![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মোঃ সৌরভ, ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন বিস্তীর্ণ উজানে একলা হয়ে বসে থাকি ।
পুরুষ এবং নারীর মনোজগৎটা ভিন্ন। চাহিদা এমনকি ফ্যান্টাসির দিক থেকেও। সেক্স ফ্যান্টাসির বিষয়ে নারী বা পুরুষ প্রকাশ্য যা বলেন তা আসলে ভিন্ন যখন তারা এটা নিশ্চিত থাকেন যে তাদের কেউ দেখছে না। নারী ও পুরুষের এই গোপন আকাঙ্খার উপর সবচেয়ে বড় বৈজ্ঞানিক গবেষণা হয়েছে। অবাক করা হলেও সত্যি যে, এই গবেষণাটায় বিশ্লেষণ করা হয়েছে, ১ বিলিয়ন ওয়েব সার্চ, ১ মিলিয়ন ওয়েব সাইট, ১ মিলিয়ন উত্তেজক ভিডিও, লাখ লাখ ব্যক্তিগত বিজ্ঞাপন ও হাজার হাজার ডিজিটাল রোমান্স উপন্যাস। বেরিয়ে এসেছে অনেক না জানা কথা এবং সেক্স ফ্যান্টাসির উপর ব্রেইনের নিউরো- সাইন্টিফিক ব্যাখ্যা। এই যুগান্তরকারী গবেষণা অবশ্যই নারী-পুরুষের সম্পর্কের ব্যাপারে আপনার ধারনা পাল্টে দেবে।
যখন পুরুষ নারীর বাহ্যিক দিকটা বিবেচনা করে তখন অনেক বৈশিষ্ট্য-এর মধ্যে বয়স হয়ে উঠে মুখ্য। অনেক সার্চের মধ্যে দেখা গেছে, নির্দিষ্ট বয়স ক্যাটাগরি, naked 25-year-old or sexy 40-year-old.
অবাক ব্যাপার যে, পুরুষরা ১৯ বছরের চেয়ে ৫০ বছর বয়সীদের বেশি সার্চ করে অথবা সার্চ করে অপ্রাপ্ত বয়সীদের। আরেকটা ব্যাপার, ৬০/৭০ বয়স্কদের মধ্যে দেখা যায় উল্লেখযোগ্য পরিমানে ইরটিক বাসনা। তবে বয়স রেঞ্জের ক্ষেত্রে ‘টিন’ পছন্দের সারিতে প্রথম।
Adjectives % search
Teen 5.8
Young 2
Mom 1.4
MILF 1.3
Grannies 0.5
Old 0.3
Cougar 0.1
Mature 0.1
ইন্টারনেট- এ পুরুষরা যা করে তা শেয়ার করতে পছন্দ করে না। একাকী তারা একের পর এক ভিডিও বা ছবিতে ক্লিক করে কিন্তু অন্য পুরুষের সাথে তা শেয়ার করে না। সেক্স বা সেক্সির সংজ্ঞা নির্ধারণ করতে অন্য পুরুষের সাহায্যও তারা নেয় না।
পাঠক, আপনি পুরুষের এই বৈশিষ্ট্যটাকে মেলাতে পারেন কার্টুন চরিত্র ইল্মার ফাড- এর সাথে। কামুক ইল্মার ফাড। ইল্মার ফাড হল শিকারি। তার শিকার নির্দিষ্ট, তা হল খরগোশ, যাকে সে রেবিট না বলে বলে ওয়াবিট। যখনেই সে ওয়াবিট দেখে তখনেই সে নিশানা ঠিক করে ফেলে। কিন্তু ফাড প্রতিবারে বোকা বনে যায় খরগোশের পোশাক পড়া হাঁসের কাছে। হতাশ হয়না ফাড। আগামিদিনের অপেক্ষায় থাকে, নতুন শিকারের। তাই ইল্মার ফাড শিকারির মতো পুরুষরা হল নিঃসঙ্গ, তাৎক্ষণিক উত্তেজিত, লক্ষ্য নির্ভর আর কিছুটা বোকা শিকারি।
অতীত কালের স্বভাব থেকে মন কিন্তু সরে আসেনি এতোটুকু। পুরুষ মন নারী মনের চেয়ে বেশি সাড়া দেয় ভিজুয়াল উত্তেজকের দিকে। সেক্স উদ্দীপনা আসলে মানব ব্রেনের দুটি অংশের উপর নির্ভরশীল। অংশ দুটি হল, এমিগডালা এবং হাইপোথ্যালামাস।
এমিগডালা আবেগে সাড়া দেয়। আর হাইপোথ্যালামাসকে বলা যেতে পারে সেক্স উদ্দীপনার ইঞ্জিন। পুরুষের ক্ষেত্রে এই সার্কিট খুব সহজেই কাজ করে। কিন্তু নারীর ক্ষেত্রে এটা জটিল। তাই সেক্সে নারীই হয় পুরুষের লক্ষ্য বস্তু। এই লক্ষ্য বস্তুর পাওয়ার বৈচিত্র্যটার মাত্রা ইতিহাসের অতীতে যেমন ছিল তেমনি আছে আজও। বিখ্যাত ২৬০০০ বছরের পুরনো ভেনাস অফ উইলেনডরফ- এর প্রতিমা- অতিকায় স্তনের গড়ন কিন্তু মুখবিহিন। অথবা, ৪০০০০ বছরের পুরনো ভেনাস অব হোলি ফেলস- এর প্রতিমা। যার আছে অতিকায় স্তন, নিতম্ব ও ঠোঁট। সার্চের মধ্যে ‘স্তন’ বেশ জায়গা দখল করে আছে। পুরুষের বেশ আগ্রহের জিনিস এটি। পুরুষের যখন একাকী থাকে তখন হয়ত আদিমতা মাথা চাড়া দিয়ে ওঠে তার মধ্যে। তাইতো তার রুচি নিমিষেই পুরনো হয়ে যায় ৩০,০০০ বছরের বা তারও বেশি। প্রিয় পাঠক, তবে মনের কি কোন বিবর্তন নেই?
