নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর সবচাইতে নির্মম সত্য,এবং একই সাথে সবচেয়ে সস্তা বাস্তবতা উপরওয়ালা যা করে,তা মানুষের ভালোর জন্যেই করে

এডওয়ার্ড মায়া

অসহ্য জীবনের ব্যথা

এডওয়ার্ড মায়া › বিস্তারিত পোস্টঃ

অপ্রকাশিত পান্ডুলিপি

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৯

অপ্রকাশিত পান্ডুলিপি
এডওয়ার্ড মায়া

নাম তার তোরাব আলী ।
লেখালেখি যখন শুরু করলেন নাম দিলেন তূর্য আলী।
নামের মাঝেও যেন একটা কাব্যিক ভাব থাকে সেটাই ধরে রাখার চেষ্টা ছিল।
যেমন জরিনা থেকে জেরিন,জেরিস।
ব্লগ কমিউনিটি এবং ফেসবুকের শিল্প সাহিত্যের পেজ গুলোতে তূর্য আলীর ভাল চাহিদা ।সোস্যাল নেটওয়ার্ক সাইটে লেখিলেখি করেন।লাইক/কমেন্টসের ভাল একটা পাঠক তৈরি হয়েছে। সুযোগটা তৈরি করে দিয়েছিল অভ্র।আভ্র প্রতি গোপনে ভীষণ একটা কৃতজ্ঞতাবোধ রয়েছে - বাংলা লেখার এরকম উন্মোক্ত সফটওয়্যার না হলে তূর্য আলীর মত অনেক লেখকের প্রতিভা বিকাশ ঘটানো কঠিন ছিল বৈকি।
সাধারন মানের একটা স্মার্ট ফোন দিয়ে ,অভ্র ইন্সটল করে ভাল বাংলা লেখা যায়।
তূর্য আলী ফেসবুকে গড়ে ত্রিশ/চল্লিশটা লাইক পায় ।দিন দিন তার লাইকের সংখ্যা বাড়ছে।আজকাল ফেসবুকে লাইকের সংখ্যা যাদের বেশি তাদেরকে বিভিন্ন সংগঠন দু/এক কথা বলার জন্য ডাকে ।সেখানে চা এবং কফির আয়োজন থাকে।
ফেসবুক চালিয়ে সংঘঠনের নেতা এবং লেখক।
আহা ! ভাবতেই দারুন আনন্দ।
কিন্তু তোরাব আলীর আজকাল মন খারাপ থাকে।
সহ ব্লগার,সহ ফেসবুকার সবার বই বের হচ্ছে।সবাই যার যার বইয়ের প্রচ্ছদ কভার ফটো দিচ্ছে।
লেখক লেখিকারা যেখানে নিজের লেখাকে পরিচ্ছন্ন প্রাধান্য দেবার কথা সেখানে তারা লেখক হিসেবে নিজেকে আত্নপ্রকাশ করার জোরপূর্বক চেষ্টা চালাচ্ছেন। লেখায় শিল্প-সাহিত্যের মান আছে কিনা সেখানে অনেকের নজর নেই।
ভাব এরকম-রবীন্দ্রনাথ,কাজী নজরুলের পর আমি একমাত্র লেখক!
চারপাশের এহেন লেখক/লেখিকা দেখে তোরাব আলীর খুব ইচ্ছে, তার একটা বই প্রকাশ হোক।
জাতীয় গ্রন্থমেলায় গাছের ছায়া তলে বসে তরুণ তরুণীদের অটোগ্রাফ দিবেন।সে ছবি পত্রপত্রিকায়,সোস্যাল নেটওয়ার্কে ভাইরাল হবে।
ওহ!
ভাবনাতেই মনে হয় পৃথিবীর সকল আনন্দ।
তারপর
ইচ্ছারা শুধু দীর্ঘশ্বাস দেয়।
তোরাব আলীর দীর্ঘশ্বাস বেশিদিন থাকেনি ।
কিছুদিন আগে এক প্রকাশকের সাথে আলাপ হয়েছিল ।সেই প্রকাশক লেখার পাণ্ডুলিপি নিয়ে তার অফিসে যেতে বলেছেন।
প্রকাশক আগে টুকটাক লিখতেন এখন নিজেই প্রকাশনা সংস্থা খোলেছেন ।বড়লোক বাবার টাকা পয়সা থাকলে যা হয় আর কি ।
নিজেই লেখক ,নিজেই প্রকাশক।
আবার দেখা গেছে কতক নব্য লেখক লেখিকা নিজেরাই প্রকাশক। বই প্রকাশের তিক্ত অভিজ্ঞতা থেকে তারা অনেকটা মুক্ত।
তাদের প্রত্যেকের বই তাদের প্রকাশনী থেকে বের করছে।
নি:সন্দেহে ভাল উদ্দ্যেগ।সেখানে তারা সাহিত্য আড্ডার আয়োজন করে থাকে।আলাপ,আলোচনা হয় ।

