নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর সবচাইতে নির্মম সত্য,এবং একই সাথে সবচেয়ে সস্তা বাস্তবতা উপরওয়ালা যা করে,তা মানুষের ভালোর জন্যেই করে

এডওয়ার্ড মায়া

অসহ্য জীবনের ব্যথা

এডওয়ার্ড মায়া › বিস্তারিত পোস্টঃ

নীরজা

২২ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৯



নীরজা ভনোট

১৯৮৬ সালে প্যান এম ফ্লাইট ৭৩ বিমানটি ছিনতাই হওয়া বিমানের যাত্রীদের বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের হাতে খুন হন।

মোট ৩৬০জন যাত্রী নিয়ে মুম্বই থেকে করাচি, ফ্র্যাঙ্কফুর্ট হয়ে নিউ ইয়র্ক যাওয়ার কথা ছিল বিমানটির। করাচির জিন্নাহ আর্ন্তজাতিক বিমানবন্দরের টারম্যাকে দাঁড়িয়ে থাকার সময় নিরাপত্তারক্ষীদের ছদ্মবেশে এসে বিমানটি হাইজ্যাক করে ৪ জঙ্গি।
তাদের উদ্দেশ্য ছিল, বিমানটি সাইপ্রাসে উড়িয়ে নিয়ে যাবে, আর সেখানে যাত্রীদের জিম্মি করে নিজেদের দলীয় কিছু সন্ত্রাসীকে জেল থেকে মুক্ত করাবে। নিরাপত্তাকর্মীর ছদ্মবেশে চার জঙ্গি করাচি থেকে বিমানে ওঠে। লিবিয়ার একটি জঙ্গি সংগঠনের ওই ৪ জঙ্গির মূল উদ্দেশ্যই ছিল আমেরিকার নাগরিকদের হত্যা করা।

জঙ্গি রা বিমানের দখল নেওয়ার পর যাত্রীদের উপর গুলি চালাতে শুরু করে। একই সঙ্গে বিমানটি উড়িয়ে দেওযার জন্য বেশ কিছু বিস্ফোরক বেঁধে দেয় জঙ্গিরা। জঙ্গিদের হাত থেকে যাত্রীদের রক্ষা করতে বিমানের ইমারজেন্সি দরজা খুলে যাত্রীদের বার করে দিতে শুরু করেন নিরজা। নিজের প্রাণ বাঁচাতে সবার প্রথমে বেরিয়ে আসতে পারতেন নিরজা। যদিও, ওই সাহসিনী তা করেননি।এর ফলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে ।জঙ্গিরা নিরজাকে চুল ধরে টেনে নিয়ে তার মাথায় গুলি করে জঙ্গিদের প্রধান। শেষ পর্যন্ত জঙ্গিদের গুলিবৃষ্টির থেকে ৩টি শিশুকেআড়াল করতে গিয়ে নিজের প্রাণ দেন নিরজা।

১৯৬৩ সালে ভারতের চন্ডীগড়ে জন্ম নিরজা ভানোটের। সেখান থেকেই মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে পরিবারের সঙ্গে মুম্বাইয়ে চলে আসেন তিনি। মুম্বাইয়ের সেইন্ট জেভিয়ার্স থেকেই গ্র্যাজুয়েশন করেন।
১৯৮৫ সালে মাত্র ২২ বছর বয়সে মা-বাবার পছন্দের পাত্রের সঙ্গে বিয়ে করে মধ্যপ্রাচ্যে চলে যান নিরজা। কিন্তু বিয়ের পর থেকে ক্রমাগত পণের জন্য চাপ দেয়ায় এক সময় স্বামীকে ছেড়ে দেশে ফিরে আসেন নিরজা। এরপর পত্রিকায় বিজ্ঞাপন দেখে 'প্যান অ্যাম' সংস্থায় এয়ার হোস্টেস বা বিমানবালা হওয়ার জন্য আবেদন করেন। তারপর তার চাকরী টি হয়ে যায় ।

নীরজা ভনোট জীবনী নিয়ে বলিউডে একটি মুভি তৈরি হয়েছে যার নাম "নীরজা"



নীরজা মুভিতে অভিনয় করেছেন -সোনম কাপুর, শাবানা আজমি, শেখর রাভজিয়ানি ।

মুভির ট্রেলার


মুভিটি রিলিজ হয়েছে ১৯ ফেব্রুয়ারি ২০১৬।অনলাইনে খোঁজা খুজি করলেই মুভিটি দেখা যাবে।

তথ্য সংগ্রহ -উইকিপিডিয়া,অনলাইন পত্রিকা ।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: মনটা কেমন যেন হয়ে গেলো! জীবন কেনো এতো আতংক বহন করে?

