নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

EISENHEIM THE ILLUSIONIST

Set sail, ye hearts~ into the sea of hope..

Eisenheim

জন্মের উদ্দেশ্য যখন মৃত্যু, আর সময়ের অভিমুখ যখন প্রলয়- আমার মনে তখন সত্য মিথ্যা নিয়ে দ্বিধার জন্ম হয়...

Eisenheim › বিস্তারিত পোস্টঃ

আজকের এই ব্লাড-মুন বা রক্ত জোছনা ঘিরে আছে অসংখ্য মিথ

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৩

আজকে সন্ধ্যায় বারান্দায় গিয়ে দেখি একদম লালচে একটা চাঁদ উঠেছে। যেন গ্রহণ শেষে রক্তাক্ত শরীরে ঝুলে আছে আকাশের বুকে। এই রক্তাক্ত চাঁদ নিয়ে কত কাহিনী যে আছে! বাইবেলে কেয়ামত এর অন্যতম আলামত হিসেবে বলা আছে, সূর্য আলোহীন হয়ে পড়বে আর চাঁদ গাঢ রক্ত বর্ণ ধারণ করবে। এছাড়া বিভিন্ন ডাকিনীতন্ত্রের ধর্মমত গুলো যেমন উইকা বা আরাদিয়ার অনুসারী রা , যারা চন্দ্রদেবী ডায়নার পূজা করে থাকে তাদের জন্যে এই ব্লাড মুন বা রক্ত জোছনা খুব গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার পালনের রাত।





Photo Courtsy: Asfi Kabir



তাদের বিশ্বাস অনুযায়ী এই রাতে যারা জন্ম গ্রহণ করে তারা বিশেষ আধ্যাত্বিক ক্ষমতার অধিকারী হয়। ইসলাম ধর্মেও রমজান মাসে পর পর দুইবার সূর্যগ্রহণ ইমাম মাহদীর আবির্ভাবের লক্ষণ।



এই রক্ত জোছনার ব্যাপারে আরও একটা মজার তথ্য দেই। প্রথমে কেয়ামতের আলামত হিসাবে রক্ত জোছনার কথা শুনে ভয় পেয়েছেন তাদের ভয় হয়তো কিছুটা কাটতে পারে। এক বছরের ব্যবধানে পরপর চারটি গ্রহণ ও রক্ত জোছনা হওয়ার ঘটনাকে বলা হয় ‘টেট্রাড’, দশ বিশ বছর পর পর এমন হয়। আজ যে রক্ত জোছনা আমরা দেখছি, সেটা প্রথম গ্রহণ ছিলো। তারমানে এবছর আর সামনে বছর মিলিয়ে আরও তিনবার রক্ত জোছনা দেখতে পারবো আমরা। এর আগে এমন হয়েছিলো ২০০৩-০৪ সালে।



তাই যাদের আজকে চাঁদের দিকে তাকানোর একদম ফুসরত মেলেনি, তারা নিচের তারিখগুলো ডাইরীতে টুকে রাখতে পারেন!



৮ই অক্টোবর ২০১৪

৫ই এপ্রিল ২০১৫

২৮শে সেপ্টেম্বর ২০১৫




--

আগের পোস্ট:

‘হলি গ্রেইল’ খুঁজে পেয়েছেন দুই স্প্যানিশ গবেষক! (ছবি ব্লগ)

মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২০

এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।

সুন্দর পোস্ট।

১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৫

Eisenheim বলেছেন: শুভ নববর্ষ ১৮২১।

আমার ব্লগবাড়ীতে বেড়াতে আসার জন্যে অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন ভাই :)

২| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৫

চুক্কা বাঙ্গী বলেছেন: এই পোস্টটা দেরি করে দিয়ে দিলেন। আগে একটা সচেতনতা মূলক একটা পোস্ট দেয়া উচিৎ ছিল। তাহলে আর মিস করতাম না।