তূর্য আলী নিজের ব্লগ,সোস্যাল সাইট এবং নিজের হার্ড ড্রাইভ থেকে জীবনের সব লেখা টেখা নিয়ে একদিন প্রকাশকের কাছে হাজির হলেন।
প্রকাশকের অফিসে পৌছে রিসিপসোনিষ্টে গিয়ে জিজ্ঞেস করলেন-
-প্রকাশক সাহেবের সাথে দেখা করতে আসছি।তিনি আমাকে আসতে বলেছিলেন।
-স্যার আপনার নাম?
- তোরাব আলী সরি উনাকে বলুন তূর্য আলী,এই নামেই তিনি আমাকে চিনবেন।
সুন্দরী রিসিপসোনিষ্ট মুচকি হাসি দিয়ে বললেন
-আচ্ছা তূর্য সাহেব আপনি বসেন।স্যার মিটিংয়ে আছেন।মিটিং শেষ হলে আপনাকে ডেকে পাঠাব।
কিছুক্ষন বসে থাকার পর ডাক পড়ল ।
একটি চেয়ার টেনে তূর্য আলী প্রকাশকের সামনে বসলেন।
-কই দেখি আপনার পাণ্ডুলিপি গুলা প্রিন্ট করে এনেছেন ত?
-জী ভাই এনেছি ।
-শুনেন পান্ডুলিপি যাই হোক, ৫ ফর্মার বই: সাইজ : ৯×৬ ইঞ্চি (৮০ পৃষ্ঠা) ভিতরে ভাল বিদেশি কাগজ ,প্রচ্ছদ বাঁধাই টাধাই মিলিয়ে
খরচ পড়বে ১০০ কপি ২০ হাজার টাকা - প্রকাশের পুরো টাকাটা আপনাকে দিতে হবে!বই বিক্রি হোক বা না হোক ।
-প্রকাশক সাহেব ।টাকাটুকা যদি ম্যানেজ হত অনেক আগে লেখক হতে পারতাম ।
- তূর্য সাহেব আমরা হলাম টেষ্টার –বই প্রকাশের পর আপনি হয়ে যাবেন ষ্টার ।
আসলে মিয়া আপনি আমার পরিচিত তাই একটু খোলাখোলি ভাবে বললাম। আপনারা নতুন লেখক ।টেকা টুকা দিবেন ।সময় মত বই প্রকাশ হয়ে যাবে।অনেক প্রকাশক নতুন লেখকদের বই প্রকাশ করতে চায় না - আমরাই নতুনদের সুযোগ তৈরি করে দিচ্ছি।
-জী ধন্যবাদ
তূর্য আলী প্রকাশকের কাছ থেকে বইয়ের পান্ডুলিপি গুলা নিয়ে বের হয়ে গেলেন।রাস্তায় পাশের টং দোকান থেকে একটা সিগারেট টানতে টানতে বাসার দিকে চলে আসলেন।

