![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারিয়ে যাওয়া মানুষকে আমরা মনে রাখিনা। হিলারি- তেনজিং কে আমরা মনে রেখেছি প্রথম এভারেস্ট বিজয়ী হিসেবে। কিন্তু জর্জ ম্যালরি বা স্যান্ডি অরভিনকে আমরা মনে রাখিনি।
জর্জ ম্যালরি ছিলেন তার সময়ের সম্ভবত শ্রেষ্ঠ পর্বতারোহী। এভারেস্ট অভিমুখে প্রথম অভিযান হয় ১৯২১ সালে। এটি সামিট অভিযান ছিলনা। সম্ভাব্য পথ বের করাই ছিল এর লক্ষ্য। এ অভিযানের অন্যতম সদস্য ছিলেন ম্যালরি। ১৯২২ সালে এভারেস্ট জয়ের লক্ষে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ম্যালরি ২৭০০০ ফুট উঠার পর বৈরী আবহাওয়ার কারণে অভিযান বন্ধ রাখতে বাধ্য হন।
একবার ম্যালরিকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কেন এভারেস্ট বিজয়ি হতে চান? তার সেই বিখ্যাত উত্তর," কারণ এটি ঐখানেই"( Because its there).
১৯২৪ সালের অভিযানটি ছিল তার জীবনের শেষ অভিযান। ম্যালরি তার প্রিয়তমাকে কথা দিয়ে ছিলেন প্রিয়তমার ফোটোটি এভারেস্টের চুড়োয় রাখবেন।
ঐ অভিজানে অনেকের সাথে স্যান্ডি অরভিনও ছিলেন। এটি ছিল তার প্রথম অভিযান। ২২ বছরের তরুন অরভিনকে বন্ধুরা আদর করে 'ষাঁড়' ডাকতেন। এই তরুন অরভিন ছিলেন ম্যালরির শেষ জাত্রার শেষ সঙ্গী।
জর্জ ম্যালরি
এ জাত্রায় ম্যালরি ও তার সঙ্গীরা ২৮০০০ ফুট উঠেন। আর মাত্র এক হাজার ফুট বাকি। কিন্তু তার ভাগ্যে শিকে ছিঁড়লনা। প্রতিকূল আবহাওার কারণে কাম্প-৪ নেমে আস্তে বাধ্য হন। অদম্য ম্যালরি শেষ একটা চেষ্টা করবেনই। তার সঙ্গী হলেন সেই অরভিন।
৮ই জুন ১৯২৪ ম্যালরি ও অরভিন সামিট জয়ে যাত্রা শুরু করলেন।
দুপুর কাম্প-৪
অভিযাত্রী দলের একজন সদস্য নয়েল ওডেল ক্যাম্প থেকে বেড়িয়ে ম্যালরি ও অরভিনকে খুজে বের করার চেষ্টা করেন। তিনি দেখতে পান অনেক উচুতে দুটি ছোট্ট বিন্দু নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এগিয়ে চলেছে। এটি ছিল শেষ খাড়া ধাপ তার পরেই সামিট। ম্যালরি ও অরভিন শেষ ধাপটি শুরু করে দিয়েছেন। দুশ্চিন্তায় কপাল কুচকে উটলো ওডেলের, সামিট পর্যন্ত যেতে যেতে রাত হয়ে যাবে। ওডেল ক্যাম্প -৬ উঠে আসলেন এই আসায় ম্যালরি ও অরভিনকে দেখতে পাবেন, হয়ত তারা ফেরত আসবেন। ম্যালরি ও অরভিনকে আর খুঁজে পাওয়া যায়নি।
এখানেই সব রহস্যের শুরু। অনেক গবেষক মনে করেন তারা এভারেস্ট জয় করে নেমে আসার পথে দুর্ঘটনায় প্রাণ হারান। আবার অনেকে মনে করেন তারা খুব কাছে চলে গিয়েছিলেন কিন্তু জয় করতে পারেননি।
১৯৯৯ সালে একদল অভিযাত্রী ম্যালরি ও অরভিনের দেহাবশেষের খুঁজে বের হন। তারা ম্যালরিকে খুঁজে পান তৃতীয় ধাপ হতে ২৫০ গজ নিচে।(তার পকেটে ছিল জর্জ ম্যালরি লেখা ব্যান্ড) উপুড় হয়ে পড়ে আছেন। তার কপালে ছিল গলফ বল সাইজের গর্ত, পাজরের কয়েকটা হাড় ভাঙ্গা, ক্লাইম্বিং রশিটি তখনও ছিল তার গায়ে পেঁচানো। ডান পা সম্পূর্ণ ভাঙ্গা। হারিয়ে যাওয়া টগবগে তরুণ অরভিনকে আর খুঁজে পাওয়া যায়নি।
যে বিষয়টি লক্ষণীয়,
১। ম্যালরির প্রিয়তমার ছবি যা তার পকেটে সবসময় থাকত। তিনি তার প্রিয়তমাকে কথা দিয়ে ছিলেন ছবিটি এভারেস্ট এর চুড়োয় রাখবেন। সেই ছবিটি তার পকেটে পাওয়া যায়নি।
২। তার কোডাক ভেস্ট ক্যামেরা সেটি খুঁজে পাওয়া যায়নি।
স্যান্ডি অরভিন
অরভিনের খুঁজে ২০১৩ সালে সর্বশেষ অভিযানটি পরিচালনা করা হয়। তাকে পাওয়া যায়নি। অরভিনের ক্যামেরাটি খুঁজে পেলে হয়ত অনেক প্রশ্নের সমাধান হতো।
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১২
ডাঃ মারজান বলেছেন: ধন্যবাদ সাহসী ভাই। সাথে থাকবেন আর সাহস দিবেন।
২| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৯
থিওরি বলেছেন: হতে পারে তারাই প্রথম এভারেস্ট জয়ী!
