| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুরণ্ত সাহস
আমার রাজনৈতিক পরিচয় খুঁজতে যেয়না। নিজেরটাই হারিয়ে ফেলবে।
-হ্যালো
-হ্যালো বাবা শুনতে পাচ্ছেন?
-হ্যা বাবা বল। কি সব বলছে টিভি তে কি হয়েছে তোদের ওখানে?
-মমম... বাবা খুব বড় বিপদে আছি দোয়া করবেন। বে্ঁচে থাকলে হয়ত দেখা হবে, আর কখনও যোদি দেখা না হয় ক্ষমা করে দিয়েন। আম্মা কে সালাম দিয়েন আর বলিয়েন ক্ষমা করে দিতে।
-হ্যালো.... হ্যালো...
নিরবতা.... তারপর অসাড়তা...কি বলে ছেলে? সোনার টুকরো ছেলের চেহারা চোখে ভেসে উঠল...তারপর ঝাপসা হয়ে গেল ধীরে ধীরে...
সেই বাবার সাথে তার ছেলের আর দেখা হয়নি কখনও।
ইন্টারভিউ টি দেখেছিলাম ২০০৯ সালের ফেব্রুয়ারিতে। পিলখানায় তৎকালিন বিডিআর এ কর্মরত এক আর্মি অফিসারের বাবা এভাবেই বর্ণনা করছিলেন ছেলের সাথে তার শেষ টেলিফোনালাপ। চোখে জ্বল নিয়ে, মনে ক্ষোভ নিয়ে শুনছিলাম আর দেখছিলাম।
২৫শে ফেব্রুয়ারি ২০০৯ সালে পিলখানায় যারা শহিদ হয়েছেন তারা কি জানেন? আমরা আমাদের গলায় দড়ি বে্ঁধে দড়ির অন্যপ্রান্ত মিডিয়ের হাতে ধরিয়ে দিয়েছি। আর মিডিয়ার এখন মুড নেই পিলখানা নিয়ে কথা বলার। অথবা এখানে আপাতত ব্যাবসা নেই। একদিন হবে। যখন মিডিয়াতে হায়দার হোসাইন এর চেহারা ভেষে উঠবে," ... বুকের ব্যাথা বুকে জমায়ে নিজেকে দিয়েছি ধিক্কার..." অফিসার দের গলিত লাশ যখন বার বার দেখা যাবে টিভি স্ক্রিনে, তখন আমরা পন্গপালের দল হয়ত আবারও জড় হবে কোনও এক শাহবাগ এ তোমাদের মৃত্যুর বিচার দাবি করতে অথবা অন্য কোনও ভাবে... সেদিনের অপেক্ষায় থাকলাম।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮
দুরণ্ত সাহস বলেছেন: তাই?
২|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯
s r jony বলেছেন: সজিব তৌহিদ বলেছেন: সত্যিই বিডিআর বিদ্রোহ টা অনেক দু:খজনক ছিল
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮
দুরণ্ত সাহস বলেছেন: তাই?
৩|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২
পরের তরে বলেছেন: ভাই মিডিয়ার সময় কোথায়??? বৃষ্টিটা যেদিকে পড়ে ছাতাটা সেদিকেই ধরতে হয় তাদের। আসলেই বাংলাদেশের খারাপ ইতিহাস গুলোর মধ্যে বিডিয়ার বিদ্রোহ একটি। আল্লাহ তায়ালা আত্বীয় স্বজন পরিবারগুলোকে এই ব্যাথা সইবার তৌফিক দান করুক।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯
দুরণ্ত সাহস বলেছেন: ভাই ওরাই বৃষ্টির সৃষ্ঠি করে।
৪|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩
পরের তরে বলেছেন: ভাই মিডিয়ার সময় কোথায়??? বৃষ্টিটা যেদিকে পড়ে ছাতাটা সেদিকেই ধরতে হয় তাদের। আসলেই বাংলাদেশের খারাপ ইতিহাস গুলোর মধ্যে বিডিয়ার বিদ্রোহ একটি। আল্লাহ তায়ালা আত্বীয় স্বজন হারা পরিবারগুলোকে এই ব্যাথা সইবার তৌফিক দান করুক।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯
দুরণ্ত সাহস বলেছেন: ভাই ওরাই বৃষ্টির সৃষ্ঠি করে।
৫|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২
আহলান বলেছেন: এর রহস্য কিন্তু অজানাই রয়ে গেছে ....
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮
দুরণ্ত সাহস বলেছেন: আমরা জানতে চাইনি তাই।
৬|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মনে পড়লে এখনও খুব খারাপ লাগে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯
দুরণ্ত সাহস বলেছেন: আমাদেরও আসলে খারাপ লাগে। ভেবে ভাল লাগে
৭|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫
নিজাম বলেছেন: ভাই বিডিআর বিদ্রোহ একটি দুঃখজনক ঘটনা। সেনা কর্মকর্তাদের হত্যা করা গর্হিত কাজ। অপরদিকে নিরপরাধ হাজার হাজার বিডিআর সেনা নির্যাতন, হত্যা, চাকরী থেকে বরখাস্ত করা, বেতন-ভাতা বন্ধ করা এবং পদাবনতি আরও নির্মম। কর্মকর্তা ও সৈনিক উভয়ই আমাদের ভাই। নিহত কর্মকর্তাদের পরিবার ক্ষতিপূরণ পেয়েছে, পাচেছ এবং পাবে। কিন্তু নিরীহ সৈনিক নির্যাতনের কী হবে?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
দুরণ্ত সাহস বলেছেন: আপনার টা আপনি বলেছেন আমার টা আমি। এদেশ এ বোধহয় আমাদের বলে কিছু থাকল না।
৮|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬
সাদা রং- বলেছেন: এটার সঠিক রহস্য মনে হয় এ জাতি কখনো জানতে পারবেনা।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯
দুরণ্ত সাহস বলেছেন: ইংরেজি তে একটা কথা আছে, যা বাংলায় করলে দাড়ায় "প্রত্যেক কুত্তারই দিন আসে"
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬
সজিব তৌহিদ বলেছেন: সত্যিই বিডিআর বিদ্রোহ টা অনেক দু:খজনক ছিল।