![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাই গোল হয়ে বসছে। মধ্যখানে একজন গালে হাত দিয়ে বসে আছে। দাঁতের যন্ত্রণা। একজন মহিলা মুখের ভেতর কত গুলা শিকড় বাকড় ঢুকিয়ে দিল। একটু পর পর টপ টপ করে পোকা পরতে লাগলো।
শুধু আমাদের গ্রাম বাংলা না অনেক শিক্ষিত স্মার্ট শহুরে লোকেরও একই বিশ্বাস, দাঁতে পোকা হয়। কমপক্ষে ৫০০০ বিসি আগে থেকেও এ ধারনা চলে আসছে। সুমেরিও সভ্যতায় প্রাপ্ত আইভরি স্কাল্পচারে দাঁতের পোকার ধারনা পাওয়া যায়
আসলে দাঁতের পোকা বলে কিছু নেই। কিছু এসিড তৈরিকারী ব্যাকটেরিয়া যেমন লেকটোব্যাসিলাস, ভিরিডানস গ্রুপের ব্যাকটেরিয়া ; দাঁতের ক্ষয়রোগের জন্য দায়ী। আপনারা সবাই জানেন, ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায়না।
দাঁত থেকে পোকা নিয়ে আসা ম্যাজিকের একটি কৌশল মাত্র। দাঁতের পোকা বলে কিছু নেই।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১
ডাঃ মারজান বলেছেন: ধন্যবাদ। আমার অন্য পোস্ট গুলো একটু দেকতে পারেন। প্রতিকার বা চিকিৎসা সম্পর্কে জানবেন।
২| ২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
তাল পাখা বলেছেন: আমার বাস্তব জীবনের এক ঘটনা বলছি। আমার বয়স তখন ১১/১২ বছর। আমার এক পড়শী মেয়ে তার দাঁতের পোকা খোলার জন্য আমার মাকে নিয়ে পাশের গ্রামের এক মহিলার কাছে যাবেন। আমিও সংগে গেলাম। মহিলা(কবিরাজ) বাড়ির পাশের জংগল থেকে তিন/চারটা গাছের শিকড় এনে আমার মায়ের হাতে দিলেন।মা শিকড়গুলো মেয়ের হা করা মুখের সামনে নাড়াচাড়া করার কয়েক সেকেন্ডের মধ্যেই লম্বা শ্বেত আকৃতির পোকা মাটিতে পড়তে লাগল। কিভাবে সম্ভব আমার মাথায় আসেনা।
২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১০
ডাঃ মারজান বলেছেন: আপনার বয়স তখন ছিল ১১/১২ বছর, একটা কথা মনে রাখবেন," আমরা দেখি কিন্তু পর্যবেক্ষণ করিনা" আপনি যদি এখন এই ঘটনার সম্মুখিন হতেন, পর্যবেক্ষণ করলে অবশ্যই দেকতে পেতেন গাছের শিকড়েই পোকা ছিল। আশাকরি বুঝতে পেরেছেন।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
সুমন কর বলেছেন: আরো একটু বিস্তারিত হলে পোস্টটি ভালো হতে। মানে, প্রতিকার কিংবা চিকিৎসার সম্পর্কে থাকলে ভালো হতো।