![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
> চুনকাম/ প্লাস্টার করে সাজুগুজু করে গুঁতাগুঁতি খাইতে কি দরকার অই বৈশাখী মিছিলে যাবার...?
> কি দরকার অই গাও ছুঁইয়া ছুঁইয়া ঠ্যালেং ঠ্যালেং করিয়া মেলাতে যাবার...?
> যে রাষ্ট্রে সচরাচর রাস্তায় চলাফেরা করতে গিয়ে ধর্ষিত হতে হয়, খুন হতে হয়, যে আইন, যে সমাজ ব্যবস্থা আপনার এতটুকু নিরাপত্তা দিতে পারে না... সেখানে সবকিছু জেনেও কি দরকার গুঁতাগুঁতি খেতে যাওয়ার ...শুনি...?
>>এর থেকে নিজের বাড়ী/ ছাদ... কি ভাল নয়...? উৎসব উদযাপনের জন্য রাস্তা/ মিছিল// মেলা... এসব-ই কি জরুরী...? নিজ বাড়িতে বসেও সবাই মিলে উৎসবের আমেজে মেতে ওঠা যায়... শুধু সেটা জানতে হয়...
>> আর এই যে লুচুনীয়ালারা... যত খুশি লুচ্চামী করুন...
কিন্তু মনে রাখবেন প্রকৃতি কাউকে ক্ষমা করে না... !
১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কিছু বিকল্প ব্যবস্থা তো নেয়া যায় যখন সমাধান নেই এসবের?
২| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সহমত ইষ্পিতাপু তোমার সাথে।
১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ !
৩| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৮
রোষানল বলেছেন: যদি রাষ্ট্র আর সমাজ ব্যবস্থা আপনার নিরাপত্তা দেয় গুঁতাগুঁতি খাইতে যাবেন ? সমস্যা রাষ্ট্র আর সমাজ ব্যবস্থার আছে জানি কিন্তু সাজুগুজু করে গুঁতাগুঁতি খাওয়ার বদ নেশা বদলানোর দায়িত্ব কার রাষ্ট্র আর সমাজ ব্যবস্থার না চুনকাম/ প্লাস্টার করে সাজুগুজু করে গুঁতাগুঁতি খাইতে যাওয়া ললনাদের ?
১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনি শুধু আপুদের সাজুগুজু দেখলেন... তাদের মন মানসিকতা পাল্টানো দরকার কিন্তু যারা লুচ্চামী করছে, যাদের কারনে আজ এই অবস্থা তাদের কি মানসিকতার পরিবর্তন দরকার নেই।।?
৪| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৩
ইমরাজ কবির মুন বলেছেন:
<< আর এই যে লুচুনীয়ালারা... যত খুশি লুচ্চামী করুন...
কিন্তু মনে রাখবেন প্রকৃতি কাউকে ক্ষমা করে না... !
অ্যাম্নে ভয় লাগাইতে হয়?
১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভয় না......... এটাই প্রকৃত সত্য!
৫| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৪
সায়ান তানভি বলেছেন: বাজে কথা।বরং এটা বলুন যাতে উৎসবমুখর পরিবেশে সবাই মিলে উৎসবগুলো পালন করা যায়, ঘরে বসে তো আর সার্বজনীন হয় না হয় ঘরোয়া অনুষ্ঠান।
১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পরিস্থিতি আজ এটাই ভাবাচ্ছে! বলুন তো? যে সমস্যা গুলো গত কয়েক বছর থেকে হচ্ছে তার সমাধান কি হয়েছে? যেসব ছেলেরা এমন লুচ্চামী করছে তাদের মানসিকতার পরিবর্তন কি হয়েছে? না কি রাষ্ট্র মেয়েদের বা সবার সেরকম নিরাপত্তা দিতে পেরেছে? যখন সমস্যার সমাধান হচ্ছে না তখন বিকল্প পথ-ই কি ভালো নয়? ভেবে দেখুন...
৬| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৯
অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লাগলো না কথা গুলো। নিজেদের মানসিকতা ঠিক করা না গেলে শুধু আপ্পি সমাজ কেন শিশুরাও বাইরে গেলে নিরাপদ না। আপনি আসলে কি ভেবে কথাগুলো লিখলেন বুঝলাম না। ঘরে বন্দী হয়ে নিজেকে রক্ষা করা লাগবে ? গুতাগুতি খেতে আপ্পিরা বাইরে যায় ? গাও ছুঁইয়া ছুঁইয়া ঠ্যালেং ঠ্যালেং করতে আপ্পিরা আর বুবুরা বাইরে যায় ? আর যখন বাইরের লোক ঘরের দরজা ভেঙে ঢুকবে তখন কি ভাইয়া সমাজ কে বলবেন ?
