![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজানাকে জানার অদম্য আগ্রহ। কিন্তু সকল আগ্রহের কেন্দ্র বিন্দুতে আছে আইনকানুন, আইন গবেষণা, কম্পিউটার, ইন্টারনেট এবং উড়োজাহাজ সম্পর্কিত বিষয়াদি।
সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন সবাই। আশা করি ভালো।
আগেই একটি পোষ্টে বলেছিলাম যে, ন্যানো টেকনোলজিকে বলা হচ্ছে প্রকৃত অর্থেই বিজ্ঞান আবিস্কৃত 'আলাদিনের চেরাগ'। মারাত্মক সব ঘটনা ঘটাতে সক্ষম হবে এই প্রযুক্তি। যদিও এর পক্ষে বিপক্ষে নানান সব যুক্তি ও আছে। তারপরও ন্যানো টেকনোলজি এর পজেটিভ দিকগুলোই বেশী বলে মনে হয় এবং এ ক্ষেত্রে বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা ।
আজকে একটি সুখবর দেই। ফিফা (FIFA)-তে বিশ্ব ফুটবলে বাংলাদেশের অবস্থান ১৬৯ তম হলেও ইরানের তথ্যভান্ডার স্টেট ন্যানো তে দেখলাম ২০১২ সনে এই ন্যানো টেকনোলজির ক্ষেত্রে বাংলাদেশের স্থান ৬২ তম। এই তালিকা তৈরী করা হয়েছে Web of Science (ISI Web of Knowledge) এ প্রকাশিত গবেষণা প্রবন্ধের উপর ভিত্তি করে। অনেক ভালো খবর তাই না? ২০১২ সালের Web of Science (ISI Web of Knowledge) এ বাংলাদেশ থেকে বা বাংলাদেশী সম্মানিত বিজ্ঞাণী/লেখকদের প্রকাশিত ১২০১ টি প্রবন্ধের মধ্যে ৬৭ টি লেখা হয়েছে ন্যানো টেকনোলজি নিয়ে।
তবে মজার বিষয়টি অন্য জায়গায়। আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা বাংলাদেশী হিসাবে গবেষণা প্রবন্ধ প্রকাশ করলেও তা বিশ্ববিদ্যালয় তথা অন্য দেশের নামে তালিকাভুক্ত হবে। আমার জানা ভুল থাকতে পারে তবে আমার জানামতে এভাবেই Web of Science (ISI Web of Knowledge) এর রেংকিং হয়। সে হিসাবে আমার বিশ্বাস বাংলাদেশের স্থান অনেক উপরেই হবে কেননা রেংকিং এর ক্ষেত্রে আমাদের গবেষণার সুফল ভোগ করছে অন্য দেশ।
আর একটি মজার ব্যাপার কি জানেন, যেই সব বিষয়সমূহ বিবেচনায় নেয়া হয়েছে তার মধ্যে মাস্টার্স এবং পি.এইচডি. করা ছাত্রছাত্রীদের সংখা ও আছে । বাংলাদেশের বেলায় এই ছাত্রছাত্রীর সংখ্যা দেখানো হয়েছে শুন্য। তার কারণ মনে হয় বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে পরিপূর্ণভাবে এই বিষয়টির উপর ডিগ্রি দেয়া হয় না। কিন্তু ঐ যে বললাম আমাদের মতো ছাত্রছাত্রীরা সারা বিশ্বে ন্যানোটিকনোলজি নিয়ে গবেষণা করছে। কেবল আমাদের বিশ্ববিদ্যালয়েই আনুমানিক ৪০ জন হবে যারা ন্যানো নিয়ে কাজ করছে। আমি ব্যক্তিগতভাবে আমেরিকা, ইউরোপ, এশিয়ার অনেক নামকরা বিশ্ববিদ্যালয়ের নাম জানি যেখানে বাংলাদেশীরা অনেক উচ্চতর স্থানে আসীন, গবেষণাগারের/সেন্টারের প্রধান ও আছেন। ভাবতেই ভালো লাগছে, তাই না?
