নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বইসমূহঃ আকুতি(২০১৪), এবং গল্প (২০১৮) ফেসবুকঃ https://www.facebook.com/EndShuvo ওয়েবসাইটঃ https://endshuvo.blogspot.com

সালাহ উদ্দিন শুভ

সুশীল সমাজের রুচিহীন একজন প্রাণী

সালাহ উদ্দিন শুভ › বিস্তারিত পোস্টঃ

ইশটাটাস

১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৯




ছোটবেলায় একসাথে পড়াশুনা করতাম মামুন নামের এক ছেলের সাথে। ক্লাস এইট পর্যন্ত সম্ভবত একসাথে পড়েছিলাম। পরীক্ষায় ফেল করার কারনে ক্লাস নাইনে উঠতে পারেনি। পরবর্তীতে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল কিনা জানিনা।
সর্বশেষবার যখন এলাকায় গেলাম, কি যেন মনে করে গ্রামের বাড়িতে গেলাম একদিন। ভাগ্যক্রমে প্রায় ৭-৮বছর পর দেখা হয়ে গেল সেই মামুনের সাথে। জানতে পারলাম কৃষিকাজ করে। মরিচ, আলু, সবুজ সবজি, মাছ চাষ, হাসের ফার্ম ইত্যাদি।
কথায় কথায় এক প্রসঙ্গে আমায় বলল, আমায় একটা চাকরী ম্যানেজ করে দিতে পারবি ঢাকাতে?
মুখের উপর কিভাবে বলি যে চাকরীর অবস্থা কি ঢাকায়, তাই বললাম আচ্ছা আমি খুজে দেখবো।

কিছুক্ষণ পর ওর কাছে জানতে চাইলাম এইসব থেকে প্রতিমাসে কত আসে তোর?
প্রথমে হেসে বলল, হয় আরকি কোনভাবে। পরে জোরাজুরির পর জানতে পারলাম প্রতিমাসে তার প্রায় ২৫-৩৫হাজার টাকার মত আয় হয়। এ কথা শুনে আমার বুকে অদ্ভুত একটা টান লাগলো, চমকে যাওয়ার মত। গ্রামের ছেলে ক্লাস এইট পাশ (সম্ভবত), প্রতি মাসে আয় করে গড়ে ৩০হাজার টাকা। অপরদিকে রাজধানীর প্রাইভেট কোন এক বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স গ্রাডুয়েট সম্পন্ন করে ৮ ঘন্টা জব আর ৬ঘন্টা জ্যামে বলি দিয়ে জীবন ত্যাজপাতা করা কোন এক যুবকের মাসিক আয় ২০হাজার টাকাও না।
আমি অবাক হয়ে জানতে চাইলাম তাহলে তুই জব করবি কেন তবে? জবাব দিল, কৃষিকাজ করে আর হয়? একটা ইশটাটাস লাগে না! চাকরী বাকরি না করলে সম্মান পাওয়া যায়!

আমি চুপ করে মাথা নাড়ালাম। এরপর ঘুরে ঘুরে ওর খামার-ক্ষেত দেখতে লাগলাম আর মনে মনে আওড়াতে থাকলাম ইশটাটাসের *** **

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের দেশে বেকারত্বের একটা কারণ এই ইশটাটাস সমস্যা। সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন প্রয়োজন। আপনার বন্ধু ভালো আছে কিন্তু সে বুঝতে পারছে না।

১৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪০

সালাহ উদ্দিন শুভ বলেছেন: সে উপলব্দি করতে পারছেনা যে কতটা কমফোর্ট জোনে রয়েছে। আমাদের দেশের মানুষের নেতিবাচক মনোভব এবং ভুল শিক্ষার কারনে নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকতে পারেনা অধিকাংশ মানুষ। এই ইশটাটাসের দোহাই দিয়ে জীবনটা মানুষিকভাবে খুব বাজেভাবে পার করে।

২| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: আমার জমিজমা থাকলে আমি চাষাবাদ করতাম। শিক্ষকতা আর কৃষি কাজ মহৎ পেশা।

১৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫৭

সালাহ উদ্দিন শুভ বলেছেন: আমার এখনো স্বপ্ন আছে ভাই, এগ্রো নিয়ে কিছু একটা করার।

৩| ১৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৪৫

নীল আকাশ বলেছেন: যতদিন এই দৃষ্টিভঙ্গি না পাল্টাবে তত দিন দেশের উন্নতি অসম্ভব। যে কোন কাজকেই সম্মান দিতে হবে। অথচ আমরা সেটা দেই না। সুন্দর পোস্ট। ধন্যবাদ।

১৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:০২

সালাহ উদ্দিন শুভ বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুচিন্তিত মতামতের জন্যে। :)

৪| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৬

সোহানী বলেছেন: চমৎকার বলেছেন। এই ইশটাটাস এর ধাক্কায় আমরা জীবনভর ধাক্কাই খাই আমরা। সবার মতো আমিও বলি, দৃষ্টিভঙ্গী পাল্টাটে হবে।

১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:২৭

সালাহ উদ্দিন শুভ বলেছেন: ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্যে।

৫| ২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:০১

কবিতা ক্থ্য বলেছেন: আমার ইশটাটাস নাই কোনো।

২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৪

সালাহ উদ্দিন শুভ বলেছেন: থাকলে নিজেরই কপাল পুড়তো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.