![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I sell mirrors in the city of blinds; I play music amidst the forest of deafs; I wait to hear from the dumbs..
স্কুল পড়ুয়া মেয়েদের মজার কিছু
ব্যাপার
আছে ।
এদের দুনিয়াটা থাকে চকচকে নেইল
পলিশের মত উজ্জল পরিবর্তনশীল রঙিন ।
বয়সের চেয়ে বেশি বড় হতে ইচ্ছে হয় ।
বড়দের
মত সাজতে ইচ্ছে হয় । চোখ
পড়ে থাকে সিরিয়ালের নায়িকার
জামাগুলোর
দিকে । জীবনের নায়ক থাকে বাবা । আর
সবচেয়ে ভালো ছেলে হল ভাইটা । বাকী সব
পচা ।
সমবয়সি ছেলে গুলোকে পিচ্চি গাধা মনে
হয় ।
কারণ মেয়েদের ম্যাচুরিটি ছেলেদের
আগে আসে ।
ক্লাস ফাকি দিয়ে রাস্তায় একটু
ঘুরতে পারলে পৃথিবী জয় করে ফেলার মত
খুশি হয় । বান্ধবীদের কেউ যদি ক্লাস
পালিয়ে প্রেম করতে যায় তবে তাদের গুরু
দায়িত্ব থাকে প্রক্সি দিয়ে রক্ষা করা
।
বিনিময়ে শুধু মজার মজার
কি ঘটেছে তা জানতে পারলে খুশি ।
সবাই
দলবদ্ধ ভাবে চলে ন্যাকা গ্রুপ আতেল
গ্রুপ,
ক্যাডার গ্রুপ । এক দল অন্যদের সাধারণত
ঘাটায় না ।
ভালো লাগে বেশি বয়সের
ছেলেদের । তাই সহজেই হোম টিউটরের
প্রেমে পড়ে যায় । এদের প্রথম
ভালোবাসা হয় সর্বগ্রাসী । দুনিয়ার
কোনো যুক্তি মানতে ইচ্ছে হয় না ।
মাঝে মাঝে সব ছেড়ে পালাতে ইচ্ছে করে
।
যদিও পালাবার পর কি খাবে কি পড়বে
কোথায়
থাকবে তা ভাবলে মুখ আধার করে ফেলে
স্কুলের সামনে ফুচকা তাদের সবচেয়ে
প্রিয়
খাবার । মাঝে মাঝে জানালা ধরে একাই মন
খারাপ করে বসে থাকে । কখনো মনের
অজান্তে কেঁদেও ফেলে । এই বয়সে প্রথম
স্কুলের অনুষ্ঠানে শাড়ি পড়ে চোখে
কাজল
দিয়ে কপালে টিপ দেয় । রাস্তায় আড়
চোখে তাকিয়ে দেখে কেউ দেখছে কিনা ।
কেউ
তাকালে খুব বিরক্ত হয় । আর কেউ
না তাকালে মন খারাপ হয় । ইচ্ছে করে
একটু
লোম ওয়ালা প্রিয় মানুষের আঙুল
ধরে ভি বেল্টের ড্রেস পরে আঙুল ধরে
হাটতে । যদিও
বেশিরভাগ সময়ে প্রতারণা আর বাসার
ভয়ে ইচ্ছে পূরণ হয় না । যখন বাসার কেউ
এদের দিতে বা আনতে যায় তখন এরা
পৃথিবীর
সবচেয়ে ভালো মানুষ । আর যখন প্রিয়
বান্ধবীদের সাথে থাকে তখন মাথায়
আকাশ
ভেঙ্গে ফেলে অট্ট হাসিতে ।
মন সব সময়
বাধন হারা অবাধ্য চুলের মত উড়তে চায় ।
কিন্তু জীবন ব্যান্ড
দিয়ে বাধা অথবা বেনী করা চুলের মত
পরাধীন
হয়ে থাকে ।
তাদের বেনী বাধা চুলের
প্রতি ভাজে কত গল্প
হাসি কান্না যে সাদা ফিতের
সাথে বাধা পড়ে থাকে তা পৃথিবীর
অজানাই
রয়ে যায়
https://www.facebook.com/euphrocinous
©somewhere in net ltd.