![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বালিকা, ঐ নরম-কোমল হাতটা মেহেদী রঙে রাঙিও না আর,
কারণটা তুমি তো জানো,
তোমার ঐ মেহেদী রাঙ্গা হাত দেখে আমি আমার দৃষ্টি সরাতে পারি না।
কিন্তু তুমি এটা জানো না,
তোমার মেহেদী রাঙ্গানো হাত দেখে, আমার ইচ্ছে করে আলতো করে চুমু দিতে, তোমার ঐ মেহেদী রাঙ্গা হাতে
©somewhere in net ltd.