পরের দিন
তূর্য আ্লী গেলেন আরেকটা বড় প্রকাশনীর কাছে।
তাদের প্রকাশ করা বই বেস্ট সেলার হয় ।বড় প্রকাশনী সংস্থা।
নামি দামি প্রতিষ্ঠিত লেখকদের দ্বারা বইয়ের মোড়ক উন্মোচন করা হয় ।এই পাবলিশার্স থেকে বই প্রকাশ করে অনেক নব্য লেখক লেখিকা বড় আকারে নিজেদের আত্ন প্রকাশ করেছেন।
তারা এখন লেখক হিসেবে দেশের প্রথম সারির পত্রপত্রিকায় সামাজিক,সাষ্কৃতিক,অর্থনীতি,সেক্সনীতি নিয়ে বড় বড় আর্টিকেল লিখেন।
অফিসে অনেকক্ষণ বসার পর তূর্য আ্লী প্রকাশকের রুমে গেলেন এবং সাথে করা আনা পাণ্ডুলিপি গুলা এগিয়ে দিলেন।
-প্রকাশক পান্ডুলিপিগুলা একটু নেড়ে টেরে দেখলেন।কিছক্ষন নীরব থাকার পর -
দেখুন তূর্য আলী আপনি যতই ভাল লিখেন টাকা পয়সা ছাড়া বই প্রকাশ করা সম্ভব না।
দুঃখিত বলেই প্রকাশক পাণ্ডুলিপি গুলা ফেরত দিলেন।
এই যে কিছুক্ষন আগে একজন ভদ্র মহিলা এসেছেন - তিনি লেখিকা । সম্ভবত দেশের বাইরে থাকেন। গ্রন্থমেলায় ভদ্র মহিলা একটি বই প্রকাশ করতে চান।টাকা নিয়ে উনার কোন সমস্যা নেই।ভদ্র মহিলা চান-তার একটি বই প্রকাশ হোক ।
বই বিক্রি এবং প্রচারণা সব দায়িত্ব আমরা নিয়েছি।
আগামীকাল বিখ্যাত লেখক পিনিকচন্দ্র মেট্রোপাধ্যায় এবং বেস্ট সেলার লেখক মান্যশীল হক উনার বইয়ের মোড়ক উন্মোচন হবে। শুধু তাই নয় দেশের বিখ্যাত অভিনেত্রী ছ্যাবলাজাবীন এবং একজন মন্ত্রী দিয়ে তার প্রকাশিত বইয়ের রিভিউ লেখা হবে।
প্রকাশক কে থামিয়ে তূর্য আলী বলেন
- মন্ত্রীর এত সময় কই রিভিউ লেখার?
-আরে মিয়া রিভিউটা লিখেছি আমি ! নাম হবে মন্ত্রীর।পাবলিক ডিমান্ড ভাই ।পাবলিক লুটে পুটে খাবে।বই হয়ে যাবে বেস্ট সেলার।
-ওহ বোঝেছি।
প্রকাশক সাহেব একটু কাশি দিয়ে গলা পরিষ্কার করে ...
-আপনারা ত মিয়া প্রকাশককে টাকা দিয়েই খালাস।আমাদের যে বই প্রকাশের জন্য কত শ্রম দিতে হয় তা জানেন।গত রাতে ত ঘুমানো হয়নি- দেশের বড় লেখক চুশীল মিয়া বই প্রকাশের স্বত্ব অন্য আরেকটি প্রকাশক ভাগিয়ে নিয়েছে।
আপনিও একদিন বড় লেখক হলে - আপানার কাছে প্রকাশকের লাইন লেগে যাবে।
-তূর্য আলী সাহেব আপনি ভাবেন ! ভাবেন।
এমন সুযোগ পাবেন না।বই প্রকাশ করতে গেলে টাকাটা বড় করতে দেখতে হয় না।
আরে মিয়া বই প্রকাশের পর ত আপনি লেখক হয়ে যাবেন।বিভিন্ন সাহিত্য সভায় আপনাকে ডাকা হবে।
-আচ্ছা প্রকাশক ভাই - মান্যশীল হক বেস্ট সেলার লেখক হয় কিভাবে ?উনি সাহিত্যের স জানেন না।উনার এত বই প্রকাশ হইছে এগুলা কিনল কে ??? নাকি নিজের বই নিজেই কিনে নিয়েছেন??
প্রকাশক আমার কথার জবাব না দিয়েই আরেকজন নব্য লেখিকা কে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন।যার গত বই মেলায় তিনটি বই প্রকাশিত হয়েছিল ।
তূর্য আলী প্রকাশকের রুম থেকে বের হয়ে আসতেই ।প্রকাশক অফিসের স্টাফদের মুখে থেকে শুনতে পেলেন।
-বোঝলেন রহিম সাব আজকাল দেয়া-নেয়া ব্যাপারটা না থাকলে কাজ হাসিল হয় না।
তখনি প্রকাশকের রুম থেকে উচ্চ স্বরে নব্য লেখিকার হাসি ভেসে আসে।
তূর্য আলী প্রকাশকের অফিস থেকে বের হয় ।
ক্লান্ত শরীর আর কিছু ভাবতে পারে না।এক মুড়িওয়ালা পাশ দিয়ে যেতেই , ডাক দেন।
-অই মুড়িওয়ালা ১০ টাকার ঝালমুড়ি দেও ?
তূর্য,মুড়ির ঠোঙায় একটা ইংরেজী লেখা দেখতে পায়।
Be writer does not matter,Money does matter !


