![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি ফোটোগ্রাফি, আড্ডা, চা, সিনেমা, বেড়ানো ইত্যাদি
এই দেশে ছিদ্রাণ্বেষী এবং পরশ্রীকাতর মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে । বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত "সেলিব্রেশন কনসার্ট" নিয়ে রকমারি মন্তব্যে সয়লাব হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক । আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী এআর রহমান । এই কনসার্ট নাকি আমাদের সংস্কৃতিকে পদদলিত করেছে । কিভাবে ? এর উত্তর আমার জানা নেই ।
আমি একটা কথা না বলে পারছি না, যদিও আমি সঙ্গীতজ্ঞ নই । আমার স্বল্প জ্ঞানে মনে হয়, যেই সঙ্গীত সীমানাকে অতিক্রম করে, তা সময়কেও জয় করতে সক্ষম । এআর রহমানের সঙ্গীত সীমানা অতিক্রম করেছে । সেকারনেই এআর রহমান "কালজয়ী" এবং "আন্তর্জাতিক" । তাকে যারা এখনো "ভারতীয়" শিল্পী হিসেবে গন্য করে তারা "নগন্য" ।
©somewhere in net ltd.