নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>গাউসিয়া মার্কেট মানেই ঠেলা-ঠেলি...আর মেয়েদের স্রোত সাথে ছেলেরা তো আছেই! এখানে গেলে নিজে হাঁটতে হয় না।। স্রোতের আর মানুষের ধাক্কায় এ পাশ থেকে ওপাশ চলে যাওয়া যায়।। বসুন্ধরা/ মৌচাক বা অন্য কোথাও যাই না কেন, গাউসিয়ায় না গেলে কেন যেন শপিং করাটা ঠিক ঠাক মত হয় না! অনেকে হয়তো বলবে- ঠেলা খাইতে যান? না কি কম দামে জিনিস কিনতে যান? বলবো না- হ্যাঁ ! তবে এখানে শপিং করে ইচ্ছেমত পছন্দসই অনেক কিছুই পাই বলেই যাই!
>যাক- প্রসঙ্গ - গাও ছুঁয়ে যাওয়া ...! এখানে শত শত মানুষের ভিড়ে এক শ্রেনীর ছেলে/ পুরুষ নামক অমানুষও যায়... যারা সুযোগের স্বদব্যবহার করতে ছাড়ে না! এরা ইচ্ছে কৃত ভাবে গুতা বা ঠেলা দিবেই ! কখনো একা যাই না, সব সময় খালা/ মা থাকেই! খালা গেলেই পেছনে থাকে আর সামনে চিপায়-চুপায় মেয়েদের পাশ দিয়ে আমি চলার চেষ্টা করি! এবার গিয়েও তাই করছিলাম- কিন্তু শপিং করতে করতে এ দোকান সে দোকান এর মধ্য দিয়ে যেতে যেতেই এক বদমাশ পাশ দিয়ে যাওয়ার সময় ইচ্ছে করেই মারলো ধাক্কা, পড়ে যাওয়ার আগেই (বুঝতে পেরে) ঘুরে বদমাশের পিঠে দিলাম জোরসে খামচি! (সুয়ারেজের মত কামড়াতে পারি নাই) ! বদমাশ শুধু ঘুরে পিঠে হাত দিয়ে ঠেলা-ঠেলি করে ভেগে গেল, বুঝেছিল ঘুরে দাঁড়িয়ে কিছু বললেই আরো কিছু হতে পারে।
>>আফসোস ডান হাতের নখ বড় ছিল না নইলে খামচি দিয়ে ওর পিঠের চামড়া অন্তত ছিল্লা দিতে পারতাম... ! কিছু মানুষ থাকে যাদের সামনে গায়ে বস্তা পড়ে গেলেও তারা মেয়েদের দিকে কুদৃষ্টি দিতে কিংবা এ ধরনের অপকর্ম করতে পিছ-পা হয় না!
২৯ শে জুন, ২০১৪ দুপুর ২:৫২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু... যাদের মানসিকতার আর কুরুচির পরিবর্তন কখনোই হয় না!
২| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ২:৪৯
রাহুল বলেছেন: এক শ্রেনীর ছেলে/ পুরুষ নামক অমানুষও...
এদের থেকে সাবধান! শুভকামোনা
২৯ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া সাবধান তো অবশ্যই থাকি...তবুও ঘটে যায়! অনেকদিন পর দেখলাম!কেমন আছেন?
৩| ২৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৩
রাহুল বলেছেন: না গিয়ে পারবেন না।ওখানে যারা একবার যায় তারা আজীবন যাবেই তাই সাবধান হতে বলা ছাড়া কিছু বলার নাই।
ভালো আছি।তবে জব নিয়া বিজি ছিলাম ।আপনার লেখা দেখে পড়ে ফেললাম...।
২৯ শে জুন, ২০১৪ রাত ৮:১৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ...!ধন্যবাদ !
৪| ২৯ শে জুন, ২০১৪ বিকাল ৪:১২
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: চিপা-চুপা দিয়ে চলার মত মেয়েরা যেমন আছে তেমন ছেলেরাও আছে। ওখানে বেশীরভাগ মেয়েই বেপরওয়া হাঁটে কারন কথিত ঠেলা লাগলেই সেটা ছেলেদের দোষ ধরে নেওয়া হয় বিধায় যাতে গাও ছুঁয়ে না যায় সে জন্যে অনেকটা ব্রজিলিয়ান জাগো বনিতো স্টাইলে কাটিয়ে-কুটিয়ে চলে অনেক ছেলে। একবারে নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি।
মেয়েদের জন্য সুবিধা হলো তারা অক্রান্ত হলে খাঁমচি দিয়ে ধরতে পারে কিন্তু ছেলেদের ..................?
একবার ভাবুন তো কোন মেয়ে কোন ছেলেকে ধাক্কা দেওয়ায় ছেলেটি মেয়েটিকে খামচি দিয়ে ধরেছে !! কি হতে পারে ?
২৯ শে জুন, ২০১৪ রাত ৮:১৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি আমারটা বলেছি আর আপনি আপনারটা , আমি আপনারটাও এড়িয়ে যেতে পারি না! তবে একটা ব্যাপার কি জানেন?- অজান্তে ঘটে যাওয়া আর ইচ্ছে কৃত ভাবে ঘটানো এই দুটো তে কিন্তু পার্থক্য আছে! আমার ক্ষেত্রে ইচ্ছে কৃত ভাবে সে এসে আমাকে ধাক্কা মেরেছে, কারন আমি স্পষ্ট দেখলাম, সামনে থেকে সে আসছে আর পাশ কাটিয়ে যাওয়ার সময় আমার কাঁধের সাথে ধাক্কা দিয়ে গেল... !
৫| ২৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:৫৪
আমি ইহতিব বলেছেন: জামাই ছাড়া গাউসিয়া যাইনা। ওকে নিয়ে গেলেও অনেক দেখে শুনে ভিড় কমলে তারপর পথ চলি। অনেকবারই এসব বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। আপনাকে অভিনন্দন অন্তত একজনকে হলেও ভড়কে দিয়েছেন বলে।
২৯ শে জুন, ২০১৪ রাত ৮:১৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু আপু! পরিস্থিতিকে একটু সামলে নিয়েছিলাম। আমিও কখনো একা যাই না!
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০১৪ দুপুর ২:৪১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সামজিক অসচেতনতা, কুশিক্ষা ও শিশুকাল থেকেই 'মানুষ না , পুরুষ 'হিসেবে গড়ে তোলার ফলাফল এই সব হীন নারীমাংসলোভী অমানুষের দল।