নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই নিঃসঙ্গতার মৌন সুরে ▬(ஜ۩۞۩ஜ)▬

আমি মো:সৌরভ, ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন বিস্তীর্ণ উজানে একলা হয়ে বসে থাকি ।

শুধুই স্বপ্ন

আমি মোঃ সৌরভ, ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন বিস্তীর্ণ উজানে একলা হয়ে বসে থাকি ।

শুধুই স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

কালো বলেই মরতে হলো মিতুকে?

০৩ রা জুন, ২০১৩ রাত ১:১৮

অগ্নিদগ্ধ গৃহবধূ মিতু আক্তার (২৫) মারা গেলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে তাঁর চাচাতো ভাই মোহাম্মদ সায়েম জানান, দুপুরেও মিতু কিছুটা কথা বলতে পারছিলেন। কিন্তু পরে তাঁর অবস্থার অবনতি হয়। বিকাল পাঁচটা ২০ মিনিটে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মিতু আক্তারের ভাই সংবাদকর্মী মাসুদ রানা প্রথম আলো ডটকমকে জানান, দুপুরে হাসপাতালে মিতু মা-বাবা ও ভাইয়ের সামনে কিছু কথা বলেন। বোনের কথার ভিত্তিতে তিনি (মাসুদ রানা) বলেন, ‘গায়ের রং কালো হওয়ার কারণে আমার বোনকে মরতে হলো। মিতু কালো ছিল বলে বিয়ের পর থেকে কোনো দিনও তাঁর শ্বশুর-শাশুড়ি তাঁকে ছেলের বউ হিসেবে মেনে নেননি। এজন্য তাঁকে কথায় কথায় খোঁটা দেওয়া হতো। ঘটনার দিনও সন্তানদের শাসন করা নিয়ে ঝগড়া হওয়ার পর মিতুকে কালো বলে খোঁটা দেওয়া হয়। বলা হয়, “তুই মরতে পারিস না”?’

মিতু আক্তারের ভাই আরও জানান, মিতুর শ্বশুর-শাশুড়ি এখনো পলাতক। তাঁরা হাসপাতালে যাননি। তবে মিতু আক্তারের স্বামী মিজানুর রহমান হাসপাতালে ছিলেন। লাশ নিয়ে তাঁরা (মিতুর পরিবার) পটুয়াখালীর উদ্দেশে রওনা হয়েছে বলে জানান তিনি।

মাসুদ রানা আরও বলেন, বোনের লাশ দাফন করার পরেই তাঁরা থানায় যাবেন এবং মামলা করবেন। তিনি বলেন, ‘আমার বোনের মতো আর কাউকে যেন শ্বশুর-শাশুড়ির খোঁটা শুনে মরতে না হয়। আমরা সরকারের কাছেও এর বিচার দাবি করছি।’

গত শুক্রবার দুপুরে পটুয়াখালীর বাউফলের ধান্দি গ্রামে শ্বশুরবাড়িতে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন মিতু আক্তার। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, শ্বশুর-শাশুড়ির অত্যাচার সইতে না পেরে শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। ঢাকা মেডিকেলে নেওয়ার পর শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছেন। মিতুর চার বছরের একটি ছেলে ও আট মাসের একটি মেয়ে আছে।

গতকাল শনিবার মিতুর বড় ভাই সংবাদকর্মী মাসুদ রানা প্রথম আলো ডটকমকে জানান, মিতুর স্বামী মিজানুর রহমান গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করেন। শ্বশুর আলতাফ হোসেন হাওলাদার ও শাশুড়ি হালিমা বেগম প্রায়ই মিতুর ওপর মানসিক নির্যাতন করতেন। আট বছর আগে মিজানুরের সঙ্গে মিতুর বিয়ে হয়।গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মিতুকে ভর্তি করা হয়। তাঁর শরীরের প্রায় পুরোটা পুড়ে গেছে বলে চিকিৎসকেরা জানান। নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তাঁকে চিকিৎসা দেওয়া হয়।



( সংবাদটা পরে ভিষন মন খারাপ হয়ে গেল,ভাবছি কি রকম আমাদের সমাজ,একজন মানুষ কালো বলে তাকে এই ভাবে মানুষিক অত্যাচার করা হল। আসোলে কি যে বলবো, ভাষা নেই আমার। সংবাদটি প্রথম আলো থেকে নিয়ে আপনাদের শেয়ার করলাম )

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:৩১

নৈঋত বলেছেন: হায়রে মানুষ .হায়রে সমাজ.

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:০১

শুধুই স্বপ্ন বলেছেন: হায়রে বিবেক ...

২| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:৩৪

নিকষ বলেছেন: শ্বশুর শ্বাশুড়িরে ফেয়ার এন্ড লাভলী মাখাইয়া আচ্ছা মতন ডলা দেয়া হোক। সব ফকফকা দেখব এর পরে।

চার বছর আর আট মাসের বাচ্চার কথা চিন্তা না করে, হুটহাট গায়ে আগুন লাগানো কি কোন বুদ্ধিমান মানুষের কাজ? কালো না হয় বললই, তাই বইলা গায়ে আগুন? কিশোরীরা যেমন কথায় কথায় বিষ খায়; ঐ টাইপের কাজ করছে ভদ্রমহিলা।

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:০১

শুধুই স্বপ্ন বলেছেন: হুম...

৩| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:৩৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: খারাপ লাগল।আমাদের সমাজে এখন এসব প্রচলিত আছে। ধিক!! শত ধিক!!

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:০৪

শুধুই স্বপ্ন বলেছেন: ধিক!! শত ধিক!!

৪| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:৪৯

নতুন বলেছেন: :(

৫| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:৫৩

টানিম বলেছেন: আল্লাহ আমাদের এই বোনটারে মাফ করুন । আমিন

৬| ০৩ রা জুন, ২০১৩ ভোর ৪:০৬

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: এই গঞ্জনা সহ্য করতে না পেরে উনি আত্মহত্যা করেছেন। এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। পুরা জীবন টা মাত্র অতি অল্প কিছুদিনের জন্য । মানুষ কত রকম যুদ্ধ করে জীবন এ বেঁচে থাকার চেষ্টা করে। এখানে দেখার প্রয়োজন আছে, এটা আসলেই আত্মহত্যা নাকি হত্যা।

যদি হত্যা হয়, তাহলে সেভাবে তদন্ত হওয়া উচিত।

আর যদি আত্মহত্যা হয়, তাহলে বলব, সারা দেশে নিরপেক্ষ নির্বাচন করে গণতান্ত্রিক সরকার নির্বাচিত করা ছাড়াও আমাদের অনেক অনেক কাজ আছে। সেগুলা দেশ থেকে এবং প্রবাস থেকে সম্মিলিত ভাবে করতে হবে।

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:০৫

শুধুই স্বপ্ন বলেছেন: শ্বশুর-শাশুড়ির বিচার হওয়া উচিত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.