(লেখাটি কাউকে ছোট করা এবং আত্নসম্মানবোধে আঘাত করে এমন কাউকে ভেবে লেখা হয়নি।লেখাটি কোন ব্যাক্তির সাথে মিলে গেলে লেখক দায়ি নয় - )
ধন্যবাদ

মন্তব্য ৩৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৫

আলভী রহমান শোভন বলেছেন: পড়লাম। ভাল্লাগসে। :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০২

এডওয়ার্ড মায়া বলেছেন: ধন্যবাদ ভ্রাতা ।
ভাল থাকবেন।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:১৩

আহমাদ ওয়াদুদ বলেছেন: সত্যিই বলছেন!

যদিও আমার ব্যক্তিগত এরকম কোন অভিজ্ঞতা নাই, তবে যতটুক শুনছি, তাতে এরকমই লাগছে কিষয়টা!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৪

এডওয়ার্ড মায়া বলেছেন: আমার এখনো এমন অভিজ্ঞতা হয়নি ভ্রাতা ।যারা বই প্রকাশ করেছেন তাদের তিক্ত অভিজ্ঞতা নাকি ঠিক এমনি ই ।
ধন্যবাদ আহমাদ ওয়াদুদ ।
শুভেচ্ছা জানবেন।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:১৫

আহমাদ ওয়াদুদ বলেছেন: বিষয়*

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৫

এডওয়ার্ড মায়া বলেছেন: ;)
বোঝে নিলাম ।
আবারো ধন্যবাদ ।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৭

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, আপনার পোস্ট আগামী বছর আমার সাথে মিলবে, তুর্য আলী হবো; তবে, ঝাল মুড়ি ইত্যাদি আমি খাই না।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১০

এডওয়ার্ড মায়া বলেছেন: তুর্য আলীস থেকে তুর্য আলী ঠিক করে নিলাম-খানিক টা এডিট ও করেছি ।
আগে নিয়মিত ব্লগে ছিলাম ।ব্লগে এসে খুব পড়তাম ।এখন আর নিয়ম করে আসা হয় না চাঁদগাজী সাহেব। ব্যাক্তিগত ক্যারিয়ার ভাল যাচ্ছে না।
যখনি আসি আপনার পোষ্ট দেখে যাই ।
আপনার লেখার সাথেই আছি জানবেন।
ধন্যবাদ এবং আনন্দে লিখতে থাকুন।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১২

বিলিয়ার রহমান বলেছেন: লেখাটার ভাজে ভজে বাস্তবতা লুকায়িত!

