নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Epshi007

ঈপ্সিতা চৌধুরী

I wanna know the wonders around me

ঈপ্সিতা চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

শীতের সময় দান হিসেবে শুধু কম্বল- কেন... ?

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

>এই আমি দিনাজপুর/ রংপুর/ ঠাকুরগাঁ / পঞ্চগড় / কুড়িগ্রাম এর শীতের কথা শুধু জানি না, এখানে থেকেছি, আছি...! আমি জানি কি অসহ্য শীত এখানে সইতে হয় ছিন্নমূলদের ... কি অসহায় অবস্থায় কাটায় কিছু মানুষ... কুঁকড়ে কিভাবে শুয়ে থাকে ষ্টেশনে ... কিভাবে কেউ কেউ কাগজ পুড়িয়ে আগুন জ্বালিয়ে সারারাত কাটায় কিভাবে দিনের বেলা তারা শীতে কাতর হয়ে কাটায়...
> শীতের দান হিসেবে সবাই শুধু কম্বল ই বেছে নেয়, তাও আবার কেউ কেউ ২০০/৩০০ টাকার পাতলা কম্বল! যা আমরা বিছানায় বিছিয়ে রাখি ! শীতের দান হিসেবে দুঃস্থদের জন্য কি শীত বস্ত্র বেছে নেয়া যায় না...? কিনুন না কিছু সোয়েটার, চাদর/ মোজা/ কান টুপি/ মাঙ্কি টুপি/ টাইস... যা পরিধান করে সারাদিন কিছু মানুষ স্বস্তিতে কাটাতে পারবে! কিনে ফেলুন কিছু ঔষধ ! বিশেষ করে স্যালাইন সহ শীতের অসুখের কিছু ঔষধ ! এরপর দান করুন... দেখবেন এইসব জিনিস কত কাজে লাগে!
এছাড়াও দিতে পারেন আপনার ব্যবহৃত কিছু পুরনো কাপড় যা এখন ব্যবহার করছেন না!
>>>ঢাকার মানুষদের টিপস দেই একটা- চলে যান গাউসিয়া কিংবা ম্যারাদিয়া হাটে ( বনশ্রীতে) ! খুব অল্প দামে এবং বেশ ভালো শীতের কাপড়/ কাথা/ লেপ সহ অনেক কিছুই পাবেন! শুধু আপনাকে একটু বেছে নিতে হবে ভালো জিনিসটা! এরপর এসে সেগুলো দান করুন শীতার্ত অঞ্চলে... দেখবেন ওই কম্বলের থেকে এসব জিনিস খুব কাজে দেবে তাদের! বিশেষ করে ম্যারাদিয়া হাটে অল্প দামে বেশ ভালো বস্ত্র কিনতে পারবেন... আমি নিজে সেখানে গিয়েছি... এবং অনেক কিছু কিনেছি... শুধু খুঁজে নিতে হয় আর বেছে নিতে হয়! এছাড়াও আমাদের দিনাজপুরে কাচারী মার্কেট নামে একটা মার্কেট আছে যেখানে অল্প দামে শীত বস্ত্র বেশ ভালো পাওয়া যায় আমি সেখান থেকেও কিনি... দান করতে... এছাড়াও নিজের পুরনো কিছু কাপড় / শীত বস্ত্র ও প্রতি বছর দিয়ে থাকি... শুধু কম্বলেই সীমাবদ্ধ থাকি না...!
*** আপনি ও ভেবে দেখতে পারেন... আইডিয়া কিন্তু মন্দ দেইনি...হু...

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:


শীতকালে গৃহহীনদের গণ-ভবনে থাকতে দেয়া উচিত; এট বড় ভবনে ২ জন বুড়ো মানুষ থাকে, ওখানে ২০০০ লোক থাকার মতো যায়গা আছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাই এই ব্যবস্থা তো কখনো করা যাবে না... তাই শুধু শুধু এইটা বলে ...

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: B:-) কম্বল নিয়ে আমাদের দেশে ঐ তিহাসিক উক্তি আছে, সেটিকে স্মরণ রাখতে এই প্রথা বেশি করে চালু আছে!

২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: তা ত জানি না

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৭

আশফাক ওশান বলেছেন: ভালো প্রশ্ন!

২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না প্রশ্ন নয়...

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: টাকাও দেয়া যায়। যার যেটা প্রয়োজন সেটা নিতে পারবে...

২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু তাও দেয়া যায়...

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৫

আহলান বলেছেন: কম্বল বিতরণ ঝামেলাহীন, অন্যান্য পোশাক গায়ে লাগা না লাগা, মাপ জোঁকের ব্যপার থাকে ... গনহারে বিতরণ ঝামেলাপূর্ণ।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: গণ করতে গিয়েই তো সব যাচ্ছে তাই হয়! নির্দিষ্ট একটা টার্গেটে যদি নেয়া হয়, ধরুন বাচ্চাদের দিবো, বয়স নির্ধারণ করে নেয়া হয়... তাহলে কিন্তু ঝামেলা না! আমি কিছু এলাকায় গিয়েছি তারা কম্বলের উপর কম্বল পায় কিন্তু তেমন কাজে লাগে না! অথচ সোয়েটার/ চাদর/ মোজা/ মাঙ্কি টুপি / মাফ্লার এসবের দরকার খুব দিন পার করতে... কোনমতে দান করলেই হয় না সেটা যেন কাজে লাগে সেটাও ভাবতে হয় ভাই!

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৪

রানা আমান বলেছেন: এটা সত্যিই ভালো একটা আইডিয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.