পরবর্তী পোস্টবর অপেক্ষায় ,ধন্যবাদ।
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৪
ডাঃ মারজান বলেছেন: আমারও বিশ্বাস করতে ইচ্ছে করে তারাই প্রথম জয়ী। ধন্যবাদ।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলেই প্রচন্ড দু:সাহসী অভিযাত্রী তারা!
অজেয়কে জয় করার সুতীব্র নেশা তাদের অমর করে রেখেছে।
তবে কিছু রহস্য যেমন রহস্যই থেকে যায়- সেই তালিকায় তারাও যুক্ত হলেন!
মনে করিয়ে দেওয়ায় এভং অনেক অজানা জানানোয় ধন্যবাদ ও কৃতজ্ঞতা। +++++++
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৭
ডাঃ মারজান বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলেই প্রচন্ড দু:সাহসী অভিযাত্রী তারা!
অজেয়কে জয় করার সুতীব্র নেশা তাদের অমর করে রেখেছে।
তবে কিছু রহস্য যেমন রহস্যই থেকে যায়- সেই তালিকায় তারাও যুক্ত হলেন!
চমৎকার বলেছেন ভায়া! +++++++ ধন্যবাদ
৪| ০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লাগলো। +
১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২২
ডাঃ মারজান বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৫| ০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
আমি ময়ূরাক্ষী বলেছেন: এই অদ্ভুত অপূর্ব সুন্দর পোস্টটি আমার প্রিয়তে রেখে দিলাম ভাই। হারিয়ে যাওয়া মানুষেরা ভালো থাকুক যেখানে রয়েছেন তারা।
১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৬
ডাঃ মারজান বলেছেন: আপু আপনার চমৎকার কমেন্টটি একদম বাধাই করে রেখে দিলুম আমার অদৃশ্য ডাইরিতে। ভালো থাকুক হারিয়ে যাওয়া মানুষেরা।
৬| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৮
প্রামানিক বলেছেন: সুন্দর পোস্ট! অনেক অজানা তথ্য জানা হলো। ভাল লাগলো। ধন্যবাদ
১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০১
ডাঃ মারজান বলেছেন: ভাই আপনাকেও ধন্যবাদ। সাথে থাকুন, অনেক অনেক শুভেচছা।
৭| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪১
রোদেলা বলেছেন: ডাক্তার সাহেবের চেম্বারে ঢুইক্যা ইতিহাস পাইলাম।মন্দ না।
৮| ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০২
ডাঃ মারজান বলেছেন: কি আর করাম! ভুল কইরা ডাক্তার হইয়া পরছি। তা ইতিহাস আরও একখান আইতাছে, লগে থাইকেন।
৯| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ২:১৫
অগ্নিপাখি বলেছেন: ভালো লাগলো সিরিজটি।
১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৬
ডাঃ মারজান বলেছেন: ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা।
১০| ১৬ ই অক্টোবর, ২০১৫ রাত ২:২০
গেম চেঞ্জার বলেছেন: প্লাস। পরের পর্বটি আগেই পড়া হয়ে গেছে।
১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৯
ডাঃ মারজান বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকুন। এর পরের পর্বটি মনে হচ্ছে একটু দেরি হবে। থিসিসের কাজে মাথা নষ্ট। শুভেচ্ছা রইল।
১১| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার পোস্ট, গুড শেয়ার। +++ উইথ লাইক
০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫০
ডাঃ মারজান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
১২| ০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০২
মনিরা সুলতানা বলেছেন: প্রিয়তমার ছবি তাহলে রাখতে পেরেছিলেন .
শুভ কামনা
০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪
ডাঃ মারজান বলেছেন: ঐ ছবিটি খুঁজে পাওয়া যায়নি। তবে এটি তার পকেটেও ছিলনা। যদি অরভিনের ক্যামেরাটি খুঁজে পাওয়া যেত, তাহলে অনেক প্রস্নের উত্তর হয়ত পাওয়া যেত।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৪
সাহসী সন্তান বলেছেন: খুব সুন্দর পোস্ট! অনেক অজানা তথ্য জানতে পারলাম। খুব ভাল লাগলো!
পোস্টে ভাল লাগা রেখে গেলাম ভাই!