নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ঈদ রঙ্গ!১!

২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০৭

ঈদ রঙ্গ!



## অ্যাই তুই কোন পাখি রে...?

>>পাড়ার সব ছুকড়িদের (মেয়ে) ডেকে জিজ্ঞেস করেছিলাম, অ্যাই কে কোন পাখি বল? সবাই মুখ বেকিয়ে বলেছিল - কোন পাখি মানে কি? বললাম- খালি পাখি পাখি কইরা সবাই নাচতেছো-- আর পাখির নাম জানো না...কে কোন পাখি এইটাও জানো না...কেমন কথা? সবার উত্তর জানি না!

>>এইবার এক একজন ছুকড়িকে বললাম- অই তুই ঈগল, তুই টিয়া, তুই ময়না, তুই চিল আর তুই কাউয়া পাখি! এইবার আর যায় কই- যাদের বলছি- চিল আর কাউয়া পাখি, সব গুলা তুমি কোন পাখি দেখা যাবে ঈদের দিন এই বইলা ভেংচি!

>>বললাম- আমি পাখির ওল্ড ভার্শন খুশি! আর জানোই তো- ওল্ড ইস গোল্ড ! সো...



## দাম বাড়ানোর গল্পে...কে কে আছেন হাত তুলেন...?

>> আমাদের কিছু স্বভাব আছে- মানে বাঙালির, ১ কে ১০ বানানো, ১০ কে ১০০ বানানো, ১০০ কে ১০০০ বানানো! এই যেমন ধরেন- ঈদের জামা/ পাঞ্জাবি কেউ কিনলো- ১২০০/ টাকায় এরপর শুরু হবে দাম বাড়ানোর গল্প-



- পাড়া-প্রতিবেশীর কাছে- সেই দাম ২৫০০/-

- কাজিনদের কাছে- ৩২০০/-

- বন্ধু-বান্ধবীর কাছে- ৩৯৯৫/-

- জিএফ/বিএফ এর কাছে- ৪৫০০/-

- এরপর এফবিতে- মাত্র ৫৯০০/- !

>>এইবার হাত তুলেন কে কে এই দাম বাড়ানোর গল্পে আছেন,

কে কেমন দামে এবারের ঈদের শপিং করেছেন?



##আপি জি পার্লারে চললা না কি... ? !

(ছেলেরাও পার্লারে যায় এন বাসায় ঘষা -মাজা করে!) !

>>বদমাশ বিচ্ছুগুলার চোখ মেরে ডায়লগ! একটু কাজে বাইরে যাচ্ছিলাম, বারান্দায় বসে সব কাজিনগুলা গ্যাজাচ্ছিল- তার মধ্যে থাকা ছোকরা কাজিনগুলি হৈ হৈ করে বলে উঠলো-

আপি জি পার্লারে চললা না কি- এখুনি চুনকাম আর প্লাস্টার করতে? না কি আর কি কি সব আছে - অই জন্য? !

>>বললাম- বান্দররেরা, তোরা যে কালকেই জেন্টস পার্লার থেকে ঢুঁ মেরে এসেছিস, সেটা বুঝি আমরা জানি না ...হু? আর আমাদের কাছ থেকে যে, ফেশওয়াশ, ফেসিয়াল ক্রিম নিয়ে গিয়ে গালে ঘষা - মাজা করছিস সেটা কে বলে রে শুনি? !

>>> ঈদের আগে পার্লারে কিংবা বাসায় ঘষা - মাজা শুধু মেয়েরাই করে না, ছেলেরাও পার্লারে যায় এন বাসায় ঘষা -মাজা করে! এইবার হাত তুলেন কে কে পার্লারে গিয়েছেন, কে কে বাসাতেই ঘষা -মাজা করছেন? !





মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০৪

মনিরুল হাসান বলেছেন: ছোট বেলায় দেখতাম বড় বোনদের ছোটরা 'আপা' বলে ডাকে। একটু বড় হওয়ার পর দেখলাম বড় বোনদের ছোটরা 'আপু' বলে ডাকে। এখনকার পিচ্চিরা বড় বোনদের 'আপি' বলে ডাকে। নিকট ভবিষ্যতে সম্ভবত 'আপে' বলে ডাকবে। :)

২৬ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ডাকাডাকি নিয়ে মাথা ব্যাথা নেই ভাইয়া! সেটা বেয়াদবি না হলেই হল! ওরা এক এক সময় এক একটা বলে- তখন যা বলেছিল- তা যে দুষ্টামির ছলেই বলা, এটা কিন্তু বুঝতে হবে!

২| ২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪১

ঢাকাবাসী বলেছেন: ভাল লিখেছেন তবে এব্যাপারে আইডিয়া নেই!

২৬ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহহা! ধন্যবাদ ভাইয়া!

৩| ২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪১

ঢাকাবাসী বলেছেন: ভাল লিখেছেন তবে এব্যাপারে আমার আইডিয়া নেই!

৪| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১৪

রেজা এম বলেছেন: মামা র বলা একটা গল্প খুব মনে পড়ে .। :P :P :P :P :P :P :P :P :P

২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তা গল্পটা কি?

৫| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৩

রেজা এম বলেছেন: সুচ হইতে ফাল এর গপ্পো !!! এহানে বলা যাবে না ,,, ;) ;) ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.