নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল প্রশংসা আল্লাহ্‌র। সব কিছুই আল্লাহর।

ডাঃ মারজান

একজন মানুষ

ডাঃ মারজান › বিস্তারিত পোস্টঃ

দাঁত ফেললে কি চোখের ক্ষতি হয়?

০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৫


দাঁত ফেললে কি চোখের ক্ষতি হয়? এ প্রশ্নটি প্রায় প্রতিদিনই শুনি। এটি একটি প্রচলিত ধারণা। যখন দাঁত ব্যাথা হয়, অনেক সময় ঐ পাশের চোখ,কান ও মাথার এক পাশ ব্যাথা করে ; ইনফেকশন থাকলে চোখের নিচ ফোলে যায়। তাই অনেকে মনে করেন দাঁতের সাথে চোখের গভীর সম্পর্ক রয়েছে, দাঁত ফেললে চোখের ক্ষতি হয়। আসলে দাঁত ফেললে চোখের ক্ষতি হয়না।এটি একটি ভুল ধারণা।


তবে আমাদের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ একে অপরের সাথে সম্পর্ক যুক্ত। তাই সহজ ভাবে বলি, সঠিক নিয়মে জীবাণু মুক্ত যন্ত্রপাতি দিয়ে দাঁত ফেললে শুধু চোখ কেন আপনার কোনও অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি হবেনা। চিকিৎসার পূর্বে অবশ্যই আপনার ডাক্তার সম্পর্কে জানুন। ওনার BDS ডিগ্রি আছে কিনা অথবা ডাক্তার সাহেব BMDC registered কিনা। http://bmdc.org.bd/doctors-info/ যাচাই করেনিন।
হাতুড়ে ডাক্তারের স্পর্শ পাওয়া অনেক রোগী আসেন। একজন এসে বলছেন, একজায়গায় দাঁত ফেলেছিলাম,তার পর থেকে ডান চোখে কিছু দেকতে পাচ্ছিনা। এর কারণ হচ্ছে, অনাকে ইঞ্জেকশান পুশ করা হয়েছে রক্তনালিতে যা চোখে গিয়ে পৌঁছেছে। উনাকে একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে পাঠানো ছাড়া আর কিছু করার ছিলনা।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫১

সামছুল ইসলাম মালয়েশিয়া বলেছেন: আপনার পোষ্ট পড়লাম। লেখার স্টাইলটা বেশ চমৎকার। শুনেছিলাম সহজ কথা যায় না বলা সহজে। কিন্তু আপনি সহজ কথা বলতে পারেন সহজে, বেশ সাবলীলভাবে গুছিয়ে। আশা করি আরো লিখেবন, ধন্যবাদ ও শুভকামনা.. তাক্বাব্বালল্লাহুম্মা মিন্না সালেহা আ'মালিনা।

২| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৯

ডাঃ মারজান বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। আপনারা সাথে থাকলে চালিয়ে যেতে পারব।ভালো থাকবেন।

৩| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২১

খোরশেদ আলম সৈকত বলেছেন: এতোদিন ভুল জানতাম। সঠিকটা জেনে ভাল লাগল। আচ্ছা, BDS এবং Bsc in dental এর ভিতর difference টা কি??

৪| ১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৪

ডাঃ মারজান বলেছেন: BDS- Bachelor of Dental Surgery. এটি হচ্ছে ডেন্টাল সার্জনদের ডিগ্রি, যা পৃথিবীর সব জায়গায় গৃহীত। BDS ডিগ্রি ছাড়া কেউ দাঁতের ডাক্তার নয়। এই ডিগ্রি ছাড়া দাঁতের চিকিৎসা দেওয়া আইনত দণ্ডনীয়।

Bsc in dental, Diploma in Dental technology(DDT)- এ গুলি হচ্ছে টেকনিশিয়ানের ডিগ্রি, যারা ডেন্টাল সার্জনদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে, কিন্তু রোগীর মুখে হাত দিতে পারবেনা। কিন্তু আমাদের দেশে মানুষের অজ্ঞতা এবং আইনের ফাঁক গলে এরা নামের পাশে ডাক্তার লিখে রোগীর চিকিৎসার নামে অপচিকিৎসা দিচ্ছে, মানুষের ক্ষতি করছে।
সত্যিই দাতেঁর ডাক্তার?

৫| ১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

মাহমুদা আক্তার সুমা বলেছেন: দারুন একটা জিনিষ জানলাম। সত্যিই কি সাংঘাতিক ব্যাপার। এখন থেকে সাবধান হওয়া যাবে।ধন্যবাদ।

১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

ডাঃ মারজান বলেছেন: ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

তাল পাখা বলেছেন: মাঝে মাঝে মনে হয়, ভুলশয্যায় শুয়ে আছি।উপকারী পোস্ট। আরো পাওয়ার আশা রইল।

২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

ডাঃ মারজান বলেছেন: ধন্যবাদ।ইনশা-আল্লাহ চেষ্টা করবো। অনেক অনেক শুভেচছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.