![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচ্ছা, গতকাল সকালের শিশির ভেজা কুয়াশা কি তুই ছুঁয়ে দিয়েছিলি...?
জানিস, গতকাল সকালের কুয়াশায় আমি যখন
খালি পায়ে ঘাসের মাঝে হাঁটছিলাম
তখন টের পেয়েছিলাম অদ্ভুদ এক তুইময়তা...!
আচ্ছা, গতকাল সকালের শীত রোদ্দুর কি তুই ছুঁয়ে দিয়েছিলি...?
জানিস, গতকাল সকালের সেই শীত রোদ্দুরে ছিলো অদ্ভুদ এক উষ্ণতা ...!
আচ্ছা, গতকাল দুপুরের নিঃসঙ্গতা কি তুই টের পেয়েছিলি...?
জানিস, গতকাল দুপুরে আসা তোর মুঠোবার্তায় ছিলো অদ্ভুদ এক মমতা...!
আচ্ছা, গতকাল বিকেলের উদাসীনতায় কি তুই ফুঁ দিয়েছিলি...?
জানিস, গতকাল বিকেলে ছাদে যখন হাঁটছিলাম
আমার আঙ্গুলে ছুঁয়ে ছিলো তোর আঙ্গুল ছুঁয়ে যাওয়ার অদ্ভুদ এক শিহরণতা...
আচ্ছা,গতকাল সন্ধ্যার মিসডবার্তায় কি তুই কোন ইঙ্গিত দিয়েছিলি...
জানিস, সেই মিসডবার্তায় আমি খুঁজে পেয়েছিলাম
এক কাপ চায়ের মাঝে আমাদের সেই অদ্ভুদ হুড়োহুড়িতা...
আচ্ছা, গতকাল রাতের অনিদ্রাকে কি তুই ঘুম পাড়ানী মেসেজটা শুনিয়েছিলি...
জানিস, গতরাতের রাতনিদ্রায় ছিলো ঘুম পাড়ানী সেই মেসেজের অদ্ভুদ ছন্দময়তা...
গতকালকের দিনটা রাতটা অদ্ভুদ তুইময়তায় ছুঁয়ে ছিলো রে...
তুই কি টের পাচ্ছিস... মাথামোটাটা...
এভাবেই প্রতিদিন তোকে ছুঁয়ে ছুঁয়ে ভালো থাকি... এই আমি গাধিটা...
২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ?????????
২| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩১
প্রামানিক বলেছেন: আচ্ছা, গতকাল সকালের শীত রোদ্দুর কি তুই ছুঁয়ে দিয়েছিলি...?
জানিস, গতকাল সকালের সেই শীত রোদ্দুরে ছিলো অদ্ভুদ এক উষ্ণতা ...!
চমৎকার তুইময়তা। ভাল লাগল। ধন্যবাদ
২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু তুইময়তা তুইময়তা......।। ভালো থাকবেন দাদা!
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৬
অবনি মণি বলেছেন: গতকাল সকালের শিশির ভেজা কুয়াশা কি তুই ছুঁয়ে দিয়েছিলি...?