![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মোঃ সৌরভ, ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন বিস্তীর্ণ উজানে একলা হয়ে বসে থাকি ।
খুব বেশি জানতে ইচ্ছে করে
আমি চলে গেলে...কি নিয়ে তুমি থাকবে....
বড় বেশি জানতে ইচ্ছে করে....
ভুলে যাবে.... নাকি আমায় মনে রাখবে......?
বৃষ্টি ভেজা কোন দুপুরে... ফিরে কি তুমি আসবে না।।
জোছনা ধোঁয়া কোন রাতে বিষণ্ণ কি হবে না .........।
তুমি তাজমহল গড় হৃদয়ে তোমার....
কখনো হারালে....
চোখের...ই জল মুছে ফেলো.....
কোলাহল থেকে একটু আড়ালে........!
তোমার সে তাজমহলে স্মৃতি করে রেখো আমায় কাছাকাছি.....
হয়তো এ দেহ থাকবেনা....
ভেবো তোমার নিঃশ্বাসে বেচে আছি....
আমার স্পর্শ কি তুমি অনুভব করবেনা.......?
তোমার বিষণ্ণ দুপুরে....
নরম রোদ হয়ে রবো.....আকাশে
তোমার জোছনা ধোয়া রাতে...
হৃদয়ের...ই ছোঁয়া পাবে......নিঃশ্বাসে
আমার স্পর্শ কি তুমি অনুভব করবে না....?
Ayub Bachchu (LRB)
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮
শুধুই স্বপ্ন বলেছেন: দারুন একটা গান, যত বার শুনি ঠিক তত বার ভালো লাগে।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭
সদালাপী। বলেছেন: আমার খুব প্রিয় একটা গান...
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬
শুধুই স্বপ্ন বলেছেন: এলআরবি কিছু গান অমর হয়ে থাকবে।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২
এেলক্সান বলেছেন: খুব ভালো
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯
শুধুই স্বপ্ন বলেছেন: অসাধারন
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমার অনেক পছন্দের একটা গান।