অফটপিক:- চাঁদের ছবিটা খুবই সুন্দর হয়েছে তবে পোস্ট যেহেতু চাঁদ সংক্রান্ত তাই ছবির ফোকাসটা চাঁদের উপর থাকলে ভাল হত। কিংবা এই ছবিটার সাথে আরও কয়েকটা ছবি যোগ করে দিতে পারেন।

১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩২

Eisenheim বলেছেন: আসলে যখন গ্রহণ হয়েছে তখন আমাদের এখানে ১১টার মতো বাজে, তাই পোস্ট দেয়া নিয়ে একটু দ্বিধাদ্বন্দে ছিলাম। কিন্তু পরে সন্ধ্যায় চাঁদটা দেখে বুঝলাম যে গ্রহণ উপভোগ করতে না পারলেও রক্ত জোছনা থেকে আমরা বঞ্চিত হইনি, তাই তাড়াহুড়া করে এই পোস্ট দেয়া :)

আর ছবিগুলো তুলেছে আমার এক ছোটভাই, লিঙ্কে ঢুকে আরও কিছু ছদি দেখতে পারেন, তাড়াহুড়ার কারণে একটার বেশি ছবি দিতে পারিনি..

পরের বার আগে থেকে জানিয়ে দিবো ইনশাল্লাহ, ভালো থাকুন ভাই।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩৩

আমিনুর রহমান বলেছেন:




দারুণ পোষ্ট +++

১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৯

Eisenheim বলেছেন: ধন্যবাদ ভাই :)

৪| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪০

নীলমান৯২ বলেছেন: দারুন...

১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৫

Eisenheim বলেছেন: গতকাল সন্ধ্যার চাঁদটা আসলেই অসাধারন ছিলো :)

ভালো থাকুন ভাই।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন:



সুন্দর পোস্ট । পর্যবেক্ষণে রাখলাম তারিখ গুলো।

১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৭

Eisenheim বলেছেন: তারিখগুলা মাথায় রাখেন ভাই। এবারের গ্রহণটা তো আমরা মিস করলাম, পরেরবার যদি আমাদের স্থানীয় সময় অনুযায়ী রাতে গ্রহণটা হয় তাহলে অনেক ভালো হবে।

৬| ১৬ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৩১

আশিক মাসুম বলেছেন: দারুন পোস্ট


+++++++

১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৩

Eisenheim বলেছেন: অনেক ধন্যবাদ ভাই :)

৭| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৩৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: রক্ত জ্যোৎস্নার ব্যাপারে কিছু জানা হল। মিথগুলো বেশ চমকপ্রদ। আপনি যে তারিখগুলো তুলে ধরেছেন, তা কী সব দেশের জন্য প্রযোজ্য হবে?

১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৮

Eisenheim বলেছেন: গ্রহণের সময়টা হয়তো আমাদের স্থানীয় সময়ের সাথে নাও মিলতে পারে। এবারের গ্রহণটাও কিন্তু আমরা দেখতে পারিনি, গতকাল সকাল ১১টার দিকে সম্ভবত হয়েছিলো চন্দ্রগ্রহণ।

তবে তাতে কি! রক্ত জোছনা তো সন্ধ্যায় ঠিকই দেখলাম আমরা! :)

৮| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৩

মামুন রশিদ বলেছেন: দারুণ ব্যাপার জানলাম ।

১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৯

Eisenheim বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন :)

৯| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:


দারুণ একটা বিষয় জানানোর জন্য ধন্যবাদ।

১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫০

Eisenheim বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই। পরেরবার যখন হবে, এই নিয়ে আরও বিশদ আকারে লেখার ইচ্ছা আছে। আগাম আমন্ত্রণ রইলো :)

ভালো থাকুন ভাই..