ছোট্র একটা তথ্য বলে শেষ করি, ন্যানো নিয়ে কেবল আমেরিকাতেই ২০১৪ সালের এর মধ্যে ২ মিলিয়ন বা ২০ লক্ষ লোক লাগবে। আর ন্যানো কেবল রসায়ন বিজ্ঞান এর বিষয় নয়, মেডিসিন, স্থাপত্য, বীমা, পরিবেশ, প্রসাধন সামগ্রী, অটো মোবাইল, খেলাধুলার সামগ্রী, খাবারদাবার, ইত্যাদি কোথায় নেই। এক কথায় ন্যানো সারা দুনিয়া কাপাঁবে। তাই যারা ক্যারিয়ার নিয়ে ভাবছেন চিন্তা করতে পারেন বিষয়টি।
আমি আইনের ছাত্র, বিজ্ঞানের বিষয়ে কোন ভুল দৃষ্টিগোচর হয়ে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আর জানালে ঠিক করে দিব ইনশাল্লাহ।
সবাই ভালো থাকবেন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬
মুহাম্মদ এরশাদুল করিম বলেছেন: অনেক ধন্যবাদ বাতাসের রূপকনা।
বিষয়টি সবাইকে জানানো দরকার। আমার মতে বাংলাদেশের অসম্ভব সম্ভাবনা রয়েছে, ন্যানো দিয়ে বিশ্বকে শাসন করার (অবশ্যই পজিটিভ অর্থে)। আগ্রহীরা বাতাসের রূপকনা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দয়া করে।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪
পথহারা সৈকত বলেছেন: বাতাসের রূপকথা বলেছেন: আমার বুয়েটের ক্লাসমেট (যদিও ডিপার্টমেন্ট ভিন্ন) ইউনিভার্সিটি অব ইলিনয় এট আরবানা শ্যাম্পেন থেকে পি এইচ ডি করে এখন পেন ষ্ট্যাট এর প্রফেসর যার ভাল রিসার্চ ফান্ড আছে ন্যানো টেকনোলজীর উপর। চাইলে আবেদন করতে পারে অনেকে.
ভাল খবর আমাকে একটু মেইল করবেন ?
[email protected]
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২
বাংলার অপরূপ বলেছেন: @ মুহাম্মদ এরশাদুল করিম ভাই, একটি কথা শুনেছি যে, আমাদের বুয়েট ও অন্যান্য প্রকৌশল বিশ্ববদ্যালয়ের ডিগ্রিকে আমাদের পারশবর্তি দেশ ও অন্যন্য দেশেও ডিপ্লোমা ডিগ্রির মর্যাদা দেয়। তথ্যটি কি সঠিক বা সঠিক হলেও কেন?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২
মুহাম্মদ এরশাদুল করিম বলেছেন: ভাই, বুয়েট নিয়া এই রকম কাজ দুনিয়ার মনে হয় কেউই করবে না। আমি নিজেও দেশে থাকার সময় বুঝি নাই বুয়েট কি জিনিস (আসলে গবেষণা জিনিসটাই দেশে থাকতে বুঝি নাই) অথচ বুয়েট আমাদের পাশ্ববর্তী বিশ্ববিদ্যালয়। রাস্তার এপার ওপার। কত বন্ধু আমাদের বুয়েটের, কিন্তু এখন বুঝি বুয়েট কি জিনিস আর বুয়েটকে সবাই যেই শ্রদ্ধার চোখে দেখে তা এমনি এমনি হয় নাই। বুয়েটের তুলনা বুয়েটই আর ২/১ ব্যতিক্রম ছাড়া বুয়েটের প্রোডাক্টগুলাও মাশাল্লাহ খুবই উন্নত মানের। ঢাবি-র ছাত্র হলেও বুয়েটকে নিয়ে আমার গর্বের সীমা নাই।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
জাহিদ ফারুকী বলেছেন: খুব ভাল খবর। আপনার পাশেই আছি।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩
বাতাসের রূপকথা বলেছেন: আমার বুয়েটের ক্লাসমেট (যদিও ডিপার্টমেন্ট ভিন্ন) ইউনিভার্সিটি অব ইলিনয় এট আরবানা শ্যাম্পেন থেকে পি এইচ ডি করে এখন পেন ষ্ট্যাট এর প্রফেসর যার ভাল রিসার্চ ফান্ড আছে ন্যানো টেকনোলজীর উপর। চাইলে আবেদন করতে পারে অনেকে।