নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হব সকাল বেলার পাখি

দিব্যেন্দু দ্বীপ

সংশয়ে সংকল্প সদা টলে

দিব্যেন্দু দ্বীপ › বিস্তারিত পোস্টঃ

‘ইংরেজি সাহিত্য’ নয়, বিশ্বসাহিত্য

০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৪

মাতৃভাষা হিসেবে বাংলার পাশাপাশি ইংরেজিও ঘোষণা করা উচিৎ। না হলে কোনোভাবেই ওদের সাথে তাল মেলানো যাবে না। এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ধরুন, ইংল্যান্ডের কেউ ইংরেজি ভাষায় (মাতৃভাষায়) একটি বই লিখল, আমি লিখলাম বাংলায় (মাতৃভাষায়)। বই আমারটা ভালো হল, কিন্তু আমার সামনে বাজার হচ্ছে মাত্র পাঁচিশ কোটি মানুষের। এর মধ্যে শিক্ষিত মানুষ সাত থেকে আট কোটির বেশি হবে না। আর প্রথম ও দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি জানে এবং ইংরেজিতে বই পড়তে সক্ষম মানুষ পৃথিবীতে একশো কোটির কম না।

প্রত্যেকটি ক্ষেত্রে এ হিসেবটি খাটে। অর্থাৎ ইংরেজি যার মাতৃভাষা তার বাজার বিশ্বব্যাপী, কিন্তু আমার বাজার শুধু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে, তাও আবার সংকুচিত হয় হিন্দু মুসলিম সমস্যার কারণে। পারা যাবে তাহলে?

মানিক বন্দ্যোপাধ্যায়ের চেয়ে ইংরেজি ভাষার অনেক দুর্বল সাহিত্যিকের সাহিত্যকর্ম সারাবিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়, কারণ, ভাষা অথবা সাহিত্য হিসেবে ইংরেজি পড়ানো হয় বিশ্বের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে, আর বাংলা পড়ানো হয় কয়টি বিশ্ববিদ্যালয়ে? এ পার্থক্য আবেগ দিয়ে ঘুচানো সম্ভব?

আদি থেকে আধুনিক, ইংরেজি ভাষার উল্লেখযোগ্য সাহিত্যিকের সাহিতকর্ম সম্পর্কে আমার অল্পবিস্তর ধারণা আছে। মনে হয়েছে শুধুমাত্র ভাষার কারণে প্রতিষ্ঠিত হয়েছেন তারা অনেকে। না হলে সেসব সাহিত্যমান বাংলাভাষার অনেক সাহিত্যিকের চেয়ে নিম্ন।

বঙ্কিমচন্দ্র কট্টোর হিন্দু ছিলেন বলে অভিযোগ আছে, কিন্তু সাহিত্যিককে শুধু সাহিত্যমান দিয়ে বিবেচনা করলে বঙ্কিমচন্দ্র পৃথিবীর প্রথম সারির সাহিত্যিক, কিন্তু তার চেয়ে বিশ্বব্যাপি বেশি পঠিত হয় এডওয়ার্ড মর্গান ফস্টার বা হেনরি মিলারের মত সাহিত্যিকের সাহিত্যকর্ম, যাদের মাত্র একটি বা দুটি ভালো কাজ রয়েছে।

হুমায়ূন আহমেদের চেয়েও নিম্নমানের ইংরেজি ভাষার অনেক সাহিত্যিক বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত মার্কেটিংএর কারণে শুধু। শওকত ওসমান, জসিমউদ্দীন, সৈয়দ ওয়ালিউল্লাহ, আখতারুজ্জামান ইলিয়াস নিঃসন্দেহে জর্জ অরওয়েল বা ম্যাথিউ আর্নল্ড-এর চেয়ে কম গুরুত্বপূর্ণ সাহিত্যিক নন, অথচ অরওয়েল পৃথিবীর সকল দেশের কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, কিন্তু শওকত ওসমান বা আখতারুজ্জামান ইলিয়াসের সাহিত্যকর্ম পড়ানো হয় না বাংলাদেশ ছাড়া আর কোথাও।

রবীন্দ্রনাথই বা কয়টি দেশে পড়ানো হয়? অন্যদের কথা নাইবা বললাম। শুধু ভাষার কারণে এটি হবেও না। শুধু মাত্রই ভাষার পার্থকের কারণে পিছিয়ে থাকা মানা কঠিন। অনুবাদ করে এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়। আবার মাতৃভাষা বাংলা হলে ইংরেজি শিখে সাহিত্য চর্চা করে সর্বোচ্চ মানে পৌঁছানোও সম্ভব নয়। তাই ইংরেজি ভাষাটাও আমাদের মাতৃভাষা হওয়া প্রয়োজন বাংলার পাশাপাশি।

পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে বিষয় হিসেবে ভাষাভিত্তিক সাহিত্য থাকা উচিত নয়। যেমন, বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য বা ইংরেজি সাহিত্য হিসেবে আলাদা সাবজেক্ট থাকতে পারে না। বিষয়ের নাম হবে `সাহিত্য’, সেখানে ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য এবং পৃথিবীর সকল উল্লেখযোগ্য সাহিত্য পড়াতে হবে।

ইংরেজি আলাদা সাবজেক্ট থাকতে পারে শুধু ভাষা হিসেবে, সাহিত্য হিসেবে নয়। সাহিত্য হিসেবে থাকলে ফ্রেঞ্চ সাহিত্য কেন নয়, রুশ সাহিত্য কেন নয়, অন্যান্য ভাষার সাহিত্য সাবজেক্ট হিসেবে কেন নেয়? আজকে ইাউরোপ-আমেরিকার যে উন্নতি সেটি ভাষার আধিপত্যের কারণে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে, কিন্তু সাহিত্যকর্ম পড়ে দেখা হচ্ছে তা ইংরেজি ভাষায় অনূদিত হবার পর, তাহলে নিরপেক্ষতা থাকে কী করে?

