নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>বাবা- মা’র অবাধ্য হওয়ায় এবং উচ্ছৃঙ্খল জীবন যাপনের কারনে অতিস্ট হয়ে বরিশালের সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনী পড়ুয়া ছাত্রী মুনার বিরুদ্ধে বাবা মামালা করেছেন আদালতে! মেয়ে ছিলো পুরাই অবাধ্য চাল-চলনে, লাইফ স্টাইলে (ঘটনা জানতে চোখ রাখুন ইত্তেফাকের আজকের ৪ পাতায়) ...।।
>আমি বলবো বেশ করেছেন বাবা! যেসব ছেলে মেয়েরা পারিবারিক শাসন কে অগ্রাহ্য করে, পারিবারিক নীতিমালা ভংগ করে যাচ্ছে-তাই জীবন যাপন করে, তাদের বাবা- মা’রা যদি তাদের শাসন করে ঠিক মত গড়ে তুলতে না পারে, তাদের চাল-চলনের পরিবর্তন করতে না পারে, এবং তাদের ভুলগুলোর শোধরানোর সব চেষ্টাই যদি বিফলে যায় তাহলে তাদের আইনের হাতেই তুলে দেয়া উচিৎ! এরপর তাদের শোধরানোর চেষ্টা করা হোক!
>> জানি কোন বাবা-মা’ই চাইবে না তার সন্তান আদালতে যাক বিচারের জন্য! কিন্তু কিছু বর্তমান যুগের কিছু ছেলে/মেয়ের আচরন/ চাল-চলন, লাইফ স্টাইল সত্যি অবাক করার মত! তারা নিজেদের অবস্থানে সন্তুষ্ট নয়, তারা শৃঙ্খল জীবন যাপনে অভ্যস্ত হতে চায় না... আজিব কারবার!
>> একটা ছেলে যতটুকু স্বাধীনতা পায় তার থেকে বেশী স্বাধীনতা আমার বাবা- মা আমাকে দিয়েছিলো... এখন পর্যন্ত দিয়ে রেখেছে কিন্তু কখনো আমি আমার লিমিট ক্রস করিনি আর এটা সম্ভব হয়েছে নিজের ঐকান্তিক ইচ্ছেয়...আমি কখনো আমার বাবা-মা’র বিশ্বাস আস্থাকে ভংগ করিনি... আশা করছি করবো না...
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না ভাইয়া সব টাই বাবা- মা’র অক্ষমতা না আজকালকার ছেলে/ মেয়েরা অল্পতে তুষ্টি থাকে না, নিজের অবস্থানে সন্তুষ্ট থাকে না, অনেকেই বখে যায় সঙ্গ দোষে ......
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯
হানিফঢাকা বলেছেন: আমার জানতে ইচ্ছা করছে এখন এই মেয়ের পক্ষ হয়ে কে মামাল লড়বে আর এর খরচ কে দিবে?
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমার ও জানতে ইচ্ছে হচ্ছে- এরপরের ঘটনা...?
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রায় দেড়যুগ আগের কথা, আমি একটা ছেলেকে পড়াতাম, ক্লাস এইটের স্টুডেন্ট, ধানমণ্ডির সোডাতে পড়ত। একদিন পড়াতে গেছি, তার মা এসে বিচার দিল, যা উনি রেগুলার দিতেন। সেদিনের বিচার ছিল খুব দুঃখজনক, ছেলে মায়ের গায়ে হাত তুলেছে! আমি শুধু একটি কথাই বলেছি, "প্রথম যেদিন সে আপনার চোখে চোখে রেখে বেয়াদবি করেছিল, সেদিনই আপনার উচিত ছিল তাকে কঠিনভাবে শাসন করা। আপনার প্রশ্রয় পেয়ে পেয়েই ওর আজ এতো সাহস হয়েছে।"
আসলে বাবা-মা'রা প্রথম দিকে নিজের সন্তানকে ভালবেসে এতো বেশী আহ্লাদ আর প্রশ্রয় দেয় যে, পরে আর সামলাতে পারে না। আমার সমবয়সী ছেলে বন্ধুদের সাথে একটা খুন করে এসে বসে ছিল, পুলিশ যখন তাকে ধরতে এল, তার মা'র কি আহাজারি,"আমার বাবু এমন কাজ করতেই পারে না..."। তাই ছেলে-মেয়েদের এমন উৎশৃঙ্খল জীবন যাপনের জন্য বেশীরভাগ ক্ষেত্রে বাবা-মা'ই দায়ী থাকে, দুএকটি ব্যতিক্রম ছাড়া।
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩১
নতুন বলেছেন: হুম আমার মেয়ের বয়স ৩.৫ মাস... মেয়ে যখন বড় হবে...আরো ২০-২৫ বছর পরে তখন নতুন পৃথিবি...
আমাদের এই টুকু সময়েই দুনিয়াতে কতপরিবত`ন তখন কি যে হবে তাই চিন্তা করি মাঝে মাঝে !
তখন কি আমরা সেকেলে বাবা/মা হয়ে যাবো? তখন কার আল্টামডান যুগের কি কি হবে তাই ভাবি..
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬
নতুন বলেছেন: সন্তানকে মানুষ করতে না পারার ব্যথ`তা সম্পূন বাবা/মায়ের....