নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>ব্যাগে চাকু/ ব্লেড/ মরিচের পানির বোতল এসব নিয়ে ঘোরা উচিৎ এবং সাথে রাখা উচিৎ ... এর আগেও বলেছিলাম এদেশে মেয়েদের সাথে পথে-ঘাটে/ ভিড়ে / বাসে- ট্রেনে যা ঘটছে তা থেকে নিজেকে নিরাপদ রাখতে কিংবা বাঁচাতে মেয়েদের ক্যারাটে শেখা দরকার ... যাতে মরার আগে/ নিজের ইজ্জত হারানোর আগে/ কুত্তাদের লেজের ঝাপ্টা/ কামড় খাওয়ার সাথে সাথে নিজেরাও কামড়ে দিতে পারে...
>বহুত হইছে নারী নির্যাতিত/ ধর্ষিত / কিংব যৌন হয়রানীর শিকার হলেই পোশাকের প্রসঙ্গ আনা... নারী সব দেখাইয়া চলে এই শুনতে শুনতে গা ঘিন ঘিন করাটাও বন্ধ হয়ে যাচ্ছে... বাপজানরা তোমরা কেন রাস্তায় দাঁড়াইয়া নিজের পাইপ বের করে পানি ছেড়ে দাও...? কই কোন নারী তো সেইটা দেইখা তোমাদের পাইপ ধইরা টানতে যায় না...! তোমরা কেন প্যান্ট নাভি থেকে নীচে পইড়া রাস্তায় বের হও... আর বাসে/ ট্রেনে উঠতে গিয়ে কিংবা হালতে গিয়ে/ হাত উঁচু করতে গিয়ে তোমাদের নাভির নীচের পাইপের আগ পর্যন্ত সব দেখা যায়... প্যান্টের সাথে পড়া জাইঙ্গা পর্যন্ত নারীদের সামনে চলে আসে... কই কোন নারী তো তা দেইখা তোমাদের প্যান্ট ধইরা টাইনা ল্যাংটা কইরা ছাড়ে না... !!!! তোমরা কি ধইরা নিছো তোমাদের সুরসুরি আছে নারীদের নাই...? আছে নারীদের ও সুরসুরি উঠতে পারে কিন্তু তফাৎটা এখানেই নারী এখনো তোমাদের মত কুত্তা/ জানোয়ার/ পশু হয়ে যায় নাই... !! জানি এইসব বইলা লাভ নাই...
>তাই বলি কি... নারী নিজেকে বাঁচাতে তুমি কিছু উপায় খুঁজে নাও... নিজেকে রক্ষা করতে কিছু এমন উপায় শিখে নাও যাতে মরার আগে দু/ এক ঘা দিয়ে মরতে পারো...
১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অবশ্যই রাজপুত্র! মূল্যবোধ এবং দৃষ্টি সংযত রাখা এবং সংযত ভাবে চলাফেরা করা নারি/ পুরুষ উভয়ের উচিৎ ! হু... আমার বরাবর-ই মনে হয় মেয়েদের এখন ক্যারাটে শেখা উচিৎ এবং বিশেষ করে পরিবার থেকে এই শেখার ব্যাপারে সহযোগিতা করা উচিৎ নয়ত এরকম ঘটনা শুধু কালে-ভদ্রে না প্রতিদিন ঘটতে শুরু করবে... ! আমিও জাস্ট থমকে গিয়েছিলাম......।
২| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: স্কুল পর্যায়ে আত্মরক্ষার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।
১৭ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সেখান থেকেই কিছু শেখানোর ব্যাবস্থা করা যেতে পারে!
