নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিতিপ্রিয়া

ভালবাসা এক মোহ, মায়া ছাড়া আর কিছু না...\nআসলে মায়া কাটানো টা খুবই কষ্টের...

দিতিপ্রিয়া › বিস্তারিত পোস্টঃ

কিছু নিজের কথা

১৫ ই জুন, ২০১৫ দুপুর ১:৩৯

আজ কিছু নিজের কথা লিখি
আমি খুব ছোট বেলা থেকেই অনেক অবহেলা নিয়ে বড় হইছি । ক্কখনই বলতে পারব না কোন আবদার করে।। বা ভাল্বেসেও কেউ কিছু দিয়েছে , নিজের বাবা মা ও না , মা অএক শাসন করত, এত তাই যে অনেক সময় তা মাত্রা লঙ্ঘন করত, সারা বছইরই সারা শরিরে মারের কালশিটে দাগ নিয়ে ঘুরতে হত, কখনও আশে পাশের প্রতিবেশি যারা ছিল , তারা আমাকে ডেকে নিয়ে মারের দাগ গুলো দেখত আর আহা রে ! টাইপ শব্দ উচ্চারন করত, আমার খুব কষ্ট লাগত, কিন্তু কাউকেই কিছু বলার ছিল না, তেমন কোন বন্ধু , বান্ধবী ও তাই কোন দিন গড়ে উঠেনি । যার জন্য পরালেখাতেও সমান অমনোযোগী ছিলাম। যার দরুন আর মার কপালে জুটত,
যাই হোক এর মদ্ধেই স্কুল জীবন আর ছোট্ট বেলা শেষ করে তখন আমি টিনেজার সবে মাত্র কলেজ এ ভর্তি হই, জীবনের কিছু নতুন দিক সামনে আসল, ছোট্ট একটা পরিসর থেকে নিজেকে অন্য যায়গাতে আবিস্কার করলাম, ভালই জাচ্ছিল দিন কাল, তখনি আমার জীবনে আসে প্রথম প্রেম, প্রেম কি ছিল নাকি ভাল লাগা.।।। ছেলেটি অন্য গোত্রের ছিল, আমাদের ধর্ম ভিন্ন, তারপর ও অনেক চারাই ঊত্রাই করে ২ বছরের মত রিলেশন টা টিকে ছিল। তারপর একদিন ছেলেটি পারি জমায় ভিন দেশে, এর কিছু দিনের মদ্ধেই আমার বিয়ে হয়ে যায় অন্য এক ছেলের সাথে,প্রথমে কোন ভাবেই মানতে পারতাম না , কত উল্টাপাল্টা কাজ যে করেছি তাঁর ইয়াত্তা নাই, তারপর সময়ই যেন সব মেনে নিতে শিখিয়ে দিল, ত্রারপর এক দিন আমার কোল জুরে আসল আমার এক মাত্র কন্যা, ওরে নিয়ে মটামুটি ভালই দিন কাটছিল, কিন্তু সনহসার জীবনে আমি আর সুখী হতে পারলাম না , সো আমি আর আমার মেয়ে।।এর মাঝে জীবন থেকে অনেক গুলা বছর পার হয়ে গেল , আবার এক সকালে ওই যে ভিন দেশে চলে যাওয়া পথিক ফিরল আমার জীবনে , আমি অ দুমনা করতে করতে জড়িয়ে পরলাম আবার নাম না জানা এক স্মপরকের দিকে, কিন্তু হায় যা হবার তাই তো হল, সে ছেলেটি এক সকালে বলে উঠল " আমার না বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি আর আমাকে বিরক্ত কর না " সকাল বেলা চোখ তখন ও আধ খোলা। প্রথমে বুজতেই পারি নি .। আসলে কি ঘটল, অনেক হতাশায় চলে গেলাম আমি , জীবনের উপর নিজের যেন কোন কন্ট্রোল নাই,
ঠিক সেই মুহূর্তে বন্ধু হয়ে হাত বাড়াল অন্য এক ছেলে, প্রথমে সাভাবিক বন্ধুত্তই ছিল , কিন্তু একটা সময় তা যেন ভালবাসায় রুপ নিল, আমি আবার এক নাম না জানা সম্পর্কে নিজে ভাসা লাম, .। এমনি এখন চলছে জীবন টা আমার , ঊদ্দেশ্য হিন ভাবে্‌্‌ কখনো মনে হয় ছেলেটি আমাকে অনেক ভালবাসে , আবার কখনো মনে হয় আমি তাঁর গলার কাটা, এমন করেই চলছে এই নামহিন সম্পর্ক,
আর আমার বিবাহিত জিবন তাঁর কথা আসলে কিছুই বলার নাই.। !!!
এমন যদি হত সব কিছু একটা দুঃস্বপ্ন .। ঘুম ভেঙ্গে দেখতাম আমি এমন একটা সংসারে আছি যেখানে আমার সব প্রিয় মানুষ গুলো আছে .। আমার মেয়ে টাকে জড়িয়ে ধরে আছি আমি !!!!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.