২২ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৬

এডওয়ার্ড মায়া বলেছেন: ভয় কে জয় করুন ।
শুভ কামনা আপু।

২| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৭

আহমেদ জী এস বলেছেন: এডওয়ার্ড মায়া,



গত পরশু দেখতে গিয়েও দেখা হয়নি ।

২২ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০০

এডওয়ার্ড মায়া বলেছেন: জিএস দা -নীরজা মুভিটা ফ্রী থাকলে দেখে নিতে পারেন ।

গতকাল রিকিপু পোষ্ট থেকে প্রাক্তন মুভির রিভিউ পড়ে -মুভিটা দেখার ইচ্ছে ছিল কিন্তু খুঁজে পাইনি ।খুঁজতে খুজতে পেলাম অন্য আরেকটা মুভি ।আমার খুব ভাল লেগেছে।ইচ্ছে ছিল মুভিটা নিয়ে রিভিউ লিখব কিন্তু লিখতে বসে শুরু করতে পারলাম না।তাই নীরজা নিয়েই লিখ্লাম।৪/৫ মাসে দেখা হয়েছিল ।
আমি জানি না আপনি কোন টাইপের মুভি দেখতে পছন্দ করেন।আপনি এই মুভিটা দেখতে পারেন -যদি দাদাদের মুভি দেখতে ভাল লাগে।কৌশিক গাংগুলির গল্প ।
মুভিটার রিভিউ চেষ্টা করেও লিখতে পারলাম না।



মাঝে মাঝে বিব্রতকর বিজ্ঞাপন আপনাকে বিরক্ত করবে -স্কিপ করে যাবেন ।

৩| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৪

চাঁদগাজী বলেছেন:



পশুদের হাত থেকে মানুসকে বাঁছাতে গিয়ে প্রাণ হারায়েছেন এই নারী।

২৩ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৪

এডওয়ার্ড মায়া বলেছেন: জী চাদগাজী ভাই ঠিক বলেছেন :)
ধন্যবাদ

৪| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৫

অগ্নি সারথি বলেছেন: নীরজা ভনোটের অদম্য সাহসিকতায় স্যালুট। চেষ্টা করব মুভিটা দেখবার। ধন্যবাদ আপনাকে।

২৩ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৭

এডওয়ার্ড মায়া বলেছেন: অনেকদিন পর অগ্নি দা :)
ফেসবুকের প্রিয়মানুষদের দু/এক দিন এক্টিভিটি না দেখলে মনে হয় অনেকদিন দেখি না :)
ভাল আছেন নিশ্চয় ।

৫| ২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪০

প্রামানিক বলেছেন: নীরজা ভনোটের অদম্য সাহসিকতার তুলনা নাই।

২৩ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৯

এডওয়ার্ড মায়া বলেছেন: নীরজা র সাহসিকতা জাতির জন্য উদাহরণ ।
ধন্যবাদ প্রামানিক দা

৬| ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৫

অগ্নি সারথি বলেছেন: ভাল আছি ভাই। কাজের ব্যাস্ততা আর ইদানিং বেশ পড়াশোনা শুরু করেছি। নিয়মিত হবার চেষ্টা করব এখন থেকে।

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৮

এডওয়ার্ড মায়া বলেছেন: আমিও মাঝে মাঝে এসে প্রিয় ব্লগারদের ব্লগ বাড়ি ঘুরে যাই :) সময় করে নতুন লেখা নিয়ে আসেন ।পড়তে চাই ।
শুভ কামনা অগ্নি দা ।
ভাল থাকবেন ।

৭| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৯

মাদিহা মৌ বলেছেন: নীরজা ভানোটের ছবিটা দেখেই মনে হল, কেমন বাঙ্গালী বাঙ্গালী নিষ্পাপ চেহারা … খুব খারাপ লাগছে …

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫২

এডওয়ার্ড মায়া বলেছেন: পাঠে এবং মন্তব্যে আন্তরিক ধন্যবাদ জানবেন ।
ভাল ত্থাকা হোক সর্বদা ।

৮| ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩১

গোফরান চ.বি বলেছেন: ভালো লাগল

৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪২

এডওয়ার্ড মায়া বলেছেন: ধন্যবাদ ভাইডি

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: নীরজা ভনোট পরপারে আপনি ভালোথাকুন।

সুন্দর পোস্টটির জন্য এডওয়ার্ড মায়া ভাই আপনাকে ধন্যবাদ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৪

এডওয়ার্ড মায়া বলেছেন: ভাইয়া আপনাকেও ধন্যবাদ ।
ভাল থাকুন,সুস্থ থাকুন :)

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৫১

লিট্রিমিসটিক বলেছেন: ধন্যবাদ। দেখে নিব আশা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.