নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রটা কি উন্নয়ন কেন্দ্র না কি অবনতি কেন্দ্র... ?

১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০১

>যেসব কিশোর বয়সের ছেলেরা অপরাধ করে জেলে যায় তাদের সাজা না দিয়ে আগে তাদের উন্নয়নের জন্য সম্ভবত এই কেন্দ্রে পাঠানো হয়... কিন্তু আসলেই কি সেইসব কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড কমে গিয়ে তাদের অভ্যাস বা চরিত্রের পরিবর্তন হয়...? মনে হয় না... কারন--- সেখানে তাদের চরিত্র সংশোধনের কিংবা অপরাধমূলক কাজ যাতে না করে সে ব্যাপারে সেরকম কোন কাউন্সিলিং বা ব্যাবস্থা নেয়া হয় না- যদি হত তাহলে সেখান থেকে এইসব কিশোররা নিজেদের সংশোধিত করে বের হত... কিন্তু তা হচ্ছে না- ঘটছে অন্য কিছু- যেমন-
>এর আগেও এই কেন্দ্রে কতৃপক্ষের অত্যাচার এবং নানা অনিয়মের কারনে সেখানে থাকা কিশোরেরা তার প্রতিবাদে ব্লেড দিয়ে নিজেদের শরীর কেটে প্রতিবাদ জানায়!!!!! আর কতৃপক্ষ বলে- তারা মাদক না পেয়ে এই কাজ করেছে!!! কি যুক্তি!!!
>কালকের ইত্তেফাক ১৫ পৃষ্ঠার নিউজে এসেছে- গত বৃহস্পতিবার রাত ৩টায় আবারো ধারালো দেশীয় অস্ত্র দিয়ে নিজের শরীরে আঘাত করে ৩ কিশোর আহত হয়েছে!!!!! তাদের একজনের অবস্থা বেশ খারাপ!কেন্দ্রের এক কর্মকর্তা আবার বলেন- মাদক না পেয়ে তারা এই কাজ করেছে! আর আহত কিশোরের একজন বলে- কতৃপক্ষের অত্যাচারে তারা এই কাজ করেছে!!
>ঘটনার সত্যতা আসলেই কি? যেখানে কিশোরদের সংশোধনের জন্য পাঠানো হয় সেখানেই তাদের উন্নতি না ঘটে অবনতি ঘটছে আর কতৃপক্ষ কি দারুন অজুহাত দিচ্ছে? তাহলে এই কেন্দ্রের নাম উন্নয়ন কেন্দ্র না রেখে অবনতি কেন্দ্র রাখলেই তো হয়? তাই না?

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১১

হাসান মাহবুব বলেছেন: এরকম ঘটনা প্রায়ই ঘটছে। ভাববার বিষয় বটে।

১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া ভাবার বিষয় কিন্তু যাদের ভাবার কথা তারা ভাবছে না!!!!!!!

২| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৩

শতদ্রু একটি নদী... বলেছেন: ভাবনার বিষয়। কিন্তু দেশের হাজার হাজার সমস্যার মধ্যে এইসব তুচ্ছ ব্যাপার। চোখ বুইঝাই থাকি আপাতত...

১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: চোখ বুজে থাকলেই কি হবে???????????

৩| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৭

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা- এ সমস্যাটার কথা বারবার শোনা যায়।
যে সকল কিশোরকে সংশোধন করবার জন্য পাঠানো হয় তারা সংশোধনের চেয়ে বরং নতুন কোন অপরাধের সাথে পরিচিত হয়ে ফিরে আসে!


তাদের শুধু সংশোধনের জন্য যত্নে-আদরে কাউন্সেলিংনয়, তাদের পুনর্বাসনের ও ব্যাবস্থা করাটা জরুরী, নতুবা মুক্তি পেয়ে বেরিয়ে আবারো অপরাধে জড়াবার মত পরিস্থিতিতে তারা পড়তে পারে।

১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সহমত আপু আপনার সাথে......... ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.