![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি ফোটোগ্রাফি, আড্ডা, চা, সিনেমা, বেড়ানো ইত্যাদি
সহস্র শ্রমিকের লাশের পাহাড় চাপা পড়ে আছে কংক্রিটের কবরের নীচে । জীবনের ঝুঁকি নিয়ে নিরলস প্রচেষ্টায় আহত অথবা নিহতদেরকে উদ্ধার করে চলেছে নাম না জানা কতশত মানুষ । ইতিহাসের জঘন্যতম পৈশাচিকতা এবং মনুষ্যত্বের যুগপৎ দৃষ্টান্ত অবলোকন করছি আমরা । সেইসাথে দেখছি বিবেকহীন রাজনীতিবিদদের বেসামাল আচরন । পুঁজিপতিরা বরাবরের মতনই অপরাধীদের পক্ষে সাফাই গাইছেন । একদিকে স্বেদাক্ত শ্রমিকের থেতলে যাওয়া রক্তাক্ত লাশের পচন-ধরা গন্ধ, অন্যদিকে সম্পদের পাহাড়-বাঁচানোর কুটকৌশল চলছে পুঁজিপতিদের বৈঠকে । শাহিনার করুণ আর্তি তাদের কানে পৌঁছায় না ।
এদেশে শ্রমিকের ঘাম সস্তা, শ্রমিকের রক্ত তার চেয়েও সস্তা । পুঁজির পাহাড়তলে চাপা পড়ে আছে তাদের ঘাম আর রক্তের মিশ্র রসায়ন । অন্যদিকে মুনাফার যোগ-বিয়োগে ব্যস্ত পুঁজিপতি রাক্ষসেরা । যাদের ঘাম বিক্রী করে পুঁজিপতিরা বিলাসবহুল জীবনযাপন করছে, তাদের প্রতি কোন অবিচার বিধাতা সইলেও, মানবিকবোধসম্পন্ন কোন মানুষ সইবে না । পুঁজিপতি রাক্ষসেরা, হুঁশিয়ার সাবধান !
©somewhere in net ltd.