নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে করে তোকে ছুঁয়ে দেই---!

১৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২২

>অ্যাই কি করিস?

> অই কাজে যাচ্ছি একটু গাড়ীতে বসে আছি!

>আমি থাকি তোর সাথে?

>হু! থাক!

>কতক্ষন লাগবে?

>এইতো দুই ঘন্টা!

>খেয়েছিস তুই?

>না রে! খাইনি! ওকে দাঁড়া! সামনে একটা দোকান দেখে কিছু খেয়ে নেই!

>হু! খেয়ে নে!

> অই, দোকানে দাঁড়ালাম ! ওয়েট, খাবার আনি!

>ওকে! কি আনছিস?

>খিচুরি/ ডিম/ মাংস! আয় তোকে খাওয়াই দেই?

>উহু! আমি খাবো না! এখন খেলে বমি করে দেবো?

>কেন রে?বমি কেন?

>একটু আগে খেয়েছি!

>ওকে! আমি খাই! আচ্ছা , নে একটু খা?

>না রে! বমি করে দিলাম কিন্তু! ওয়াক! ওয়াক! হাহহা! দেখ তোর গায়ে বমি করে দিয়েছি!

>দূর! শালা হারামী! আমার খাওয়াটাই নষ্ট করে দিলি!

>অ্যাই ! কি বলিস? আমি তো দুষ্টামি করলাম! প্লিজ জান, খেয়ে নে!

>অই আর খেতে পারুম না! থাম, চা আনি!

>মাফ করে দে প্লিজ!

>দূর বোকা! আমার খাওয়ার শেষের দিকে বলছিস! সমস্যা নাই! চা আনালাম!

>আমি খাবো! দুটো পাইপ নিয়ে আয়! এক কাপে দুই পাইপ দিয়ে দুজনে এক সাথে চুমুক দেবো কেমন?

>বাহ্‌! দারুন বলছিস তো সুইটি! ওকে আমি পাইপ আনি!

>না থাক রে! এটাও তো আমার কপালে নেই! তুই তোর বৌয়ের সাথে ওভাবে খাস! আমার তো পোড়াকপাল! এভাবে কখনো তোর সাথে খাওয়া হবে না রে!

>এভাবে বলিস না ...বানু! কষ্ট হয়! খুব কষ্ট হয়! ইচ্ছে হয় তোকে ছুঁয়ে দেই!

>দে না! আমি কি তোকে মানা করেছি? কিন্তু আমি তো পারবো না!

>লাভ ইউ সুইটি! এভাবে বলিস না প্লিজ! বুকের ভেতরটা কেমন করে!

>লাভ ইউ বললি কেন? আমাকে কাঁদালি কেন?

>আয়, কাছে আয়, বুকে এসে চুপ করে থাক! দেখ আমি তোর চোখের পানি আলতো করে শুষে নিচ্ছি আমার ঠোঁট দিয়ে!

কাঁদিস নাবাচ্চাদের মত!

>তাহলে কি করবো বল?

>চুপ করে থাক সোনা! ভালবাসি!ভালবাসি!

>আর বলিস না এভাবে! হু! ভালবাসি! ইচ্ছে করছে...।।

>বল--কি ইচ্ছে করছে?

>থাক- এই না বলা কথাটা ---এভাবেই থাক। ভালবাসি!

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

ছ্যাকামাইছিন বলেছেন: ভালোবাসা বলিয়া কিছু নাই । সবই শরীর :(

১৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: উহু! এখানে শরীরের কথা বোঝানো হয়নি! ছুঁয়ে দেয়া মানেই শরীর নয়! অনেক দূরে থাকা একটা মানুষের আকুতি এখানে প্রকাশ পেয়েছে!

২| ১৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

ছ্যাকামাইছিন বলেছেন: আমি সেইটার কথাই বললাম । ছুয়ে দেয়ার আকুতিটাই আমাদের অবচেতন মনের শরীরী ভালোবাসার প্রকাশ।

'ভালোবাসা' হচ্ছে ভদ্রসমাজে শারিরীক মোহ এবং আকুতি প্রকাশের একটি খোলস টাইপ শব্দ ।

প্লেটোনিক ভালোবাসা কেবল বইতেই পাওয়া যায় ।

ধন্যবাদ

৩| ১৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

ছ্যাকামাইছিন বলেছেন: এনিওয়ে কবিতা সুন্দর হয়েছে ।

পূর্ণেন্দু পত্রীর কথোপকথন এর সাথে কিছুটা মিল আছে

১৭ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাজার হাজার মাইল দূরে থাকা ছেলেটা- মেয়েটার - ছেলেটির সাথে এক সাথে এক কাপে দুটো পাইপ দিয়ে এক সাথে চায়ে চুমুক দিতে না পারার যে আক্ষেপ বা কষ্টের কথা বলেছে- ছেলেটা শুধু মেয়েটার সেই কষ্টটাকে ছুঁয়ে দিতে ছেয়েছে! কখনো এক সাথে অইভাবে দুজনে চা খেতে পারবে কি না এটা ভেবে যে কষ্টটা মেয়েটা পেয়েছিলো- ছেলেটা শুধু সেই কষ্টটাকে ছুঁতে চেয়েছে ভালবাসা দিয়ে- এর বেশি কিছু নয়! ( ভাল করে পড়লে বা অনুভব করলে বুঝতে পারবেন) !
জীবনের কথাই বইতে বা গল্পে আসে! প্লুটোনিক লাভ বা স্পর্শবিহীন ভালবাসাও পৃথিবীতে আছে বলেই কথাটা বইতে এসেছে! জানি না, কার কথার সাথে মিল পেয়েছেন, তবে এটা একান্ত অনুভূতি ! ধন্যবাদ তারপর ও ভাল লেগেছে আপনার এই জন্য!

৪| ১৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

বৃষ্টিধারা বলেছেন: ভালো লাগলো ।

১৭ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ !

৫| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ৮:২২

বটবৃক্ষ~ বলেছেন:
ভাললেগেছে!!

এটা কবিতা ছিল!!? বুঝতে পারিনি! :(

১৭ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এটা কবিতা না! কথোপকথন ! ধন্যবাদ !

৬| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৭

সংগ্রামী বালক বলেছেন: খুব ভালো লাগলো।

১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:২১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.