১০| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৮

রাজু রহমান বলেছেন: খুব সুন্দর পোস্ট। :)

১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫২

Eisenheim বলেছেন: ধন্যবাদ ভাই :) :) :)

১১| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২১

বিডি আইডল বলেছেন: চাদঁ গান্জা খাইছে

১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৫

Eisenheim বলেছেন: কি কন! গাঞ্জা খাইলে চেহারা লাল হয় নাকি? B:-) B:-)

১২| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০১

রানিং ফ্ল্যাশ বলেছেন:





কালকে একবার একটু তাকালাম দারুন লাগছিলো... কিন্তু ভালোভাবে দেখলাম না... এই রক্ত জোছনা সম্পর্কেতো জানাই ছিলোনা... আহ্‌হা... পরের তারিখের জন্য অপেক্ষা করতে হবে...


শুভকামনা...

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩০

Eisenheim বলেছেন: পরের তারিখটা মিস কইরেন না। ঠিক কখন গ্রহণ শুরু হবে এটা আমি চেক করি নাই, করে থাকলে বলতে পারতাম চন্দ্রগ্রহণটা বাংলাদেশ থেকে দেখা যাবে কিনা..

১৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩২

Eisenheim বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই :) :)

১৪| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৭

ছোট্‌বাবু বলেছেন: রক্তাক্ত পূর্ণিমা...............

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪১

Eisenheim বলেছেন: হুমমম.. :) :)

১৫| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৫

নীল জোসনা বলেছেন: আমি তো হা করে চাদের আলো দেখছিলাম । এখন পোষ্ট পড়ে ভয় লাগছে । :-& :-&

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৬

Eisenheim বলেছেন: যে ঘটনা ব্যাখ্যার অতীত সেটা নিয়ে ভয় পাওয়া যায়, আগের দিনে মানুষ লাল রঙ চাঁদ কিভাবে হয় সেটা জানতো না, তাই এইসব মিথগুলো তৈরি হয়েছিলো। এখন তো আমরা জানি পৃথিবীর বায়ুমন্ডল থেকে সূর্যের আলো প্রতিফলিত হওয়ার কারণে চাঁদের রঙ লাল হয়, তাই এটা নিয়ে ভয়ের কিছু নেই, বরং একটু অন্যরকম চাঁদের আলোটা উপভোগ করুন :)

কমেন্টের জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকুন :) :)

১৬| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমি এর আগেও কয়েকবার হলদে চাঁদ দেখেছি, শেষ বার দেখলাম গতকাল। :)

যাই হোক, পোস্ট ভাল লেগছে। ।

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫২

Eisenheim বলেছেন: আরও একটা মজার ব্যাপার আছে, প্রত্যেক ইংরেজি মাসের পূর্ণিমার একটা আলাদা করে নাম আছে। এপ্রিল মাসের পূর্নিমাকে বলে পিঙ্ক মুন। আর জুন মাসেরটা স্ট্রবেরি মুন :)

এই দুইটাই মনে আছে আগ্রহ থাকলে বাকীগুলো গুগল করে দেখে নিতে পারেন।

ভালো থাকুন ভাই :)

১৭| ১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর পোস্ট । তবে পোস্টটা আগে দিলে মিস হত না । পরের তারিখ গুলো মনে রাখতে হবে ...

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৮

Eisenheim বলেছেন: আসলে আগে পোস্ট দেয়ার ইচ্ছা ছিলো না। সন্ধ্যায় চাঁদটা দেখার পর হুট করে মনে হলো একটা পোস্ট দেয়া দরকার। তাই তাড়াহুড়া করে পোস্টটা রেডি করলাম। তবে সমস্যা নাই, পরের তারিখে একদিন আগে থেকেই পোস্ট দিবো, একটি বড় আকারে। তখন মিস কইরেন না :)

ভালো থাকুন :) :)

১৮| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৬

আমিজমিদার বলেছেন: বিডি ভ্রাতা ভুল কইছে, আসলে চান্দের পিরিয়ড চলতাসে :!> :-P

০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

Eisenheim বলেছেন: কি কন ভাই এইসব :-P #:-S 8-|

১৯| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: বেশতো!

০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

Eisenheim বলেছেন: থ্যানকস ভাই :) পরের ব্লাডমুনের তারিখটা ফলো করতে পারেন :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.