নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বইসমূহঃ আকুতি(২০১৪), এবং গল্প (২০১৮) ফেসবুকঃ https://www.facebook.com/EndShuvo ওয়েবসাইটঃ https://endshuvo.blogspot.com

সালাহ উদ্দিন শুভ

সুশীল সমাজের রুচিহীন একজন প্রাণী

সালাহ উদ্দিন শুভ › বিস্তারিত পোস্টঃ

জীবনের সকল শিক্ষা সবার জন্যে নয়

১৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২৫


Image Source: The Ladders

জীবনের সকল শিক্ষা সবার জন্যে নয়। একেকজন সাকসেসফুল বা আনসেকসেসফুল ব্যাক্তি তাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে যেসব বানীগুলো ছাড়েন তা ধরে রেখে আপনি সকলের জীবন মেজারমেন্ট করতে পারবেন না।

এই যেমন ধরুন, ব্যাকআপ প্লানের কথা। কেউ কেউ বলে গেছেন ব্যাক আপ প্লান না থাকলে আপনি যে কোন সময় ঝরে পড়ে যেতে পারেন। আর অপরদিকে বার্ণ ইউর বোট থিউরী এর সম্পূর্ন বিপরীত। নৌকা পুড়িয়ে ফেল যাতে কোন ব্যাকআপ না থাকে। যাতে করে সব ফোকাস একদিকেই থাকে এবং যে করেই হোক আমাকে জিততে হবে এমন একটা মনোভব থাকে

এখন কথা হচ্ছে ব্যাকআপ প্লান বা নৌকা পোড়ানো সবই নির্ভর করে ব্যাক্তির উপর। কোন ব্যাক্তি কোন কথাটা নিজের মধ্যে ধারন করল! কেউ কেউ ব্যাকআপ প্লান রেখে জীবনে কিছুই করতে পারেনা শুধু কমফোর্ট জোনে থাকতে চেয়ে। আবার কেউ কেউ নৌকা পুড়িয়ে অসহায় আত্মসমর্পণ করে ফেলে। দুদিকেই ডিসএডভান্টেজ রয়েছে। তাহলে স্মার্ট মুভ কোনটা? সেটা আপনার নিজের মোটিভেশনের উপর নির্ভর করে।

নিজেকে আগে নিজের কাছে পরাজিত করুন। নয়ত আপনি সব যুদ্ধেই হেরে যাবেন। কারন আপনার মাইন্ড, হার্ট সবকিছুই ডিজাইন করা হয়েছে আপনাকে অলস বানিয়ে রাখার জন্যে। আগে নিজেকে হারান, এরপর যে পথই বেছে নিন না কেন, কাঙ্ক্ষিত গন্তব্য আসবেই...

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: সুন্দর বিষয় নিয়ে সুন্দর একটা পোষ্ট দিয়েছেন।
তবে পোষ্ট টা খুব বেশী ছোট হয়ে গেলো।

১৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩২

সালাহ উদ্দিন শুভ বলেছেন: খুব বড় করতে চাইনি। বেশি বড় হয়ে মোটিভেশনাল লেকচার হয়ে যাবে এবং জোর করে গিলাতে হবে।

২| ১৫ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৫

মিরোরডডল বলেছেন:



There is always a ‘But’. You never know what gonna happen next.
That’s why backup plan or plan B is always helpful.
There’s nothing to loose if you have a backup plan.



১৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২১

সালাহ উদ্দিন শুভ বলেছেন: There is no guarantee that the backup plan will work successfully. Some people lose both sides of a boat when they pick a backup plan over the main plan. Although the main plan could be worked if they tried so hard.
See, backup plan will work for you because this is the theory of this article. You think plan B is always helpful because there is your motivation. Some people find their motivation to burn your boat theory.
See, it depends on a person. you just have to understand your mindset and defeat it.

