নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

গুলুগুলু লুতুপুতু বাবুটা... ! ওরে বাবা কোলে না...!

১২ ই জুন, ২০১৪ রাত ৮:১৫

>>ব্যাংকে গিয়েছিলাম কাজে, যেখানে বসেছিলাম ঠিক পাশের চেয়ারে এক অল্প বয়সী মহিলা তার গুলুগুলু বাবুটাকে কোলে নিয়ে এসে বসলো ! লুতুপুতু বাবুটাকে দেখেই আদর করতে ইচ্ছে হল- তাই ওর গালটা টিপে দিলাম আর গুলুগুলুটা কি দারুন হেসে ঊঠলো ! হাত দিয়ে ওকে আবার স্পর্শ করতেই হাত বাড়িয়ে দিলো আমার দিকে, মানে আমার কোলে আসতে চায়! ওর মাও দিতে চাইলো! আমি তো ইতস্তত করতে লাগলাম - কি করে বলি-

>> সেই অষ্টম শ্রেনীতে পড়াকালীন পাবনায় ছিলাম । সেখানে বাড়ীওয়ালা চাচীর এরকম লুতুপুতু বাবুকে একদিন তাদের ঘরেই বিছানাতে বসে কোলে নিয়ে থাকি, চাচী কাজ করছিল! এর মধ্যেই গুলুগুলুটা হিসু করে দেয় আর আমি কোন দিক না তাকিয়ে সেই লুতুপুতুটাকে ফেলে দেই ধপাস করে বিছানায়! ( কারন আমার চিন্তা হচ্ছিল- পিচ্চি হিসু করছে গায়ে এখন তো নামায হবে না- আর আমি নামায ছাড়ি না কিন্তু সে সময় বিকল্প ব্যবস্থা যে আছে তা ভাবি নি!) ! লুতুপুতু তো অহি কান্না! চাচী দৌড়ে এসে অইরকম ঝাড়ি! বলে- দেখবো তোমার বাচ্চা হলে কি কর? এরপর থেকে কান ধরে আর কোন এরকম লুতুপুতু বাচ্চাকে কোলে নেই না... এমনি আদর করি কিন্তু অরে বাবা কোলে না...!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৪ রাত ৮:৩৬

ঢাকাবাসী বলেছেন: ধপাস করে বিছানায় ফেলে দেয়াতে বাচ্চাটা আহত হতে পারত, তাইনা? আর অযু নস্ট হবে ভেবে এরকম কাজ করাটা ধর্ম সমর্থন করেনা মনে হয়। ধন্যবাদ।

১২ ই জুন, ২০১৪ রাত ৮:৪৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি তো লিখেছি ভাইয়া, যে অই সময় আমি কোন দিক না তাকিয়ে নামায নষ্ট হবে এটা ভেবেছি কিন্তু বিকল্প ব্যাবস্থা যে আছে সেটা ভুলে গেছি...! এটা কিন্তু আমার অজান্তে হয়েছে এবং অবশ্যই যে ভুল হয়েছে সেটা পর মুহূর্তে বুঝেছি! আমার বয়সটা কিন্তু তখন বিবেচনায় রাখে!

২| ১২ ই জুন, ২০১৪ রাত ৮:৪৮

হেডস্যার বলেছেন:
আপনি পকেটে একটা বেবী ডায়াপার রাখতে পারেন।
লুতু পুতু বাবু দেখলেই আদর করবেন, আর কোলে উঠাতে চাইলে আগে ডায়াপার পরিয়ে নেবেন।

আর সব চাইতে ভালো হয় যদি আপনি একটা রেইন কোট পরে নেন।

১৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাইয়া, মজা করেন! আমি সেই তখন থেকে হিসুর ভয়ে না... যদি ফেলে দেই এই চিন্তায় গুলুগুলু কোন পিচ্চিকে কোলে নেই না!

৩| ১৩ ই জুন, ২০১৪ বিকাল ৩:১১

ক্ষুদ্র খাদেম বলেছেন: হেডস্যার কামের কথা কইসেন !:#P !:#P :P

৪| ০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০১

চানাচুর বলেছেন: বাচ্চাদের থেকে সবসময় ১০০ হাত দূরে থাকাই উত্তম :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.