নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই বেশ ভালো আছি...

There is only one person who could ever make you happy, and that person is you...

C/O D!pu...

This is simply me and that's what I want to be...

C/O D!pu... › বিস্তারিত পোস্টঃ

একটি ভুলে যাওয়া নাটকের Review: নয়ন (১৯৯৫) [Youtube Link]

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:০৭





কাহিনী সংক্ষেপঃ



নাটকের কাহিনী গড়ে উঠেছে এক যুবককে কেন্দ্র করে যে খুন করে পালিয়ে বেড়াচ্ছে। যুবকটি চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত সালমান শাহ।







সে যে বাসার ছাদে ভাড়া থাকে তার নিচতলায় থাকে একটি পরিবার। পরিবারের সদস্য দুই মেয়ে (শমী কায়সার ও তমালিকা কর্মকার), মা (ডলি জহুর) এবং বাবা (আবুল কাশেম)। শমী কায়সার অন্ধ আর তমালিকা মেডিকেল স্টুডেন্ট। আবুল কাশেম নির্ঝঞ্ঝাত একজন শিক্ষক কিন্তু ডলি জহুর একদম ঝামেলা পছন্দ করেন না। তাছাড়া তাদের একমাত্র ছেলে এলাকার বখাটেদের অত্যাচারে মারা যাওয়ার পর তিনি একদমই গুন্ডা-পান্ডা সহ্য করতে পারেন না। স্বভাবতই সালমানকে তার পছন্দ করার কোনও কারণ ছিল না।







খুনের প্রেক্ষাপট- নিজের মায়ের উপর তার মামার অত্যাচার সহ্য করতে না পেরে সালমান তার মামাকে দূর্ঘটনাবশত খুন করে ফেলে। সালমানের এই খুন করার কথা হালকা-পাতলা অনেকেই জানতো তাই সাধারণ মানুষের সাথে তার দূরত্ব অনেক বেড়ে যায়। তাই সবাই ভয়ে তার সাথে মিশতে চাইতো না।







পারিবারিক আবহাওয়া থেকে দূরে থাকা সালমান এই পরিবারটার সান্নিধ্যে এসে কিছুটা আবেগপ্রবণ হয়ে যায়। ডলি জহুরকে দেখে সেও মায়ের স্নেহ পেতে চায় কিন্তু একজন খুনীকে ডলি জহুর কখনোই ছেলে হিসেবে মানতে পারে না।







তখন সালমান সাহায্য নেয় মিথ্যা অভিনয়ের। সে একটি কাহিনী দাঁড় করায় যে তার যমজ ভাই লন্ডন থেকে কিছুদিনের মধ্যেই আসবে কিন্তু তাকে জরুরী কাজে ঢাকার বাইরে যেতে হবে। এই বলে সে পরিবারটির কাছে চাবি রেখে চলে যায়। তারপর যথাসময়ে কিছুটা গেট-আপ চেঞ্জ করে সালমান তার যমজ ভাইয়ের রূপেই পরিবারটির সামনে আসে। কিন্ত এবার ঘটে উল্টো ঘটনা। যেহেতু এই সালমান শিক্ষিত, ভদ্র তাই ডলি জহুর তাকে এবার আর দূরে ঠেলে দেয় না।







এদিকে সময় যতোই এগোতে থাকে, সালমান ততোই বুঝতে পারে কাজটা ঠিক হচ্ছে না। যার জন্যে সামনে অপেক্ষা করছে ফাঁসির দড়ি, তার এতো ভালোবাসা বাড়িয়ে কি লাভ!!! কেউ ধরতে না পারলেও শমী কায়সার বুঝতে পারে সালমানের এই অভিনয়। যদিও সে ভালোবেসে ফেলে সালমানকে, তবুও সে সালমানকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। সালমানের আসল পরিচয় জেনে গেলেও ডলি জহুর বুঝতে পারে সালমান প্রকৃতপক্ষে চাইতো স্নেহ। পুলিশ যথাসময়ে চলে আসে।







