![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
>রাস্তায় দাঁড়িয়ে সিগারেট টানা খুব সহজ একটা কাজ, ছেলেরা খায় আমি খাবো না কেন? এই নিয়ে তর্কে খুব সহজেই জেতা যায়! খুক খুক প্রথাও ভাঙা যায়! তাই সিগারেট টাইনা বাহাদুর্নী সাইজা মজা নেয়া যায়... ! এই উত্তরাঞ্চলের-ই অনেক গ্রামে আগেকার মহিলারা বিড়ি খাইত, এখনো গ্রামগুলোতে দেখা যায় বয়স্ক মহিলারা বিড়ি খাচ্ছে! সো এটা প্রথা ভাঙার মধ্যে পড়ে না...! (কোন কোন মেয়ে গু-গোবর খ্যাত নিকোটিন টানাকে প্রথা ভাঙ্গার পর্যায়ে ফেলছে !! )
>ছেলেরা রাস্তায় মুততে পারে এই নিয়ে প্রথা ভাঙুন তাহলে! আপনিও রাস্তায় দাঁড়িয়ে প্যান্টের চেইন খুলে কিংবা সালোয়ারের ফিতা টেনে নীচে নামিয়ে মুততে বসে যান কিংবা দাঁড়িয়েই শুরু করুন! জানি তা করবেন না!
>ছেলেরা বুক উদোম করে চলতে পারে, ইচ্ছে হলেই গা থেকে শার্ট কিংবা গেঞ্জি ছুড়ে ফেলে দিতে পারে, রাস্তায় উদোম শরীরে চলতে পারে, আপনি ও এই প্রথা ভাঙুন ! বুকে ব্রা-ফ্রা, জামা/ শার্ট/ ব্লাউজ/ শাড়ির আঁচল না টেনে না পড়ে উদোম চলে একটু প্রথা ভাঙুন ! রাস্তায় উদোম হয়ে চলুন, দেখি না...সে প্রথা কিভাবে ভাঙ্গে ?
>> প্রথা ভাঙ্গুন এমন সব ক্ষেত্রে যেটা আমাদের প্রাপ্য ! যে অধিকার থেকে পুরুষেরা আমাদের বঞ্চিত করে আসছে, বঞ্চিত করছে... সেই প্রথা ভাঙ্গুন! যা আমার পাওনা পাচ্ছি না সেটা আদায় করে নিয়ে প্রথা ভাঙ্গুন... কিছু ক্ষেত্রে পুরুষ মেয়েদের দমিয়ে রাখতে চায় সেই প্রথা ভাঙ্গুন... অযথা সিগারেট টানার প্রথা ভাঙ্গা হাস্যকর নয় কি...?
>>>সিগারেট খাওয়া , রাস্তায় দাঁড়িয়ে মুতা/ উদোম চলা আমার প্রাপ্য নয় রে পাগলা ... এইসব লবালছা অধিকার চাই না... চাই মানুষ হিসেবে বাঁচতে ... এখনো এই দেশে নারী/ পুরুষের বৈষম্য দূর হয়নি সেই প্রথা ভাঙ্গা দরকার... আর বেগম রোকেয়া কি এইসব প্রথা ভেঙে নারী মুক্তির জন্য লড়েছিলেন? বেগম রোকেয়াকে কিন্তু এসব করতে হয়নি তবু তিনি পেরেছিলেন!
নারী আকাশ/ পাহাড় জয় করেছে... নারী পুরুষের পাশাপাশি সবক্ষেত্রে নিজ দক্ষতায় এগিয়ে চলুক এটাই কাম্য!
০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কিছু প্রথা না ভাঙলে নারী পুরুষের বৈষম্য দূর হবে না তাই ভাঙ্গা দরকার!
২| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৭
মহা সমন্বয় বলেছেন: নারী পুরুষের পাশাপাশি সবক্ষেত্রে নিজ দক্ষতায় এগিয়ে চলুক এটাই কাম্য!
০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু সেটাই চাই............।।
৩| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: সমঅধিকার কি এখনো পান নাই?
আর কি কি অধিকার চান বলেন.!
,
দরকার হলে দেশে আর ও আইন হবে,
দেশ রসাতলে যাক, আপনারা আপনাদের অধিকার পেলেই হইছে।। :-)
০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৫
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাই বুঝি ? শ্রমিকের ক্ষেত্রে মজুরী বৈষম্য দূর হয়েছে এমন একটা উদাহরণ দিতে পারবেন? কি নিয়ে লিখেছি আর কি নিয়ে বলেন!!! একটা কমেট ছুড়ে দিলেই হয় না! গঠনমূলক আলোচনা বা সমালচনা করতে হয় ভাই!
৪| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩০
কল্লোল পথিক বলেছেন:
ভাল লিখেছেন।ধন্যবাদ।
০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া!
৫| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৫
শায়মা বলেছেন: নারী আকাশ/ পাহাড় জয় করেছে... নারী পুরুষের পাশাপাশি সবক্ষেত্রে নিজ দক্ষতায় এগিয়ে চলুক এটাই কাম্য!
ভেরি গুড ইপ্সিমনি!
০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: খুক খুক লেবুপাতা সায়মামণি......
৬| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৪
সোজোন বাদিয়া বলেছেন: আপনার বক্তব্য সর্বান্তকরণে সমর্থন করি। এগিয়ে চলুন, সাথে আছি।
০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই.........
৭| ০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
আজিজার বলেছেন: প্রথা ভাঙার দরকাব নাই, শুধু যেটা প্রাপ্প্য তা অাদায় করে নিন। অমরা দিতে না চাইলেও। (তাই বলে সমঅধিকারের জন্য যে বাসে বেশি পুরুষ যাত্রি দাড়িয়ে সে বাসে উঠবেন না, কারণ অাপনি উঠলে বাসওয়ালা অার কোন পুরুষ যাত্রি উঠাতে পারবেনা। অাপনাদের ১ জনের জায়গায় ৩ জন পুরুষ যাত্রি উঠাতে পারবে)।
অাবার শ্রম বৈষম্য: ১ জন পুরুষ শ্রমিক ২ মন ধানের বস্তা নিয়ে যেতে পারবে সে তুলনাই ১ জন নাড়ি শ্রমিক পারবে না। এখানে পুরুষ শ্রমিক বেশি মজুরি পেতেই পারে।
অাজ কোথায় যেন পড়লাম, যে মেয়ের বাবা সিগারেট খায় সে মেয়ে বাবার কাছ থাকে কি শিখবে? সিগারেট খাওয়া, অবশ্যই না। মেয়েরা মায়েরটায় বেশি পায়।
০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হাহাহা কত মেয়ে যে পুরুষের মতই বোঝা টানছে কিনু মজুরী পায় না সেইটা কি দেখেছেন ভাই...? বাস এর কথা বলতে গেলে অনেক কথাই আসবে...! ! শেষের লাইনে কি বোঝাতে চাইলেন?
৮| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৮
উল্টা দূরবীন বলেছেন: ভাল লিখেছেন।
১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৯
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ !
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৮
বিজন রয় বলেছেন: দি দরকার প্রথা ভেঙে।