নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর সবচাইতে নির্মম সত্য,এবং একই সাথে সবচেয়ে সস্তা বাস্তবতা উপরওয়ালা যা করে,তা মানুষের ভালোর জন্যেই করে

এডওয়ার্ড মায়া

অসহ্য জীবনের ব্যথা

এডওয়ার্ড মায়া › বিস্তারিত পোস্টঃ

পানাম নগর

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৯

১৫ শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনাগাঁওয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি থানকাপড়, দেশ থেকে যেতো মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়তো পালতোলা নৌকা। প্রায় ঐসময়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানীর বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্যরীতিতে গড়ে উঠে পানাম নগরী। পরবর্তিতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য।
মূলত পানাম ছিলো হিন্দু ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিলো ঢাকা-কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগর ।
১৯৬৫ খ্রিস্টাব্দের ভারত-পাকিস্তান সাম্প্রদায়িক দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই বসতি স্বাভাবিকভাবেই ছিলো লুটেরাদের লক্ষ্যবস্তু। ঐ সময় লুটেরারা দরজা-জানালা পর্যন্ত লুটে নিয়ে যায়। যুদ্ধের সময় বহু হিন্দু ব্যবসায়ী ভারতে পাড়ি জমালে পানাম প্রায় জনমানবহীন হয়ে পড়ে। সেই শুরু, তারপর থেকে আর জেগে উঠেনি পানাম।
পানাম নগর ঐতিহাসিক ধংসপ্রাপ্ত শহর ।

















ধন্যবাদ সবাইকে

মন্তব্য ২৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৮

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর পোস্টটির জন্য । অনেক অজানা তথ্য জানা গেল । এটা জানতাম যে পানাম নগর পৃথিবীর ১০০টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি। World Monument Fund ২০০৬ সালে পানাম নগরকে বিশ্বের ধ্বংসপ্রায় ১০০টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় প্রকাশ করে। ঈসা খাঁ-র আমলের বাংলার রাজধানী পানাম নগর । বড় নগর, খাস নগর, পানাম নগর -প্রাচীন সোনারগাঁর এই তিন নগরের মধ্যে পানাম ছিলো সবচেয়ে আকর্ষণীয়। আপনার পোস্টে এর ইতিহাস ও সুন্দর সুন্দর পুরাতন প্রাসাদ গুলির ছবি দেখলাম এই সুন্দর ছবি ব্লগে ।
শুভেচ্ছা রইল ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২১

এডওয়ার্ড মায়া বলেছেন: আরো তথ্যযোগ করে পোষ্টকে সমৃদ্ধ করায় কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ড: এম আলী :)

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২১

মেজদা বলেছেন: আমরা একবার গিয়েছিলাম। খুব ভাল লাগলো। ধন্যবাদ

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৬

এডওয়ার্ড মায়া বলেছেন: নীল দা উদ্দেগ্যে সবাই গিয়েছিলেন সেখানে ।গতবার ফেবুতে দেখেছিলাম ।
মেজ দা আপনার হাবিজাবি লেখাগুলা মিছড করি ।
ধন্যবাদ

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর ভাল লাগল

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৮

এডওয়ার্ড মায়া বলেছেন: ছবিপু আপনার ভাল লাগায় ,আমি আপ্লুত :)
ধন্যবাদ ।ভাল থাকবেন।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৯

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট ! একবার গিয়েছিলাম।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩১

এডওয়ার্ড মায়া বলেছেন: পোষ্টে আসায় ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সুমন দা :)
ভাল থাকবেন ।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৫

রক্তিম দিগন্ত বলেছেন:
পানাম নগর ঐতিহাসিক ধংসপ্রাপ্ত শহর ।
শুধু তাই না। এটা এখন প্রত্নতাত্ত্বিক এক শহরও।

কয়েকবার যাওয়ার পরিকল্পনা করেও যাওয়া হয়নি জায়গাটায়। :(

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৪

এডওয়ার্ড মায়া বলেছেন: রক্তিম দা ,আশা করি সময় পেলে একবার ঘুরে আসবেন ।
জায়গাটা আমার ভাল লাগে ।
আমি গিয়েছি অনেকবার ।
ধন্যবাদ

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৬

সাহসী সন্তান বলেছেন: খুব চমৎকার! বর্ননা এবং ছবি দুইটাই সুন্দর! তবে বিশেষ করে নিচ থেকে উপরে, তিন নাম্বার ছবিটা দৃষ্টি আকর্ষণ করছে সব থেকে বেশি! ঐটারে কি ছবির উপরি পাওনা হিসাবে ধরে নেব শাকিল ভাই..... ;)

চমৎকার পোস্টে ভাল লাগা! শুভ কামনা জানবেন!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৪

এডওয়ার্ড মায়া বলেছেন: ভাইডি পোষ্টের তথ্য নিয়েছি উইকিপিডিয়া থেকে ,ছবি গুলা আমার নিজের -
পোষ্টে আপনার ভাল লাগা পেয়ে আনন্দ পাইলাম -
ধন্যবাদ ।
এক্টু বিনুদন নেন-

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: এইগুলান কি আগেই দেখছি!

