![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন পিঁপড়া পর্যন্ত ধর্মের শ্রেণীবিভাগে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল এই বাংলার দেশে ( যা আজও বিলুপ্ত হয় নি), তখনের প্রজন্ম বুঝতে পারে নি, এর তিক্ততায় তাদের পরের প্রজন্মগুলো কতটা বাধার সম্মুখীন হবে? আজও কেউ কেউ হাসির ছলে, তাদের ছেলেবেলার এসব স্মৃতির কথা বলে, কেউ বা তা-ও পরম্পরাতে এই বিষ-ই ঢালছে, তাদের আগামী প্রজন্মের কোমল মনে।
"লাল পিঁপড়া হিন্দু, ওরা কামড় দেয়। কালো পিঁপড়া মুসলমান, কামড় দেয় না"
একটি সমাজ নষ্ট হওয়ার জন্য এই আয়োজনটি হয়েছিল সুপরিকল্পিতভাবে। শিশুমনে ঘৃণা ও বিভাজন তৈরী করার কি আয়োজন!! শিশুদের-কে জগত থেকে আলাদা করার কি পৈশাচিক চেষ্টা। ছিঃ ছিঃ ভাবতেও ঘেন্না লাগে। বহুবার যে কথাটি বলেছি, আবার-ও বলার প্রয়োজন বোধ করছি যে, ধর্ম যত না মানুষ তৈরী করেছে, তার চেয়ে মানুষ-পশু বেশী তৈরী করেছে।(sganik-10-2-16)
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৯
অনিক েগালদার বলেছেন: তাই নাকি????
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৬
আরণ্যক রাখাল বলেছেন: ভাই, এটা কি জানেন আপনার এই পোস্ট আরও বেশি ঘৃণা ছড়াচ্ছে?
দেশের বেশিরভাগ মানুষ ধর্মপ্রাণ, তাদের প্রতি কি সামান্যতম শ্রদ্ধা এখানে আছে? আমি বলছি না, আমি আস্তিক, আমি মোটেও তা নই, কিন্তু এমন পোস্ট পড়তে রুচিতে বাঁধে। এটা একটা চুলকানি লাগানো পোস্ট।
আজ কিন্তু নাস্তিকদের এজন্যই মানুষ অনেকাংশে ঘৃণা করে। ধর্মের সমালোচনা করা উচিৎ কিংবা করাটা আপনার অধিকার, একটু ভালভাবে করা যায় না?
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৭
বিজন রয় বলেছেন: বাজে পোস্ট।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৫
আহলান বলেছেন: হুম ... আমরাও ছোট বেলায় এমনটা শুনতাম ...