৩| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২০
সানোয়ারুল ইসলাম বলেছেন: এর জন্য শুধু ঐ পশু গুলোই দায়ী নয়। তারাতো কুত্তালিশ (পুলিশ) - কে পঞ্চাশ টাকার একটা করে নোট গুজে দিয়ে অন্য কোথাও আবার পশুগিরী করছে।তাদের কথা কিছুই বলার নাই।তাদের কে তৈরী করেছে ? তাদের এমন হওয়ার পেছনে এই সমাজ এই দেশ এই শিক্ষা ব্যবস্থা সব দায়ী।যে শিক্ষা ব্যবস্থা চলছে তাতে ঐ পশুদের পাল ছাড়া একটা সভ্য মানুষও তৈরি হচ্ছে না।ঢাবিতে ৯৫% ছাত্রই ভাল জব আর লাইফ স্টাইল এর জন্য ভর্তি হতে চায়।ভাল জব পাবে না এই কথা বলা হলে কজন এখানে শিক্ষার জন্য আসত? দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এখন শিক্ষা দেয় ক্যমনে পেটে কিছু দিতে পারবে ক্যমনে কিছু মাল পাতি কামাই করতে পারবে ।প্রকৃত শিক্ষা এখানে দেওয়া হয় না।নৈতিকতা, জিবন বোধ,স্নেহশীলতা ,সম্মান দান আচরণ শিক্ষা ইত্যাদি আমরা গ্রামের ঐ মক্তবে পেয়েছি ।তাই বলা যায় গ্রামের ঐ মক্তব ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় অপেক্ষা অধিক মর্যাদার অধিকারি,তার উস্তাদজি জাফর কায়কোবাদের থেকে অধিক সম্মানের অধিকারি ।সময় এসেছে সকল বিশ্ববিদ্যালয়ে চাকরির জ্ঞান,দুনিয়ার জ্ঞান পেট চালানোর জ্ঞান (এজন্য বললাম যে যদি আর্টসে পড়েন মার্কেটিং, ইকোনোমিক্স ইংরেজি হাই চয়েস আবার সাইন্সে ম্যাথ,সিএসই বা ফার্মেসি। ছাত্ররা এই পড়া কেন পড়ে আর পড়ে কি শেখে জানাই যাচ্ছে) -এর পাশাপাশি জিবনের মানে শেখানো, নৈতিকতা শেখানো, খোদাভীতি তৈরির মাধ্যমে এরকম পশুর মত আচরণ বন্ধ করতে শেখানো জ্ঞানও সিলেবাসে অন্তর্ভূক্ত করে নেয়ার।
১৭ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন:
হু এধরনের ব্যাবস্থা নেয়া দরকার!
৪| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪১
নতুন বলেছেন:
পেপার স্প্রে রাখা শুরু করতে হবে নারীদের এখন থেকে...
বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশও এগিয়ে যাচ্ছে...
১৭ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সিরিয়াসলি মেয়েদের এখন আত্মরক্ষার্থে এসব ব্যবহার করা দরকার!
৫| ১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৪
রিকি বলেছেন: আপু আমাদের সমাজের সব থেকে বড় সমস্যা দাঁড়িয়ে গেছে এখন মূল্যবোধের অভাব আর পার্থক্য করে দেখার মানসিকতা...মানুষ দুই শ্রেণীর: পুরুষ এবং নারী...এই চিন্তার মূলোত্পাটন যতদিন সম্ভব হবে না পুরুষ এবং নারীর যুগ যুগান্তরের বৈষম্য কোনদিন শেষও হবে না...মানুষ উন্নত হচ্ছে আপু এইটা যেমন সত্যি, চিন্তা চেতনা মধ্যযুগীয় আমলের পুরুষ-নারী নিয়ে অনেক মানুষেরই এইটা আরেকটা নির্মম বাস্তব..! পোস্টে এতগুলো লাইককককককক...ভালো থাকবেন আপু.
২০ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:০৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাইয়া মূল্যবোধের অভাব আর পার্থক্য করে দেখার মানসিকতা......। আসলে দিন দিন বিষয়গুলো এত খারাপ হয়ে যাচ্ছে... ভাবলেই ... শুনলেই ভয়ে শিহরিত হয়ে যাই।। এত্ত লাইকের জন্য অনেক ধন্যবাদ ভাই... এবং অবশ্যই বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন দেখে ভাললাগা রইল! ভাল থাকবেন আপনিও
৬| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৩
রিকি বলেছেন: নামে বিভ্রাট হইলেও আমি কিন্তু ভাইয়া নই!!!! I'm also belonged to XX chromosome.... as like as you and many other
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: পোষাক অনেক পরের ব্যাপার ঈপ্সিতা। মূল্যবোধ আর দৃষ্টি সংযত রাখাটাই গুরুত্বপূর্ণ। তাছাড়া এ ধরনের কাজ মানুষের না। তাই পশু সম্প্রদায়ের হাত থেকে বাঁচার জন্য ক্যারাটে শেখা যেতে পারে।
আমি খবর শুনে জাস্ট স্তব্ধ হয়ে গেছিলাম। দিন দিন কোন দিকে যাচ্ছি আমরা।