নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় সংবাদ ও চলিচ্চত্রকর্মী।

শ খি আ ঈয়ন

আজাইরা প্যাঁচাল মগ্ন শব্দচাষী

শ খি আ ঈয়ন › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক-ইউিটউব ব্যবহারে লাগবে লাইসেন্স!

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪১


ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ‘কনটেন্ট’ (প্রকাশনা) নিয়ন্ত্রণে সক্ষমতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। ইতিমধ্যে প্রয়োজনীয় প্রযুক্তি স্থাপন করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়নি। বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বৃহস্পতিবার বেনারকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে আরো একটু সময় লাগবে। কারণ এর সাথে কিছু জনসচেতনতামূলক কার্যক্রমও জড়িত।”

“সচেতনতা তৈরির কাজটি আমরা অবিলম্বেই শুরু করতে যাচ্ছি। তবে তা বাস্তবায়ন করতে একটু সময় লাগবে। আসলে আমরা এখানে যে পদ্ধতিতে কাজটা করতে চাচ্ছি তাতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একটা ‘লাইসেন্স’ (অনুমতিপত্র) করতে হবে,” যোগ করেন মন্ত্রী।

একটা ‘সফটওয়্যার ডাউনলোড’ করে খুব সহজে লাইসেন্সটি করা যাবে জানিয়ে মোস্তাফা জব্বারও বলেন, “আমাদের দেশের লোকজনের স্বতঃস্ফূর্তভাবে ভালো কাজ করার ইচ্ছে সহজে হয় না। যে কারণে এই ‘লাইসেন্স’ করাতে হয়তো আমাদের একটু কষ্ট করতে হবে।”

মন্ত্রী আরও বলেন, “যন্ত্রপাতি বসানো যেহেতু হয়ে গেছে, বাকি কাজও সহসাই হয়ে যাবে বলে আশা করছি।”

বিস্তারিত পড়ুন - বেনারনিউজে।

[ছবিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিভিন্ন উদ্ভাবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয়ের সাথে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।]

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৯

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, পাবলিকের পকেট কাটার পরিকল্পনায় আমরা সব সময় সিদ্ধহস্ত

২| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: লাইসেন্সের নামে মানুষের মুখে তালা লাগানোর আর একটা ব্যর্থ চেষ্টা।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: আরও কত কত নিয়ম করবে!

৪| ৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০২

নাহার জেনি বলেছেন: যত্তসব আজাইরা নিয়ম করা নিয়ে ব্যস্ত এরা..

৫| ৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

আহমেদ জী এস বলেছেন: শ খি আ ঈয়ন,




যে যে ভাবেই নিক না কেন, অপসংস্কৃতি আর গুজব ছড়ানো বন্ধ করতে, একটা অস্থির প্রজন্মের বলগাহীন ছুটে চলাকে টেনে ধরতে এটি একটি ভালো উদ্যোগ নিঃসন্দেহে। মানতে চাইবেন না তারা-ই যারা মন মানসিকতায় এখনও শুদ্ধ হয়ে ওঠেননি, ওসবের খালো দিকটি বাদ দিয়ে অপব্যবহার করতেই চাইবেন শুধু।

৬| ৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

আহমেদ জী এস বলেছেন: শ খি আ ঈয়ন,




টাইপো হয়েছে - খালো < ভালো

৭| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ননসেন্সদের নির্বাহী আদেশে একবার দেশে ভিসিপির লাইসেন্স করতে
বাধ্য হয়েছিলাম। ভিডিও ক্যাসেট প্লেয়ারের লাইম্সেস করার কি যুক্তিকতা ছিলো?
ভয়ে ছিলাম এসি এবং ফ্রিজেরও লাইসেন্স যেন কখন করতে হয়। গুঞ্জন হচ্ছে
ফেসবুক আর ইউটিবের লাইসেন্স !! আবার ভয় শুরু হলো " লেখার উপকরণ"
কলমের লাইসেন্স যেন কবে শুরু হয়।

৮| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৮

দ্যা প্রেসিডেন্ট বলেছেন: আমাদের অগ্রগতি হয়েছে এটা আপনাকে স্বীকার করতেই হবে। কৃতজ্ঞতা আদায় করা উচিত যে আমরা চীনের মত ফেসবুক থেকে তোমাদের দূরে রাখিনি৷


জব্বার আলী একজন সৎ, পরিশ্রমী, আক্লাকওয়ালা ও মেধাবী মন্ত্রী। আপনাকে বুঝতে হবে এমন অকর্মা দেশে চল্লিশ কিলোমিটার হেটে শিক্ষার্জন করা ব্যক্তিত্ব হচ্ছে আমাদের জব্বার আলী৷আমি রাষ্ট্রীয় ক্ষমতাবলে তাঁর উত্তরোত্তর কামীয়াবী কামনা করি। ইমো, ওয়াপ সহ সকল প্রকাশ দামী কমদামী মোবাইল করার ক্ষেত্রেও আমি তাঁকে লাইসেন্স পক্রিয়া চালু করার জন্য অনুরোধ জানাবো ভাবছি।


৯| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৯

যবক্ষারজান বলেছেন: উনি উড়িয়ে দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.