নাটকের শেষ দৃশ্য সম্পন্ন হয় সালমানের এই সংলাপটি দিয়ে “আমি বলেছিলাম, আমার যেন ফাঁসি হয়। কিন্তু এখন আমি দোয়া চাইছি, আমার যেন যাবজ্জীবন হয়। কারণ, আমি এখন বাঁচতে চাই।“



এখানেই শেষ করে দেয়া হয় নাটকটি আর সালমানের বিচার ছেড়ে দেওয়া হয় দর্শকদের উপর।



ইউটিউব লিংকঃ







কিছু কথাঃ



১। নাটকটির রচয়িতা অরুণ চৌধুরী, বিটিভিতে প্রচার করা হয় ১৯৯৫-৯৬ সালের দিকে।



২। নাটকটির একটি গান “এই ভালোবাসা আর এই অভিমান, থাকবে না চিরদিন থাকবে না”, গানটিতে কন্ঠ দিয়েছেন শুভ্রদেব।



৩। নাটকটির ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন রিপন খান।



৪। নাটকটির নাম “নয়ন” রাখা হয়েছে শমী কায়সারের চরিত্রটির কথা বিবেচনা করে।



৫। নাটকটিতে সালমানের অভিনয় নিয়ে কিছু বলার নেই, এটুকু বলবো যে, সালমান যদি শুধু নাটকও করতো, তাহলেও ও অনেকদূর যেতে পারতো।

মন্তব্য ৪২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:২২

মাক্স বলেছেন: এখন প্লাস দিয়া গেলাম পরে ডাউনলোড মারুমনে

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৩৩

C/O D!pu... বলেছেন: ধন্যবাদ...

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:২৪

হাসান৭৭৭ বলেছেন: অনেক আগে দেখছিলাম ভাই, মনে করায় দিলেন। ইমোশনাল হয়ে গেলাম।


পিলাচ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৩৪

C/O D!pu... বলেছেন: পুরোনো জিনিস সব সময়ই নস্টালজিক...

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:২৫

শার্লক বলেছেন: তুমুল জনপ্রিয়তা পেয়েছিল নাটকটি তখন। আমি দুবার দেখেছিলাম খুব খারাপ লেগেছিল। :(

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৩৫

C/O D!pu... বলেছেন: দুঃখ হয় এখনকার কাহিনী-হীন নাটক দেখলে...

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:২৪

দুর্জয় বলেছেন: বিটিভিতেই দেখছিলাম নাটকটা, সেই ৯৫ তেই। সালমান শাহ যখন মারা যায় তখন আমি পাশের বাসার পেয়ারা চুরি কইরে খাইতেছি :(

ভাল্লাগলো ভাই শেয়ার দেয়ার জন্য। আবার দেখুম নাটকটা। শমী কায়সার ছিলো আমার ফেভারিট টিভি অভিনেত্রী

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৩৫

C/O D!pu... বলেছেন: শমী কায়সার অভিনেত্রী হিসেবে অতুলনীয় ছিল...

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৪১

লিন্‌কিন পার্ক বলেছেন:
বৈশাখী চ্যানেলে পরে এই নাটকটা দেখছিলাম ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৫৩

C/O D!pu... বলেছেন: জানি না তো, কবে দেখাইলো?

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৪৯

মোমের মানুষ বলেছেন: নাটকটার কথা আবছা আবছা মনে পড়ে, আবার দেখব

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:২৪

C/O D!pu... বলেছেন: হুম, দেখে নিন, আর ভুলবেন না...

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:০০

ভুলো মন বলেছেন: ৯৫ সালেই বিটিভিতেই নাটকটা দেখেছিলাম। নাটকটা মনে দাগ কেটেছিল। ডাউনলোড করে আবার দেখবো।

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:২৬

C/O D!pu... বলেছেন: দাগ কাটার মতই নাটক, কারণ এতে একটা কাহিনী ছিল...

