![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল মৃন্ময় যেন কেমন হয়ে গেছে। আসলে ও কেমন হয়ে গেছে যদি বলি তো ভুল বলাই হবে আমিও যেন কেমন হয়ে গেছি।দিন দিন আমদের মধ্যকার সম্পর্ক যেন নিঃশেষ হয়ে যাচ্ছে। বা নিঃশেষ
এমন টা যে হবে তা কোন দিন ভাবিনি।কিন্তু ঘটে যাচ্ছে আমাদের মধ্যে অনাকাংখিত ঘটনাগুলা।ভালবাসি যদি বলি ভুল বলা কি হবে না ?? হবে ভুলইতো অনেক ভুলের সমন্বয় ,একটা সময় ছিল কতই না প্রেম ছিল, আজ আর কেউ যেন কাউকে খুজে পাই না,খুজে নেয়ার চেষ্টা টা ও করি না, ভাবলেই কেমন যেন লাগে ,অসহায় !!! উফ!! কি যে অসহ্য যন্ত্রনা তা কি আর লিখে কাউ কে বলে শেষ করার মত !!! না
বড় বেশি একাকীত্ব দিনে দিনে যেন ভর করছে, এখন মাঝে মাঝে মনে হয় কেন যে !!! আচ্ছা ভালবাসলেই কি নুন্যতম যোগাযোগ রাখা টা কি অনেক জরুরি ??? আসলে না রাখলেই বা কি আর রাখলেই বা কি ? যদি সামান্য আবেগ টুকুই না থাকে ,
হায় রে প্রেম !!! হায় রে আবেগ !!! কিছুই না সবই এখন চোখের ধোঁকা লাগে
©somewhere in net ltd.