নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>মনে পড়ে ক্লাস থ্রিতে দিনাজপুর গার্লস স্কুলে পড়াকালীন স্কুল ব্যাংকিং সিস্টেম ছিল। সে সময়ে সম্ভবত জনতা ব্যাঙ্ক থেকে এই সিস্টেম চালু ছিল, দিনটা মনে নেই, সপ্তাহ কিংবা মাস হিসেবে ব্যাংক থেকে অফিসার আসত , যার যেমন খুশি টাকা জমা দিত, সেই ৫ টাকা থেকে শুরু! টাকা জমানোর ইচ্ছেটা মনে হয় তখন থেকেই জাগ্রত হয় এরপর যত বড় হতে থাকি, হাত খরচ বা টিফিনের টাকা বাঁচিয়ে কিংবা সেখান থেকে কিছু খরচ করে বাকিটা জমাতাম! এভাবে যেকোন সময়ে যেকোন ভাবে আসা টাকা, যেমন- দুই ঈদে মোটা অঙ্কের সালামী থেকে খরচ করে কিছু জমানো, জন্মদিনে পাওয়া টাকা থেকে খরচ করে জমানো এভাবে সঞ্চয়ী হতে শিখি, ঠিক সেই ধারাবাহিকতায় স্কুল/ কলেজ / বিশ্ববিদ্যালয় এ এসেও তা অব্যাহত রাখি!
> যার ফলে অনার্স পাশ করার পর থেকে চাকরীর জন্য বিভিন্ন জায়গায় আবেদন করতে গিয়ে বাবা- মা’র কাছে হাত পাততে হয়নি! কারন বেশ ভাল অংকের টাকা জমেছিল, যদিও তারা তবুও হেল্প করতেন, তাদের দায়িত্ব পালন করতে চাইতেন তবে আমি নেহায়েত ঠেকায় না পড়লে অন্তত চাকরীর আবেদনের জন্য টাকা নিতাম না! এভাবে জব এ ঢুকার পর, বেতনের টাকার এক অংশ যেমন খরচ করি, অপর অংশ জমাই এবং জমানোর চেষ্টা করি, একটা বিশেষ উদ্দেশে! আবার ঠেকায় পড়লে সেই জমানো টাকা থেকেও খরচ করি! যাক, সেই ধারাবাহিকতায় নিজের খরচ যেমন নিজে চালাতে পারি তেমনি বাবা-মা’র কাছে সেই ২০০১ থেকে টাকা চাইতে হয়নি, যেটা তারা দেয় সেটা বাদে!
>> একজনের ৯০ হাজার টাকা বেতনের টাকার খরচাপাতি যা শুনলাম তাতে তব্দিত হলাম, এরকম বেহিসেবী পোলার কি হপ্পে রে...
>> সে যাক- আপনিও চেষ্টা করে দেখুন---
১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাচ্চুমনি সঞ্চয়ী মানে কিপাটামো নয়... আবার কয়দিনের এই দুনিয়া এইটা ভেবে শুধু টাকা- পয়সা উড়ানোর কোন মানে নেই... কারন বেহিসেবী খরচে রাজার ভান্ডার ও শেষ হয়ে যায় বুঝলা?
২| ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৩
আরাফাত হোসেন অপু বলেছেন: হা হা হা হাহাহা........মাঝে মাঝে ইচ্ছা হয় নিজের জন্য একজন একাউনটেন্ট রাখি.....জানি কোনো লাভ নাই.....এলোপাথাড়ি খরচ তার নিজের গতিতেই চলিবে........................
১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাআহ কিন্তু সেটা তো ঠিক নয় ভাই! বেহিসেবী খরচে রাজার ভান্ডার ও শেষ হয়ে যায় ......
৩| ১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
হাসান মাহবুব বলেছেন: তমি তাইলে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এক তরুণী! আমি তো ভাবতাম ক্লাশ নাইন টেনে পড়ো,
১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি পিচ্চি না তো ভাইয়া... এম এস কমপ্লিট করেছি সেই কোন কালে... ! বলা যায় না আপনার থেকেও বয়সে বড় হতে পারি ...হাহাহ!
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৪
শায়মা বলেছেন: সঞ্চয়ী হবো!!!!!!!!!!
কি লাভ এই জীবনে তাহলে আর!!!!!!!!!