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:১৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: অনেক আগেই নাটকটা দেখেছিলাম। কাহিনী এখনও স্পষ্ট মনে আছে। এককথায় অসাধারন। অনেক ধন্যবাদ ভাই নাটকটির কথা মনে করিয়ে দেয়ার জন্য।

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:২৮

C/O D!pu... বলেছেন: যে একবার দেখেছে তার মনে থাকবেই...

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৩৫

ইচ্ছে বলেছেন: এটা মোটেও ভুলে যাওয়া কোনো নাটক নয়, অবশ্য যারা একবার দেখেছে তারা ভুলতে পারার কথা না ...

কাহিনী এখনও স্পষ্ট মনে আছে, এককথায় অসাধারন....

ভাল লাগলো পোষ্টটা

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩১

C/O D!pu... বলেছেন: এখন যেমন ২০টি নাটকের মধ্যে ১টি নাটক ভালো হয়, আগে কিন্তু ১৫টিই ভালো হতো...

১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:২৫

দূর্যোধন বলেছেন: নাটকটা দেখেছিলাম,এমন কেউ ছিলোনা যে নাটকটা দেখে মন খারাপ করেনি।আর ছুরির যে ছবিটা দিয়েছেন,সেইভাবে অনুকরন করে ক্লাসরুমে অনেক সহপাঠীকেই দেখেছি কসরৎ করতে।
গুড ওল্ড ডেইজ!

সালমান শাহ'র আত্মার মাগফেরাত কামনা করি।

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩২

C/O D!pu... বলেছেন: আমিও কলমের উল্টো দিক দিয়ে ট্রাই করতাম...

১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৬

নগরের ধনেষ বলেছেন: অনেক আগে দেখেছিলাম।শেয়ার করার জন্য ধন্যবাদ।পোস্টে প্লাস।

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০৪

C/O D!pu... বলেছেন: আপনাকেও ধন্যবাদ...

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০৮

rudlefuz বলেছেন: চমৎকার একটা নাটক। আবছা ভাবে মনে আছে। অনেক আগে দেখেছিলাম। কাহিনী ভুলে গিয়েছিলাম। ছুরির দৃশ্যটা সবচে পরিষ্কার মনে আছে। লিঙ্কের জন্যে থ্যঙ্কস... :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩১

C/O D!pu... বলেছেন: ঐ অংশটুকু দেখছি সবার স্মৃতিতেই Crystal Clear...

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১৭

শর্মী বলেছেন: ডাউনলোড করলাম । অনেক ধন্যবাদ :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩২

C/O D!pu... বলেছেন: আপনাকেও ধন্যবাদ...

১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩৩

তামিম ইবনে আমান বলেছেন: সব কাহিনী তো বলেই দিছেন :(

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩০

C/O D!pu... বলেছেন: না, সবটুকুতো বলি নি, ৯৯% বলছি আর কি,,, ;) ;) ;)

১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৪২

লিংকন১১৫ বলেছেন: আমার পুরা কাহিনি মনে না থাকলেও পাঁচ আঙ্গুলের ফাকে ছুরি চালানোর কথা এখনো মনে আছে । কেননা আমি এটা করতে গিয়ে আঙ্গুল অনেক খানি কেটে ফেলেছিলাম , এখনো দাগ আছে

আপনাকে অনেক ধন্যবাদ

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৮

C/O D!pu... বলেছেন: ছোটবেলার সেই পাগলামীগুলোই বেশি ভালো ছিল...

১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২১

মিনাক্ষী বলেছেন: হালকা হালকা মনে ছিল, কাহিনি ভুলে গিয়েছিলাম। ছুরির কসরত টা কলম দিয়ে করতাম...

