![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামাজিক এবং রাজনৈতিক জীবন হচ্ছে এক ধরনের সাইকোলজিক্যাল গেইম। এই খেলায় সবাই পারদর্শী হয় না। যারা পারদর্শী তারা ভালো বা মন্দ -এরকম বলার উপায় নাই। তবে তারা নিঃসন্দেহে সফস্টিকেটেড। সমস্যা হচ্ছে, ধনতন্ত্র সবাইকে এই খেলায় নামিয়ে আনতে চায়। দার্শনিক-সাহিত্যিক সাহিত্য চর্চা করবে, বৈজ্ঞানিক বিজ্ঞান নিয়ে গবেষণা করবে, ডাক্তার ডাক্তারি করবে, তাতেই তার সমাজকর্ম, সুনাম-খ্যাতি এবং অর্থ-বিত্ত হবে। কিন্তু তা এখন আর হবার উপায় নেই। সবাইকেই এখন সামাজিক-রাজনৈতিক মনস্তাত্ত্বিক খেলায় অংশগ্রহণ করতে হয়। ধনীক শ্রেণি একসময় সম্ভবত শুধু সাধারণ মানুষের ওপর ছড়ি ঘুরিয়ে, তাদের পদানত করে ক্ষান্ত ছিল, কিন্তু এখন তারা বুঝে গেছে টাকার জোরে কলে ফেলে জ্ঞান-গরিমা-দক্ষতা-কর্মে মর্যাদাবান মানুষকেও পদানত করা সম্ভব। তারা বুঝে গেছে আধুনিক বিজ্ঞাপনমুখী বাজার ব্যবস্থায় পণ্যের বা কর্মের গুণগত মানের চেয়ে প্রচার এবং ধাপ্পাবাজি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই খুব বেশি উন্নত চিন্তা বা উন্নত কর্ম-পণ্য তাদের প্রয়োজন নেই। বরং তাদের প্রয়োজন একদল বাধ্য অনুগত কর্মী। ফলে তারা আর মেধাবী-যোগ্য কারো প্রয়োজনীয়তা অনুভব করে না, যদি না তারা যথেষ্ট অনুগত হয়ে থাকে। এই বাস্তবতার কারণে যাদের সামাজিক-রাজনৈতিক নিম্নমানের মেধাবিনাশী খেলায় অংশ নেওয়ার কথা ছিল না তারাও অংশ নিতে বাধ্য হচ্ছে।
১৪ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২০
দিব্যেন্দু দ্বীপ বলেছেন: সেটাইতো ভাবনার বিষয়।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০৪
হাতুড়ে লেখক বলেছেন: এর শেষ কোথায়?