![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি ফোটোগ্রাফি, আড্ডা, চা, সিনেমা, বেড়ানো ইত্যাদি
বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে যে ৫ মে মধ্যরাতে আইন-শৃংখলা বাহিনী আক্রমন চালিয়ে ২৫০০ নিরস্ত্র-নিরীহ হেফাজত কর্মীকে হত্যা করে । এটা কোন বিতর্কের বিষয় নয়, প্রমানসাপেক্ষ বিষয় । যারা এই দাবি তুলেছেন তারা অবশ্যই তাদের এই ২৫০০ কর্মীর তালিকা প্রকাশ করবেন । তাদের দাবি অনুযায়ী কথিত নিহতরা কোন না কোন মাদ্রাসার ছাত্র, যাদের নাম-পরিচয় মাদ্রাসার রেজিস্ট্রি খাতায় লিপিবদ্ধ থাকার কথা । অনুগ্রহ করে তারা যেন জাতির কাছে নাম-পরিচয়সহ এই তালিকা প্রকাশ করে ।
কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমপোজ করা ছবিকে ৫ মে'র বর্বরতার ছবি বলে অপপ্রচারে নেমেছে সেই পুরনো কুচক্রি মহল । হাস্যকর ব্যাপার হলো এশিয়ান হিউম্যান রাইটস কমিশনও সেই ভূয়া রিপোর্ট এবং ছবিগুলো তাদের নিজস্ব ওয়েব পেজ-এ পাবলিশ করেছে । (লিংক: Click This Link) । কমিশনের কাছেও আমার দাবি থাকল তারা যেন অতিসত্বর তাদের এই পেজ-এ নিহত হেফাজত কর্মীদের তালিকা প্রকাশ করেন । এটা তাদের জন্য খুব একটা কঠিন কাজ হওয়ার কথা নয় । এই কমিশন আরও বলে যে তারা হেফাজতের ১৩ দফার সাথে সহমত নয় । তবে তাদের ভাষ্য অনুযায়ী প্রতিবাদে অংশ নেবার অধিকার সকলেরই আছে । তবে প্রতিবাদের নামে তান্ডব চালাবার অধিকার কারও আছে কি নেই সে ব্যাপারে তারা কিছু বলেননি । জোর করে কাউকে কোন সমাবেশে যেতে অথবা অংশ নিতে বাধ্য করা মানবাধিকার লংঘনের মধ্যে পড়ে কি না সে ব্যাপারেও তাদের কোন বক্তব্য নেই । রাষ্ট্রীয় সম্পদে অথবা ব্যক্তিমালিকানাধীন সম্পদে অগ্নিসংযোগ কোন অধিকারে পড়ে সেটাও ঠিক স্পষ্ট নয় ।
তালিকা প্রকাশিত হওয়ার অপেক্ষায় থাকলাম ।
©somewhere in net ltd.