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫২

C/O D!pu... বলেছেন: ঐ অংশটুকু দেখছি সবার স্মৃতিতেই Crystal Clear...

১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২৮

তানিয়া হাসান খান বলেছেন: মহেশখালি যাবো, পোস্টে + +++্
প্রিয়তে......।

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৩

C/O D!pu... বলেছেন: এই মন্তব্যটিতো আমিই করেছিলাম... B:-)

১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৯

ফাটা শারট বলেছেন: লিংকন১১৫ বলেছেন: আমার পুরা কাহিনি মনে না থাকলেও পাঁচ আঙ্গুলের ফাকে ছুরি চালানোর কথা এখনো মনে আছে । কেননা আমি এটা করতে গিয়ে আঙ্গুল অনেক খানি কেটে ফেলেছিলাম

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৫

C/O D!pu... বলেছেন: আপনারও কি একই অভিজ্ঞতা?

১৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৮

লেখাজোকা শামীম বলেছেন: নাটকটি দেখেছিলাম। ভালো লাগার মতো কাহিনী এবং সালমানের অভিনয়। শমী কায়সারও অন্ধ চরিত্রে ভালো অভিনয় করেছিল।

পোস্টে ভালো লাগা। ধন্যবাদ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৭

C/O D!pu... বলেছেন: তখনকার শমী কায়সার এবং বিপাশা হায়াতের অভিনয় ভোলার মতো না...

২০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪০

ওবায়েদুল আকবর বলেছেন: আমি কিন্তু ছুরি নিয়ে খেলাটা সেইরাম খেলতাম। তবে খাপ লাগাইয়া কলম দিয়া। ;) ;)

নস্টালজিক কইরা দিলেন ব্রো। আপনি মানুষ ভালা না। X( X( X(

আমি কিন্তু আমার কাজিনরে নিয়া কিন্চিৎ টেনসিত ছিলাম। ও সালমান শাহর উপর ক্রাশ খাইছিল। সালমান শাহ মরার দুই বছর পরও আমি ঘুমানোর আগে বলতাম কসম কাইটা বল রাতে সুইসাইড করবানা। সুইসাইড করা মহাপাপ আর বেগানা পুরুষের জন্য করা তো আরো বড় পাপ। এইডি শুনলেই আমার উপর খেইপা যাইত।

০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪৭

C/O D!pu... বলেছেন: আমি কিন্তু আমার কাজিনরে নিয়া কিন্চিৎ টেনসিত ছিলাম। ও সালমান শাহর উপর ক্রাশ খাইছিল। সালমান শাহ মরার দুই বছর পরও আমি ঘুমানোর আগে বলতাম কসম কাইটা বল রাতে সুইসাইড করবানা। সুইসাইড করা মহাপাপ আর বেগানা পুরুষের জন্য করা তো আরো বড় পাপ। এইডি শুনলেই আমার উপর খেইপা যাইত।




এখনও বুঝাচ্ছেন তো?

২১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:০১

ওবায়েদুল আকবর বলেছেন: এখনও বুঝাচ্ছেন তো?

হ আমারে তো পাগলে পাইছে। দুই বছর ধইরা কইছি। এর পর কইলে তো আমার কথার চোটেই সুইসাইড করত। :| :| :|

বুইনডা আসলেই বলদ আছিল। খেপাইলে মনে করত ওরে না সুলেমান শা রে টিজ করতাছি। কাইন্দা দিত পুলাপানের মত। হের লিগা মাফ কইরা দিছিলাম। পুথথম প্রেম তো হের। বাইরাইলে ভেরভের কইরা বাইরাইত। আর এখন ইচ্ছা করলেও কইনা - যদি বিয়া ভাইঙ্গা যায়। ;) ;)

০৮ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:০৭

C/O D!pu... বলেছেন: দুই বছর ধইরা কইছি। এর পর কইলে তো আমার কথার চোটেই সুইসাইড করত।

:D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.