয়েছে, যাদের এসি ল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করে আসার কথা, তারাও এই জিনিস শেয়ার করেছেন। দেখুন, শেয়ার করা ভুল অংকটি-
প্রথম ছবিটি প্রিয় যশোর নামক একটি সাইট থেকে শেয়ার হয়েছে। এভাবে দৈর্ঘ্য এবং প্রস্থের গড় মান দিয়ে সঠিক ক্ষেত্রফল পাওয়া যায় না। দ্বিতীয় ছবিটিও এরকম আরেকটি সাইট থেকে নেওয়া (নাম মনে নেই, কয়েকদিন আগে নিয়ে রেখেছিলাম)। দ্বিতীয় ছবিটির আলোকে তৃতীয় এবং চতুর্থ ছবিতে আমি ব্যাখ্যা করে দেখিয়েছি- কেন এভাবে সঠিক ক্ষেত্রফল পাওয়া যায় না।

ছবি-১


ছবি-২


এই ছবিটি দেখুন। দুই নম্বর ছবিটির সাথে মিলিয়ে দেখুন। ক্ষেত্রটিকে বর্ধিত করা সত্ত্বেও ক্ষেত্রফল প্রদত্ত ভুল ক্ষেত্রফলের চেয়ে কমেছে।
ছবি-৩


এখানে ক্ষেত্রটির ক্ষেত্রফল সঠিকভাবে করে দেখানো হয়েছে।
ছবি-৪


আসলে জমি এতটা একুরেইটলি জ্যামিতিক আকারে নাও থাকতে পারে। তাই এটি দিয়ে জমি পরিমাপ করা যাবে কিনা, তা নিশ্চিত নয়, এখানে শুধু দেখানো হয়েয়ে, প্রদত্ত অংকটি ভুল।

এটা একটি উদাহরণ মাত্র। ফেসবুকে এরকম হুজুগ চলছে হরহামেশা। এটি অবশ্যই ভয়ঙ্কর। বিষয়টি দ্বারা এরকম উপসংহারে আসাই যায় যে, ফেসবুক (সোস্যাল মিডিয়া) ব্যবহারের জন্যও সরকারের সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম থাকা দরকার। মূল ধারার মিডিয়াতে এ বিষয়ে পরামর্শমূলক নিবন্ধ প্রকাশিত হওয়া দরকার।

মন্তব্য ১৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১০

প্রথম বাংলা বলেছেন: ছবিটার নিচে আমি কম্টে করেছিলাম, এটি একটি ভুল হিসাব, এটি যেন শেয়ার করা না হয়। কিন্তু আমার বন্ধুদের অনেকেই এটি শেয়ার করেছে।

২| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

মারুফ তারেক বলেছেন: এটা ট্রাপিজিয়াম

তাই ক্ষেত্রফল= ১/২[সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল*উচ্চতা]
১/২[(৭০+৮০)*১০০]
=৭৫০০ বর্গ ফুট

অনেকবার শেয়ার হবার পরও কারো চোখে পড়ে না, এটাই বিস্ময়। :(

৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

আমিই মিসির আলী বলেছেন:






জমির অংকও শিখে নিলাম। ;)

৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৩

অপূর্ব আফজাল বলেছেন: অংক পারিনা দেখে ভুল জিনিস ঠিক লাগে।
নজরে দেবার জন্যে ধন্যবাদ।

৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫

বিজন রয় বলেছেন: ওসব আমি বুঝি না।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪৬

ওসেল মাহমুদ বলেছেন: Partially correct !

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৯:০২

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: কোনটা Partially correct ?

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৭

সাগর মাঝি বলেছেন: জমির অংক মাথায় কাজ করেনা, তবে আজকে মোটামুটি একটা শিখে নিলাম।

ধন্যবাদ...।

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৪

শাহিদা খানম তানিয়া বলেছেন: উপকারী পোষ্ট মনে হলো। প্রিয়তে রেখেছি। :) লেখককে ধন্যবাদ :)

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৫

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: ধন্যবাদ।

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৪

অলওয়েজ ড্রিম বলেছেন: একটা ভাল বিষয় তুলে ধরেছেন।

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ফেসবুক (সোস্যাল মিডিয়া) ব্যবহারের জন্যও সরকারের সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম থাকা দরকার। মূল ধারার মিডিয়াতে এ বিষয়ে পরামর্শমূলক নিবন্ধ প্রকাশিত হওয়া দরকার। ভাল বলেছেন। সহমত।

১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

বিষয়টি কমবেশি সকলেরই জানা উচিত।
এভাবে উদ্যোগ নিয়ে ভুলটি ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: ধন্যবাদ

১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৫

পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: খুব ভাল লেগেছে।ধন্যবাদ।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: ধন্যবাদ

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

ঢাকার লোক বলেছেন: I'm not sure if the figure is geometrically correct or possible, especially the 120 ft side may not achievable with other three sides as shown in the diagram. So area of 7500 sft also may not be right! In case of a piece of land with 4 irregular sides the best way to find the accurate area is by dividing the area into 2 triangles and computing the areas of the triangles with known sides as follows
Let a,b,c be the lengths of the sides of a triangle. The area is given by:
Area =√p(p−a)(p−b)(p−c), where p is half the perimeter or (a+b+c)/2

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১২

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: জমি এতটা একরেইটলি জিওমেট্রিক্যালি থাকে না। তাই জমির পরিমাপে এই অংক কাজে লাগবে না। আমি শুধু দেখিয়েছি অংকটি ভুল। আপনি যেভাবে বলছেন, তা দিয়েও জমি পরিমাপ করা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.