![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
> যখন প্রতিবার কোথাও না কোথাও বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে!!
জানতে ইচ্ছে করে এসব ঔষধ খাওয়ালে কেন এমনটা ঘটে?
এগুলো কি ডেট এক্সপায়ার থাকে না কি ভুয়া ঔষধ থাকে?
বাচ্চাদের এসব ঔষধ খাওয়ানোর আগে কেন
ভালো ভাবে দেখে নেয়া হয় না...
কেন সব কিছু যাচাই করে এসব ঔষধ স্কুলে স্কুলে বিলি করা হয় না ?
প্রতিবার বলা হয়- বাচ্চারা আতঙ্কে কিংবা
মানসিক কারনে অসুস্থ হয়! আসলেই কি তাই......... ?
আমি যদি বলি এখন-
মানুষের বাচ্চা তো তাই গায়ে লাগে না আপনাদের... ?
নিজেদের হলে বুঝতেন মশাই- কেমন লাগে?
> কৃমিনাশক ট্যাবলেট খেয়ে ৬০০ শিক্ষার্থী অসুস্থ--
( আজকের ইত্তেফাক- শেষ পৃষ্ঠা - ছবি সহ আছে)
এবং ১৩ পৃষ্ঠাতেও আছে!!
০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভাই কোন ব্রিফ করে না... এরপর ভেজাল ঔষধ দেয়!! আজিব কারবার!
২| ০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৪
চাঁদগাজী বলেছেন:
স্কুলগুলোর বেশীর শিক্ষকই মোটামুটি বেকুব ধারণের; সরকারী ঔষধ সাপ্লাই দেয় দুস্টরা; েসব সঠিক মত হ্যান্ডলিং করে, সঠিক ঔষধ বুঝে নেয়ার মত মাথা ওখানে কম।
০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সঠিক ঔষধ না ভেজাল তারা কিভাবে জানবে ভাই? ওরা এসে দিয়ে যায়, আর তারা নেয়! কিন্তু কোন ব্রিফ করা হয় না!! কৃমির ঔষধ গরমে বিষ খেতে হয় রাতে ভরা পেটে, শীতের সময় খাওয়া ভালো!! অথচ এসব বলে না কেউ.........।।
৩| ০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৫
নতুন নকিব বলেছেন:
কি দরকার এমন কৃমিনাশক আর ভিটামিন- এ ক্যাপসুল খাওয়ানোর... ?
-সব কিছু বলা যায় না। সব কিছু শুনতে চাইতে হয় না। সব কিছু বঝতে হয় না।
ভাল থাকবেন।
০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: না বললে তো এমন কিছু ঘটতেই থাকবে? তাই নয় কি? এসবের প্রয়োজন আছে কিন্তু ভেজাল দিয়ে কিংবা ব্রিফ না করে শুধু ঔষধ ধরিয়ে দেয়া কি ঠিক?
৪| ০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৫
আহা রুবন বলেছেন: ছোট বেলার কথা খুব মনে আছে, ব্যাগওয়ালা কেউ স্কুলে এলে রব উঠত টিকা দিবার আইছে। ভাঙ্গা বেড়া দিয়ে সব দে ছুট! এখনকার শিশুরা ওতটা ভিতু নয়। তবে খটকা একটা লাগেই, প্রতি বৎসর কৃমির ওষুধেই কেন এই সমস্যা হয়। আমার মেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়া মাত্র শেষ করল। অনেকবারই কৃমির ওষুধ খেয়েছে, ওর কোনও সমস্যা হয়নি। কিন্তু শত শত শিশু ভয়ে অসুস্থ হবে, সেটা বিশ্বাস করতেও কষ্ট হয়। ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে দেখা উচিত।
০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু ভয়ে না... যতদূর মনে হয় এসব ঔষধ ভেজাল এবং গরমে সকালে এগুলো খাওয়া মানে বিষ... রতাএ খেতে হয় ভরা পেটে! এবং শীতে খাওয়া ভালো... এসব ব্রিফ করা হয় না...
৫| ০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
এ আর উৎপল বলেছেন: আমার মনে হয় , আমাদের এই দেশে বিভিন্ন ভ্যাজাল , যেমন ফরমালিন , নিকোটিন , ময়লা, ধুল , ইত্যাদি খেয়ে বেচে থাকতে হবে তাই ছোট বেলা থেকেই একটা প্রাকটিস এর ব্যাবস্থা নিয়েছে সরকার
০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ব্যাপারটা খুব জটিল এবনহ ভয়াবহ হচ্ছে দিন দিন.........।
৬| ০২ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
ধ্রুবক আলো বলেছেন: মানুষের বাচ্চা তো তাই গায়ে লাগে না আপনাদের... ?
নিজেদের হলে বুঝতেন মশাই- কেমন লাগে?
কড়া একদম কড়া কথা।
৭| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: মানবিকতা সম্পন্ন ডাক্তার এমন করতে পারে না ।
৮| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ২:০৮
সামিউল ইসলাম বাবু বলেছেন:
কি বলার কথা কি বলছি
কি দেখার কথা কি দেখছি
--- গান
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৮
সুমন কর বলেছেন: মানুষের বাচ্চা তো তাই গায়ে লাগে না আপনাদের হলে বুঝতেন।
............ডটগুলো আমিই পূরণ করে দিলাম।