বাজে একটা পোস্ট এটা
১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভালো না লাগার-ই কথা আপু! একটা কথা ভেবে দেখুন... বুবু আর আপুদের দিয়ে আমি কাদের কথা বোঝাতে চেয়েছি! এখন পর্যন্ত যে সমস্যার সমাধান হয়নি সে সমস্যা স্থলে নিজে থেকে গিয়ে গুঁতাগুঁতি খাওয়া কিংবা লাঞ্ছিত হওয়ার থেকে নিজেকে রক্ষা করাই কি ঠিক নয়...? আনন্দ করতে মেলা/ মিছিল কি দরকার? সবাই মিলে ঘরে ঘরে কি আনন্দ হয় না...? আমি যখন জানি অই জায়গাটা আজ ও আমার জন্য নিরাপদ নয় তখন সেখানে আমি কেন যাবো নিজের সম্মান নষ্ট করতে? ভেবে দেখুন.........
৭| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪০
নব্য রাজাকার বলেছেন: সহমত
১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ !
৮| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৬
গোল্ডেন গ্লাইডার বলেছেন: অপর্না আপুর সাথে একমত। ঘরে বইস্যা কদ্দিন থাকবেন!
১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপনার উত্তর আপুকে দেয়া উত্তরে আছে!
৯| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৬
কানিজ রিনা বলেছেন: আরে ইস্পিতা তুইযে কি কস না কস্
বৈশাখের অনুষ্টানতো ওইবই ঠেশা ঠেশিও
ওইব তুই কইয়া থামাবার পারবুনা।
দেহসনা ফাসবুকে কত কত লেংডা পংডু
মায়া দেহা যায়। আর ওগো যারা বালা
কমেন্ড দেয়, আই লাবউ তারা হগ্গলতেই
এক অঙ্গে হ্যগো অঙ্গে মিলব। দেহসনা
যেই সব মায়া গুলান ফুরুষ পুলা ধরবার
লাইগ্যা দাড়ায়া থাহে এরা কুনো সময়
ধর্সন ওয়না। সয়তান মায়ারা সয়তান পুলাগো
কতা শুইনা চলে। হ্যাতাগো আবার গুন্ডা
মাস্তান বন্দূ আচে। হ্যাতারা মেলায় জন
সংকায় অদ্দেকের তুন বেশী হইব।
আমি চিন্তা করতাচি বাল বাল পুলা মায়াও
স্বামী স্ত্রী যাইব, বছরকারদিন বইলা
কতা। বালা শিল্পিরা আইব কত কিচু কইব
গাইব কত আনন্দ হইব,তানা যত্তসব
গুন্ডা মাস্তান লুচ্চা মেলায় যোগ দিব
আর গ্যানজাম বাদাইব। খুব বয় করতাচে।
তর পোষ্টে বলতে পারায়, ধন্যবাদ।
১০| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৬
উল্টা দূরবীন বলেছেন: ধর্ষণের জন্য কাকে দোষ দিবেন?
ধর্ষিতাকে নাকি রেপিস্টকে?
১১| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩১
ক্লাউড বলেছেন: বাইরের পরিবেশ নিরাপদ নয় দেখে আপনি কি তাবৎ নারী সমাজকে আবার গৃহবন্দী হয়ে যেতে বলছেন নাকি?
রাস্তায় বেরোলে ইভটিজিং এর শিকার হতে হয়। তাহলে কি মেয়েরা রাস্তায় বেরোবে না?
চলন্ত বাসে কিংবা একাকী ফিরবার সময় ধর্ষনের শিকার হয়। তাহলে কি রস্তায় বের হওয়া কিংবা একাকী বাসে কিংবা কোন বাহনে ওঠা ছেড়ে দেবে?
যে কয়টা ধর্ষন হয় দেশে, তার থেকে বেশি যৌন প্রতারণার শিকার হয় প্রেমের সম্পর্কে জড়িয়ে। তাহলে কি মেয়েরা নিজেদের প্রেমে পড়বার অধিকারে নিজেরাই নিষেধাজ্ঞা আরোপ করে বসে থাকবে?
পাহাড়, সমুদ্র, অরণ্য তো টিভিতেও দেখা যায়, তাহলে আর সেখানে গিয়ে দেখবার দরকার কি? পথে দুর্ঘটনা হতে পারে, প্লেন ক্র্যাশ করতে পারে, টাকা চুরি গিয়ে বিপদে পরতে পারে, তাই টিভিতেই দেখা উচিত। ব্যাপারটাকে তেমনই করে ফেললেন না?
গ্রস জেনারালাইজেশন। ফাউল পোস্ট।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন: মাথাটাই ফেলে দিতে হবে
মাথা ব্যাথার জন্য !!