৩| ১৫ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: নিজের ক্ষমতা ও সামর্থ্য সম্পর্কে আগে পরিষ্কার ধারণা তৈরি করতে হবে। জীবনের সব প্রচেষ্টায় জয় নাও আসতে পারে। ব্যর্থতাকে সহজভাবে নেয়া শিখতে হবে। সব চেয়ে বড় কথা 'জীবনের সকল শিক্ষা সবার জন্যে নয়' - যেটাকে আপনি আপনার লেখার শিরোনাম করেছেন তার সাথে একমত।

১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১৯

সালাহ উদ্দিন শুভ বলেছেন: খুব সুন্দর কিছু কথা যুক্ত করেছেন। ধন্যবাদ আপনাকে।

৪| ১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৪৮

আমি সাজিদ বলেছেন: চমৎকার

১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৪২

সালাহ উদ্দিন শুভ বলেছেন: ধন্যবাদ 8-|

৫| ১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:০৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ব্যর্থতাই সফলতার জাননী ,এই মনোভাব থাকতে হবে।

১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৩২

সালাহ উদ্দিন শুভ বলেছেন: হ্যা, তবেই কিছুটা নেতিবাচক মনোভব দূর হবে।

৬| ১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৪৭

খায়রুল আহসান বলেছেন: 'জীবনের সকল শিক্ষা সবার জন্যে নয়' কথাটার সাথে একমত। তবে ব্যাক আপ প্ল্যান একটা থাকলে আত্মবিশ্বাস বাড়ে।
যে কোন সমস্যা সমাধানের পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের প্রক্রিয়া এবং শৈলী ব্যক্তিভেদে ভিন্ন হবেই। এক্ষেত্রে কে কতটুকু পারদর্শী হবেন তা নির্ভর করবে ব্যক্তিগত মোটিভেশন, বুদ্ধিমত্তা এবং দ্রুত সিদ্ধান্ত নেয়ার সক্ষমতার উপর।

১৬ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৪

সালাহ উদ্দিন শুভ বলেছেন: কিছু কিছু ক্ষেত্রে ব্যাকআপ প্লান অনেকের জন্যেই ক্ষতির কারন হয়। তারা ব্যাকআপ প্লানের কথা ভেবে মূল কাজটি তার সেরাটা দিয়ে না করার কারনে বিপদ ডেকে আনে। এটাই বুঝাতে চেয়েছি, অবশ্যই ব্যাকআপ প্লান থাকা উচিৎ, তবে কিছু কিছু ক্ষেত্রে 'বার্ণ ইওর বোট' থিউরীর বিকল্প নেই।

৭| ১৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: খুব বড় করতে চাইনি। বেশি বড় হয়ে মোটিভেশনাল লেকচার হয়ে যাবে এবং জোর করে গিলাতে হবে।

আপনি বুদ্ধিমান মানুষ।

১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৩

সালাহ উদ্দিন শুভ বলেছেন: বুদ্ধির গোডাউন নিয়ে বসবাস করি ভাই :-B

৮| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৭

মনিরা সুলতানা বলেছেন: নিজেকে আগে নিজের কাছে পরাজিত করুন। নয়ত আপনি সব যুদ্ধেই হেরে যাবেন। কারন আপনার মাইন্ড, হার্ট সবকিছুই ডিজাইন করা হয়েছে আপনাকে অলস বানিয়ে রাখার জন্যে। আগে নিজেকে হারান, এরপর যে পথই বেছে নিন না কেন, কাঙ্ক্ষিত গন্তব্য আসবেই...

১৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৮

সালাহ উদ্দিন শুভ বলেছেন: :)

৯| ১৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:২৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার পোস্টের নীচের কয়টি লাইন ভীষণ মনে ধরেছে-- ব্যকআপ প্যান দরকার আছে কিন্তু সব সময়ের জন্য নয়--আমার চাকুরী জীবনে দেখেছি--আমার কাছে মনে হয় যেটা বর্তমানে আছে সেটা সর্বোচ্চ কার্যকরী প্ল্যান করে, কার্যকরী যোগাযোগ করে এবং কমিটমেন্ট নিয়ে কাজটি যথাযথ বাস্তবায়ন ঘটাতে পারলে সাকসেস অনিবার্য---ব্যাকআপ প্ল্যান অনেক সময় রাখতে হয় যেমন কোন সমূহ বিপদ আসতে পারে যেমন যে কোন ভযাবহ দুযোগ আসার সমূহ, রাজনৈতিক অস্থিরতাসহ আরো সম্পর্কিত বিবেচনায়---। তবে সব সময়ের জন্য ব্যাপ প্ল্যান লিডারশীপকে দুর্বল করে দেয়---------
সুন্দর একটি পোস্টের জন্য আন্তরিক ধন্যবাদ

১৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০২

সালাহ উদ্দিন শুভ বলেছেন: আপনি অনেক ভাল কিছু শব্দ যোগ করেছেন, সুচিন্তিত মতামতের জন্যেও আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.