নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ে "স্টুডেন্ট কেবিনেট নির্বাচন"

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৯

জাতির ভবিষ্যৎ কিংবা এইসব বাচ্চাদের (বাচ্চাই বলবো ) ভবিষ্যৎ কোথায় যাচ্ছে... ভাবা যায় ... ! এতে কুফুল ছাড়া সুফল কি হতে পারে ভেবে পাচ্ছি না...! তরুণদের ভেতর ফাটল সৃষ্টিতে ... এত অল্প বয়সেই রাজনীতি ঢুকিয়ে দেয়া কতটা যুক্তিসংগত বুঝে পাচ্ছি না... ? সত্যি কি এটার খুব দরকার ছিলো? এমনিতেই বর্তমানের সৃজনশীল পড়াশুনা একটা ক্যাচাল... দিন দিন পড়াশুনার মান বাড়ছে না বরং নকল আর দুর্নীতি বাড়ছে এরপর মাধ্যমিকেই স্টুডেন্ট কেবিনেট... হাউ কুড? তরুণদের বারোটা বাজাতে কিংবা জাতির জন্য একটা ষড়যন্ত্র কি না তা ভাবার বিষয়! আমার পরিচিত বেশ কয়েকজন এবং আমার দু’জন কলিগ কে খুব চিন্তিত দেখলাম তাদের বাচ্চাদের নিয়ে... জানিনা অন্য বাবা মা’রা কি ভাবছেন? কিংবা আপনি কি মনে করেন?

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৬

নকীব কম্পিউটার বলেছেন: সকল প্রতিষ্ঠানেই এই নির্বাচন হচ্ছে। প্রয়োজন ছিল না। এতে করে শিক্ষার মান বাড়ছে না। কমছে। বরং এমপি মন্ত্রীরা ঘুষ খেয়ে অযোগ্যদের চাকুরী দিচ্ছে। যে কারণে ছাত্ররা জ্ঞানঅর্জন থেকে বঞ্চিত হচ্ছে। যোগ্য শিক্ষকের অভাব শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে।

০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বেশির ভাগ মানুষ-ই মনে করছে না এটার দরকার ছিলো না... দরকার নেই...

২| ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩১

রইস আলম বলেছেন: চিন্তার বিষয়।।।

০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু খুব-ই......

৩| ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫১

বিদ্রোহী সিপাহী বলেছেন: বাংলার শিক্ষা হয়ে গেছে পণ্য

০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তাই মনে হচ্ছে!

৪| ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩১

অদৃশ্য প্রতিভা বলেছেন: হায়রে রাজনীতি তু এবার প্রাইমারীতেও ! দেশে দেখি রাজনীতির ভাটাইয় ভাসতেছে ! থুক্কু জোয়ারে শুকাইয়া গেছে !

০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু এবং তার ফল কি হয় এখন দেখার বিষয় সেটাই...।।

৫| ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৫

বাংলার জামিনদার বলেছেন: কোনোকিছুই রাজনীতির বাইরে না, আর আপনি এত চিন্তা করছেন কেনো, এই টপিক তো এই দেশের লোকের খুবই ফেভারিট।

০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কি জানি .........

৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:১২

কান্ডারি অথর্ব বলেছেন:



শিশু রাজনীতি চালু করার অপকৌশল মাত্র।

০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৭

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু এবং এর ফলে যে ক্ষতিটা বাচ্চাদের হবে তার দায়ভার নিতে কেউ এগিয়ে আসবে না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.