লাইক!:)

প্লাস!:)

প্রিয়তে!:)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১২

এডওয়ার্ড মায়া বলেছেন: যারা নতুন বই প্রকাশ করতে যান -বাস্তবতা নাকি এরকমই ।
আন্তরিক ধন্যবাদ বিলিয়ার রহমান ভাই ।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৩

বিলিয়ার রহমান বলেছেন:

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৩

এডওয়ার্ড মায়া বলেছেন: ফুল সানন্দে গ্রহণ করিলাম ।
আবারো ধন্যবাদ জানবেন।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৬

নীলপরি বলেছেন: দারুন । বেশ লাগলো পড়তে । :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২২

এডওয়ার্ড মায়া বলেছেন: ভাল লাগায় আনন্দ পেলাম ।
ফাগুনের অগ্রিম শুভেচ্ছা।দিন ভাল কাটুক নীল পরি ;)

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৫

হাতুড়ে লেখক বলেছেন: দারুণ। ধাক্কাটা ভালই দিলেন। কিন্তু পরিতাপের বিষয় কেউ এটা গা করবে না। লেখা গুলোর বোল্ড ছেড়ে দিলে পড়ে সুখ পাওয়া যেত। কয়েক জায়গায় বানান বিভ্রাট রয়েছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৫

এডওয়ার্ড মায়া বলেছেন: ভ্রাতা -যারা প্রথম বই প্রকাশ করতে যান তাদের নাকি এরকম তিক্ত অভিজ্ঞতা ছিল ।
লেখার কিছুটা কল্পনার রং ঢেলে সাজিয়েছি ।
বোল্ড ছেড়ে দিলাম কিছুটা এডিট ও করেছি ।
আন্তরিক ধন্যবাদ ভ্রাতা।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২০

ধ্রুবক আলো বলেছেন: বাস্তব চিত্র ফুটে উঠলো,

জানা কথা তুর্য আলীস সাহেবের মত ঘটনা ঘটবেই, তাই ভাই, কোন বই প্রকাশ করার চিন্তা এখনও মাথায় আনি নাই, বই বের করার কথা অনেকেই বলে কিন্তু বাস্তবতা, টাকা ফ্যাক্ট!!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৮

এডওয়ার্ড মায়া বলেছেন: বই প্রকাশ করতে গেলে তিক্ত অভিজ্ঞতা কিছু থাকবেই তাই বলে নিজের প্রতিভা লুকিয়ে রাখবেন কেন??
বই প্রকাশ করুন ।
মন্তব্যে আন্তরিক ধন্যবাদ ভ্রাতা।

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৮

সুমন কর বলেছেন: হাহাহাহাহ.............. মজা পেলাম। বাস্তবতা !!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩০

এডওয়ার্ড মায়া বলেছেন: কঠিন বাস্তবতা সুমন দা।আশা করি ভাল আছেন ।
আপনাকে পাশে পেয়ে ভাল লাগল ।
ধন্যবাদ সুমন দা

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৮

নীলসাধু বলেছেন: বাস্তবতা উঠে এসেছে লেখায়। পরিস্থিতি কিছুটা এমনই।

ধন্যবাদ। শুভেচ্ছা নেবেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৩

এডওয়ার্ড মায়া বলেছেন: নীল দা - বাস্তবতার সঠিক আমার লেখার চেয়ে আপনি ই ভাল বলতে পারবেন ;)
শ্রদ্ধা এবং ভালবাসা রইল নীল দা।
ভাল থাকবেন।
ধন্যবাদ ।

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

...আগামীকাল বিখ্যাত লেখক পিনিকচন্দ্র মেট্রোপাধ্যায় এবং বেস্ট সেলার লেখক জেমস হক দ্বারা উনার বইয়ের মোড়ক উন্মোচন হবে। শুধু তাই নয় দেশের বিখ্যাত অভিনেত্রী ছ্যাবলাজাবীন এবং একজন মন্ত্রী দিয়ে তার প্রকাশিত বইয়ের রিভিউ লেখা হবে।... B-)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৬

