![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>>এরা না বোঝে কারো কথা... না শোনে কারো বারন! অবাক হয়ে গেলাম! খুব বেশি দূর যেতে হবে না! আমার পরিবার থেকেই ধরি- আমার কিছু পরিচিত ছেলে/মেয়ে এবং কাজিন (ছেলে) দের দেখলাম, এরা যা বোঝে তাকেই সঠিক ভাবে ধরে নেয়, সেটা ভুল হলেও/ অন্যায় হলেও! আবার এদের যদি ভুলটা ধরিয়ে দেয়া যায়, বলা হয় এটা অন্যায়, তোমার শোধরানো উচিত কিংবা কাজটা ঠিক হয়নি- তখনও এরা বোঝে না! মানে এক কথায় নিজে যা করে তাই ঠিক, সেটা ভুল হলেও!
>>নিজের পরিবারের বাইরে আরো বেশ কিছু এ প্রজন্মের ছেলে/ মেয়েকে দেখলাম এরকম! যাদের কাউন্সিলিং করার উপায় নেই! বোঝানোর উপায় নেই! বরং ভাল কথা বললেও কিংবা ভুলটা ধরিয়ে দিলেও এদের চোখে খারাপ হতে হয়! আরো যে কত কি দেখতে হবে কে জানে? অথচ নিজ পরিবার থেকেই এ ধরনের ছেলে/মেয়েদের ভাল কে ভাল খারাপ কে খারাপ চিনতে শেখানো উচিত কিন্তু কিছু ক্ষেত্রে এসব ছেলে/মেয়েদের কাছে পরিবারের লোকজনও খারাপ হয়ে যায় তাদের বোঝাতে গিয়ে! তবুও চেষ্টা করে যাওয়া উচিত আমাদের যেন তারা ভুল পথে পা না দেয়! তবুও আশা রাখি এ প্রজন্মের কাছে ভাল কিছুর!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কিন্তু কখনো কখনো ওদের -ওদের মত থাকতে দিলে কিছু করতে দিলে তা খারাপের দিকেই যায়, তাই তো চিন্তিত হতে হয়- ওদের ভুলগুলো দেখে!
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩০
অপূর্ণ রায়হান বলেছেন: এই কাউন্সিলিংগুলো আসতে হয় রুট লেভেল থেকে , ফ্যামিলির কাছ থেকে , একদম শুরু থেকেই । অন্যথায় , আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে , না নোয়াইলে কাঁচা বাঁশ , পাকলে করে ঠাস ঠাস !
ভালো থাকুন
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু- আমিও সেটাই বলেছি- পরিবার থেকেই প্রথম চেষ্টাটা করা উচিত! ভাল থাকুন আপনিও !
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩
সাহাদাত উদরাজী বলেছেন: আমি আমার ছেলেকে দিয়েই বুঝি, খুব কম কথা শুনে! আমার চেষ্টা গুলো ওর কাছে ভুল মনে হয়। বুঝিয়ে কাজ হয় না অনেক সময়। তবে কখনো কখনো নিজ থেকেই দেখি ভাল কাজ করছে।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেটাই! খেয়াল রাখবেন তার প্রতি!
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২০
ইমতিয়াজ ১৩ বলেছেন: ওরা এরকমই। ওদের মতো করে ওদের থাকতে দিন। দেখবেন একদিন কেমন করে যেন সব ঠিক হয়ে গিয়েছে।