ইংরেজি ভাষায় যারা এ পর্যন্ত নোবেল পেয়েছে সে হিসেবে বাংলা সাহিত্য থেকে এ পর্যস্ত নোবেল পাওয়া উচিৎ ছিল কমপক্ষে দশজনের কিন্তু পেয়েছে মাত্র একজন! এ বৈষিম্যের বিচার হবে কী করে? ইংরেজি ভাষাটাও সকল দেশের মাতৃভাষা হবে, এটা বাস্তবসম্মত এবং প্রয়োজনীয় হলেও সম্মানজনক হয় না; দাবিটা এই মুহূর্তে হওয়া দরকার বিশ্ববিদ্যালয়ে এবং কলেজে সাহিত্য হিসেবে পঠিত বিষয়ের নাম হবে ‌‍বিশ্ব সাহিত্য, অবশ্যই তা ইংরেজি সাহিত্য নয়। পৃথিবীর সকল দেশে একযোগে এটা হওয়া দরকার।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৪৪

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: ভালো বই বাংলা ভাষায় লিখলে সমস্যা কি? জনপ্রিয় হলে ইংরেজিতে রূপান্তর ঘটিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া যাবে।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৩৯

চঞ্চল হরিণী বলেছেন: আপনার এই কথাগুলো অনেক বছর আগেই আমি ভেবেছিলাম। যে দাবীটি করেছেন," ইংরেজি ভাষায় যারা এ পর্যন্ত নোবেল পেয়েছে সে হিসেবে বাংলা সাহিত্য থেকে এ পর্যস্ত নোবেল পাওয়া উচিৎ ছিল কমপক্ষে দশজনের কিন্তু পেয়েছে মাত্র একজন"! এই দাবীর সাথেও একমত। "আদি থেকে আধুনিক, ইংরেজি ভাষার উল্লেখযোগ্য সাহিত্যিকের সাহিতকর্ম সম্পর্কে আমার অল্পবিস্তর ধারণা আছে। মনে হয়েছে শুধুমাত্র ভাষার কারণে প্রতিষ্ঠিত হয়েছেন তারা অনেকে। না হলে সেসব সাহিত্যমান বাংলাভাষার অনেক সাহিত্যিকের চেয়ে নিম্ন।" এই কথাটিও খুব সত্য বলেছেন। আমি সেসময় অনেক বিদেশি বিশেষ করে নোবেল পাওয়া লেখকদের লেখা পড়েছিলাম এবং ভেবেই পাচ্ছিলাম না কি করে শুধু এমন লেখাগুলোই শ্রেষ্ঠ হয়,অনেক হালকা যথেষ্ট হালকা মনে হয়েছে, এর চেয়ে তো কত গভীর জীবন বোধের লেখা আমি পড়েছি বাংলা মূল সাহিত্যে। ইংরেজির আধিপত্যের কারণে তো বটেই, তাছাড়াও নোবেলের সাহিত্য পুরস্কার নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ অনেক পুরনো। কিন্তু সমস্যা হোল, যে সরলভাবে সমাধানটা বললেন, ব্যাপারটা মোটেই তত সরল নয়। এই ইচ্ছাটা বিশ্বায়নের একটা ধারণার সাথে মেলে, আপনি বলেছেন শুধু সাহিত্যের কথা বিবেচনায়, এর ফলে কল্যাণমুখী সাহিত্য দ্বারা বিশ্ব জনগণের উন্নয়ন হবে, আনন্দ সাহিত্য পাঠে চিত্ত আনন্দ লাভ করবে এবং সর্বোপরি একজন সাহিত্যিকের যথাযথ মূল্যায়ন হবার দুয়ার খুলবে। কিন্তু বিশ্বের হর্তাকর্তাদের কাছে এসব বিষয় নস্যি। অর্থ, নিজেকে সেরা ভাবার অহংকার এবং ক্ষমতার চেয়ে বড় তাদের কাছে কিছুই নয়। সুতরাং এমন সুন্দর একটি আশাবাদ বাস্তবায়ন হতে পারে পৃথিবী বিশ্বায়নের দিকে এগিয়ে গেলেই। তার আগে এটা হবে বলে আমার কোনভাবেই মনে হয়না। এই মুহূর্তে অনুন্নত দেশের এবং ভিন ভাষার সাহিত্যিকদের কষ্ট করে ইংরেজি শিখে অনুবাদ করা এবং নিজ দেশে যতটুকু সম্মান পাওয়া যায় তাতে সন্তুষ্ট হয়ে থাকা ছাড়া আর কোন উপায় দেখিনা। মেনে নেয়া কঠিন, কিন্তু বাস্তব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.