এডওয়ার্ড মায়া বলেছেন: শুভেচ্ছা জানবেন মইনুল ভাই ।
আমি কিন্তু আপনার কাছ থেকে আশা রাখি -বই প্রকাশে যত ই তিক্ত অভিজ্ঞতা আসুক তারপরও আপনার একটা বই প্রকাশ হবে।
শ্রদ্ধা এবং ভালবাসা মইনুল ভাই ।
আশা করি ভাল আছেন।
ধন্যবাদ ।

১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৬

আহমেদ জী এস বলেছেন: এডওয়ার্ড মায়া ,




এই এডওয়ার্ডিয় পান্ডুলিপির জন্যে আপনাকে এ্কটা এ্যাওয়ার্ড দেয়া দরকার । বটতলায় এই এ্যাওয়ার্ড এর র‍্যাপিং পেপার ছিঁড়বেন টোকাইরাজ জাব্বুর এ্যালী ( আলী থেকে ) ।
এ্যাওয়ার্ড আর র‍্যাপিং পেপার কেনার টেকা কিন্তু আপনার পকেট থেকে........ :P B:-/ B-)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪১

এডওয়ার্ড মায়া বলেছেন: এপিক কমেন্টস ;)
জী এস দা - পোষ্ট লেখার পর আপনার কাছ থেকে এরকম একটা মন্তব্য প্রত্যাশা ছিল :) অবশেষে পাইলাম ।
আন্তরিক ধন্যবাদ ।
শ্রদ্ধা এবং ভালবাসা ঢেলে দিলাম ।
ভাল থাকবেন জি এস দা।

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৫

অলওয়েজ ড্রিম বলেছেন: আপনি যে মহাঅলস ও নিজের লেখার প্রতি বেশ উদাসীন তার প্রমাণ আপনার এই গল্প।
আগাগোড়া গল্পটা আবার পড়েন। দেখবেন অনেক ভুল অনেক বাহুল্য বেরিয়ে এসেছে। তারপর কয়েক মাস গল্পটাকে একা থাকতে দেন। শেষে আবার গল্পটাকে সঙ্গ দেন। নিবিড়ভাবে। এরপর যে গল্পটা পাবেন, আমি নিশ্চিত, তার জন্য আপনি আমার কাছে কৃতজ্ঞ থাকবেন।
চ্যালেঞ্জ…

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৭

এডওয়ার্ড মায়া বলেছেন: অলওয়েজ ড্রিম , লেখালেখি খুব একটা পারি না।গল্পের আকারে কিছু একটা লিখতে চেয়েছিলাম ।
আর আমি যা লেখি তা সামুর নোট প্যাডেই লেখি ।
তবে আপনার কথা গুলো লেখালেখির ক্ষেত্রে খুব জরুরী ।
ধন্যবাদ ভ্রাতা।

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৪৪

ভীনদেশী বলেছেন: দারুন লিখেছেন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৮

এডওয়ার্ড মায়া বলেছেন: ধন্যবাদ ভিনদেশী ।
ভাল থাকবেন।

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:১২

অতঃপর হৃদয় বলেছেন: গতকাল পড়েছিলাম, ভাল লাগছে, তাই আজ মন্তব্য করলাম। ভাল লাগা রইল।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪০

এডওয়ার্ড মায়া বলেছেন: আন্তরিক ধন্যবাদ হৃদয় ।
ভাল থেক ।

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৩

অগ্নি সারথি বলেছেন: ফেসবুকে পড়েছিলাম মনে হয়। ভালো লেগেছিল!

২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪০

এডওয়ার্ড মায়া বলেছেন: বিলম্বিত মন্তব্য প্রতিউত্তরে দু;খিত অগ্নি দা।

১৮| ০৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেকের অভিজ্ঞতা এরকম বলে জেনেছি, তবে আমাকে এসবের ভিতর দিয়ে যেতে হয়নি।
=p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.