Category % Search
Youth 13.54
Gay 4.70
MILFs 4.27
Breasts 3.95
Cheating wife 3.37
vaginas 2.82
Penises 2.41
Amateurs 2.36
Mature 2.11
Animation 2.11
ওয়েবে পুরুষরা ইরটিক ইমেজ পছন্দ করে। নারীরা করে, ইরটিক গল্প। পুরুষরা খোঁজে গ্রাফিক সেক্স আর মেয়েরা খোঁজে রিলেশনশিপ ও রোমান্স। ৩৭% পুরুষ ইরটিক ইমেজ বা মুভি পছন্দ করে কিন্তু ৬% নারী এটা করে। ৬% পুরুষ এবং ৯% নারী ইরটিক গল্প পছন্দ করে।
একটা কৌতুক দিয়ে শেষ করি, অনেকেই হয়ত জানেন। ১ম বান্ধবীঃ অ্যাই, ছেলেরা যখন আড্ডা দেয় তখন কি নিয়ে আলাপ করে রে? ২য় বান্ধবীঃ ক্যান আমরা যা নিয়ে করি। ১ম বান্ধবীঃ ছিঃ ! ছেলেরা এত খারাপ! আসলে, এই লেখাটি পড়ার পর কারো কাছে উপরের কৌতুকটি আবেদন হারাতে পারে, কারন ছেলে ও মেয়ের মনোজগত আলাদা, সেক্স বিষয়ক রেস্পন্স আলাদা তাই আড্ডায় তাদের বিষয় এক হবার কথা নয়।
যাহোক, আবার লেখাটার শুরুতে চলে যাই। গবেষণাটা করেন Ogi Ogas ও Sai Gaddam বোস্টন ইউনিভার্সিটিতে PhD করার সময়। এর উপর তাদের একটি বই আছে। A billion wicked thoughts. আগ্রহীরা চাইলে পড়তে পারেন।
২৪ শে জুন, ২০১৩ রাত ১১:০৭
শুধুই স্বপ্ন বলেছেন: ধন্যবাদ ফল ভাই ...
২| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৩
ৈতয়ব খান বলেছেন: পুরোনো গল্প
তেমন ভালো লাগলো না।
মাইন্ড করলেন??
২৪ শে জুন, ২০১৩ রাত ১১:০৮
শুধুই স্বপ্ন বলেছেন: না....না... কি যে বলেন মাইন্ড করবো কেন ?
৩| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৪
ৈতয়ব খান বলেছেন: সৌরভকে নিয়ে গৌরব করা যাচ্ছে না।
২৪ শে জুন, ২০১৩ রাত ১১:০৮
শুধুই স্বপ্ন বলেছেন: আমার "মা" আপনার মত করে বলে।
৪| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৭
এন ইউ এমিল বলেছেন:
২৪ শে জুন, ২০১৩ রাত ১১:০৯
শুধুই স্বপ্ন বলেছেন: আমিও
৫| ২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
ভ্রমন কারী বলেছেন: ৩০,০০০ নয় মানুষের মন এখনো আদিমতমই রয়ে গেছে, বদলেছে শুধু পরিবেশ এবং প্রকাশ ভংগি।
২৪ শে জুন, ২০১৩ রাত ১১:০৯
শুধুই স্বপ্ন বলেছেন: একদম ঠিক ..
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৩
বটের ফল বলেছেন: ভালো লাগলো।