ছবিগুলান ভালো। পুরনো শহর। মরচে পড়া ঐতিহ্য।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৭

এডওয়ার্ড মায়া বলেছেন: সরি শুভ্র ঠিক বোঝতে পারিনি ।

"এইগুলান কি আগেই দেখছি! ????
শুভ্র কথাটায় মজা করেছ নাকি ??
মরচে পড়া ঐতিহ্য !!!!!
কথাটা আমার ভাল লাগেনি ।


৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫২

জনৈক অচম ভুত বলেছেন: ছবিগুলো সুন্দর। সব মিলিয়ে ভাল পোস্ট। :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৪

এডওয়ার্ড মায়া বলেছেন: ভূত টোত লেখা টেকা পড়তে পারে দেখছি -

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫

জেন রসি বলেছেন:
গিয়েছিলাম একবার।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৭

এডওয়ার্ড মায়া বলেছেন: আমিও গিয়েছি অনেক বার ।যতবার যাই ততবার ভাবতে থাকি -বসবাস কারীদের জীবন যাত্রা কতটা শৌখিন ছিল ।
ধন্যবাদ

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২০

এডওয়ার্ড মায়া বলেছেন: আপনার ভাল লাগায় ধন্যবাদ জ্ঞাপন করিলাম ।

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০২

গেম চেঞ্জার বলেছেন: মোটামুটি লাগলো!! (+)

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০২

গেম চেঞ্জার বলেছেন: মোটামুটি লাগলো!! (+)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২২

এডওয়ার্ড মায়া বলেছেন: বোঝতে পারলাম -মোটামুটি একটা প্লাস দিলেন :)
ধন্যবাদ ।

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৬

জনৈক অচম ভুত বলেছেন: ভূত বলে কি লেখাপড়া করতে মানা? B#
মানুষের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে ভূতরাও। B-))

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৪

এডওয়ার্ড মায়া বলেছেন: শুভ কামনা রইল ভা/বো
জয় বাংলা বলে এগিয়ে যান ।

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২২

আহমেদ জী এস বলেছেন: এডওয়ার্ড মায়া ,





এতো সুন্দর ঐতিহাসিক ইমারতগুলোর খানিকটা পরিচিতি থাকলে ভালো হতো । নীলকরদের ইতিহাসও তুলে ধরা যেতো ।

কী উজবুকের দেশ আমাদের !
সারা পৃথিবী যেখানে তাদের পুরোনো ঐতিহ্যকে সুরক্ষা দিচ্ছে সেখানে আমরা এমন ঐশ্বর্য্যময় ইতিহাসের স্বাক্ষীগুলোকে অবহেলা ভরে ফেলে রেখেছি কালের করাল গ্রাসের মুখে !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৫

এডওয়ার্ড মায়া বলেছেন: আসসোস !!!
আহমেদ জী এস ভাই ।
কতৃপক্ষ পানাম নগরের সংষ্কারের দায়িত্ব নিলেও সেখানে উল্লেখযোগ্য কাজ দেখতে পাইনি। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে কোনটার ই তথ্য পরিচিত নেই ।এটা নিয়ে অনেকের অভিযোগ আছে ।
আগে পানাম নগর টিকেট ছাড়াই দর্শন করা যেত কিন্তু এবার দেখলাম সর্কার টিকেট কাটার কাঊন্টার বসিয়েছে ।
সর্কার রাজস্ব নিচ্ছে ঠিক কিন্তু পানাম নগরের ঐতিহ্য রক্ষায় আগ্রহি হতে দেখলাম না।
এখনো পানাম নগর অযত্ন ,অবহেলায় ।

পোষ্টে গঠনমূলক মন্তব্যে অনেক ধন্যবাদ জিএস দা।
ভাল থাকবেন।

১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৭

মাহমুদ০০৭ বলেছেন: মূলত পানাম ছিলো হিন্দু ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিলো ঢাকা-কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগর ।
১৯৬৫ খ্রিস্টাব্দের ভারত-পাকিস্তান সাম্প্রদায়িক দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই বসতি স্বাভাবিকভাবেই ছিলো লুটেরাদের লক্ষ্যবস্তু। ঐ সময় লুটেরারা দরজা-জানালা পর্যন্ত লুটে নিয়ে যায়। যুদ্ধের সময় বহু হিন্দু ব্যবসায়ী ভারতে পাড়ি জমালে পানাম প্রায় জনমানবহীন হয়ে পড়ে। সেই শুরু, তারপর থেকে আর জেগে উঠেনি পানাম।
পানাম নগর ঐতিহাসিক ধংসপ্রাপ্ত শহর ।

এই ইনফো গুলো জানতাম না শাকিল ভাই । জেনে ভাল লাগল ।
আচ্ছা আপনি এই জায়গায় অনেক বার গিয়েছেন । আপনার কাছে এই জায়গাটা বিশেষভাবে ভাল লাগার কারণ কি পোষ্টের জন্য ++ আরো চাই ভ্রমণ পোস্ট।
শুভকামনা রইল শাকিল ভাই ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭

এডওয়ার্ড মায়া বলেছেন: ধন্যবাদ প্রিয় মাহমুদ ভাই ।
পানাম নগরের ইনফো গুলো নিয়েছি উইকিপিডিয়া থেকে । ইতিহাস বলে কথা -নিজে ত ইহিহাস লেখা সম্ভব না। গুগুল করে বিস্তারিত জেনে নিতে পারবেন ।

পানাম এলাকা আমার ভাল লাগার কারন - এলাকাটা আমার কাছে ইউরোপীয় ঐতিহ্য এর মত লাগে ।ছবিতে দেখা গ্রীস আর ইতালিত মত।
নির্মাণশৈলী মুগ্ধ করার মত। ভাবাই যায় না -পানাম আমাদের ছিল ।

আমার সোনারগাঁ যাওয়া হয় প্রায় - বিদেশে পাঠানোর জন্য কারুশিল্প সামগ্রী কিনতে আমি ওখানে যাই ।যখন যাই সেখান থেকে রিক্সা করে পানাম থেকেও ঘুরে আসা হয় ।ছবি তোলা এবং ভূমিহীন জমিদার ভাব নেবার চমৎকার যায়গা ।

মাহমুদ ভাই নেক্সট মান্থ চিটাগাং আস্তেছি ।এসে ফোন দিব।
ভাল থাকবেন ।দোয়া রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.