![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মোঃ সৌরভ, ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন বিস্তীর্ণ উজানে একলা হয়ে বসে থাকি ।
আমি মাঝে মাঝে রাত করে বাসায় ফিরি ১০ট কি ১১টা। আর তার কারনে "মা" বকা দেয়। তো আজ যখন বাসাতে ফিরলাম এবং পরিস্কার হয়ে ভাতের থালা হাতে নিয়ে টিভি রুমে যাব ঠিক তখন "মা" আগের মত বকা দিচ্ছে আমি তখন "মা" কে বললাম।
ধরো আমি রাস্তায় গাঁড়ি চাপায় মরে গেছি। আমার মৃত দেহ নিচ তলার গাঁড়ি সামনে রাখা হল,অন্য দিকে মসজিদের হজুর মাইকে শোক সংবাদ ঘোসনা করছে। তারপর ধরো বাবাকে ফোন করা হবে এবং তাকে তোমরা সত্য ঘটনাটা বলবা না,কারন বাবা নিজেই অসুস্থ তিনি এই সংবাদ শুনতে পারবে না। আর বড় আপুতো আমার মৃত্যুর কথা শুনেই গাঁড়ি নিয়ে সাথে সাথে চলে আসবে।
কথা গুলো মজা করে বলছি আর হাসছি..... "মা" তোমার তো আর কষ্ট করতে হবে না, প্রব্লেম ডিসমিস আসামি খালাস। ওহ বাবারে, তৎক্ষণাত আম্মাজান তার হাতে থাকা ভাতের চামিছ দিয়ে আমাকে ঠাঁস ঠাঁস। আমি "মা" এর দিকে তাকালাম, দেখলাম তার চোখ দুটো লাল হয়ে আছে। আমার আর বুজতে দেরি হল না।
পরে আমি ভাতের থালা নিয়ে সোপেয় বসে যখন খাচ্ছি ,তখন আমার এতো কষ্ট লাগল যে আমি কেঁদে দিলাম। মজা করে কথা গুল বলতে গিয়ে "মা" কে কষ্ঠ দিয়ে দিলাম। সত্যি কথা হল আমার "মা" খুব রাগী তাকে আমরা তিন ভাই-বোন খুবি ভয় পাই। তার চোখে সহজে পাঁনি দেখি নেই, আজ আমার মৃত্যুর কথা শুনে তিনি ভিষন কষ্ঠ পেয়েছেন। Sorry বলবার জন্য গেছিলাম কিন্তু সে বিছানায় শুয়ে পরেছেন তাই আর তাকে বিরক্ত করলাম না।
( আসলে পৃথিবীর সব চেয়ে খাঁঠি ভালোবাসা হচ্ছে মা-বাবার ভালোবাসা এবং আমি আমার মা-বাবাকে খুব ভালোবাসি )
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৬
শুধুই স্বপ্ন বলেছেন: আমি বিষয়টি বুজতে পেয়েছি, কি বলবো বড় হয়েছি ঠিক তবে এখনো গাঁধা। ধন্যবাদ আপনার মন্তব্য এর জন্য ।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৫
সানফ্লাওয়ার বলেছেন: আপনার এভাবে বলা ঠিক হয়নি , কথা গুলো শুনে আমারই খারাপ লাগছিল।